ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রানীশংকৈল উপজেলায় জমি দখল নিয়ে চলমান বিরোধ রূপ নিয়েছে সহিংসতায়। পর পর দুটি এলাকায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসন উভয় উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল ও চেকপোস্ট এলাকায় নতুন করে ১৪৪ ধারা জারির ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে হরিপুর উপজেলার আমগাঁও কিশমত গ্রামে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় শনিবার রাতে ধর্মগড় বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত আটঘরিয়া বাজারেও সংঘর্ষ ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এখনো ওই এলাকায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
এদিকে টানা সহিংসতার জেরে হরিপুর ও রানীশংকৈলের সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। জনসাধারণের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে, বন্ধ রয়েছে স্বাভাবিক জনজীবন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানানো হয়েছে।