ট্রাকচালক নেবে জাপান, মূল লক্ষ্য বাংলাদেশ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ট্রাকচালক নেবে জাপান, মূল লক্ষ্য বাংলাদেশ

শ্রমিক সংকটের কারণে জাপানের শিল্প খাতে অচলাবস্থা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় একটি জাপানি লজিস্টিকস কনসালটিং সংস্থা বিদেশি ট্রাকচালক নিয়োগ ও নিযুক্তিতে পরিবহন কম্পানিগুলোকে সহায়তার পরিকল্পনা করেছে। আর এই পরিকল্পনায় জাপানিরা বাংলাদেশকে প্রাধান্য দেবে।

জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফুনাই সোকেন লজিস্টিকস নামের কম্পানিটি এই বছরই বাংলাদেশে তিনটি নিয়োগ ক্যাম্পেইন চালাবে।

এ ছাড়া একটি স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানের নিজস্ব অবকাঠামোতে জাপানি রাস্তার চিহ্নের আদলে একটি নকল ড্রাইভিং কোর্ট স্থাপন করবে, যা নতুন কর্মীদের জাপানে আসার আগে প্রশিক্ষণে সহায়তা করবে। সংস্থাটির লক্ষ্য আপাতত ৯০ জন কর্মী নিয়োগ দেওয়া।

জাপানি কম্পানিটি বাংলাদেশে স্থানীয় সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দেওয়া এবং নিয়োগপ্রক্রিয়া সহজ করার জন্য প্রার্থীদের প্রাথমিক বাছাই করার কাজটি সম্পন্ন করবে। এরপর জাপান থেকে নিয়োগকর্তারা আসবেন সাক্ষাৎকার নিতে।

গত ১০ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারকে সই হয়। এতে বলা হয়, বাংলাদেশি কর্মীরা বিনামূল্যে জাপানি ভাষা ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষিত কর্মীরা বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন। জাপানে বেশি হারে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হবে।

সূত্র : নিক্কেই এশিয়া

মন্তব্য

সম্পর্কিত খবর

এসএসসি ১৯৮৬-এর পল্লবী জোনের ঈদ পুনর্মিলনী

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
এসএসসি ১৯৮৬-এর পল্লবী জোনের ঈদ পুনর্মিলনী

এসএসসি ১৯৮৬ বাংলাদেশের মিরপুর পল্লবী জোনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার মিরপুর ১৩ নম্বরের গ্র্যান্ড প্রিন্স কনভেনশন হল মিলনায়তনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। মিরপুর পল্লবী জোনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাহীদ আক্তার। বিশেষ অতিথি ছিলেন জোনের প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।

এ ছাড়া এসএসসি ১৯৮৬ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি গাজী সিরাজ এবং মিরপুর পল্লবী জোনের সাধারণ সম্পাদক এস এম আলী আহমেদ, সাংগঠনিক সম্পাদক আকবর রানা, মহিলাবিষয়ক সম্পাদক নিগার সুলতানা, সংস্কৃতিকবিষয়ক সম্পাদক নাসরীন বীণা, সচিবালয় সাংবাদিক ফোরামের (বিএসআরএফ) সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, গ্রুপের অ্যাডমিন নাজের চৌধুরী, সঞ্চিতা দাশ, এম এইচ সেলিমসহ এসএসসি ১৯৮৬ বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়।

মন্তব্য
অবৈধ সম্পদ অর্জন

নাসা গ্রুপের পরিচালক নাসরিনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নাসা গ্রুপের পরিচালক নাসরিনের বিরুদ্ধে মামলা

২০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী নাসরিন ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করা হয়। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। নাসরিন নাসা গ্রুপের পরিচালক ও এক্সিম ব্যাংকের সাবেক পরিচালক।

মামলার এজাহারে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জন ও তা দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।

মন্তব্য
সংক্ষিপ্ত

সাবেক মন্ত্রী এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক মন্ত্রী এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ন্যাশনাল ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন আলম আহমেদ, হরিদাস বর্মণ, আরিফ মুহাম্মদ শহীদুল হক, এ এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, চৌধুরী মোস্তাক আহমেদ, রন হক শিকদার, রিক হক শিকদার, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, জাকারিয়া তাহের, মাবরুল হোসেন, নাহিদ সারওয়ার, মোস্তফা মঈন সারওয়ার, রুমি ইমরোজ রশিদ, সৈয়দ শাহ আব্দুল বারি, মনোয়ারা সিকদার, নাইমুজ্জামান ভূইয়া। দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমানের আবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের গুলশান শাখা থেকে মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের নামে পূর্ব পরিকল্পিতভাবে মিথ্যা তথ্যসংবলিত রেকর্ডপত্র তৈরি করে ব্যবহার করা হয়।

 

মন্তব্য

৪৭তম বিসিএস প্রিলির নতুন তারিখ ৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
৪৭তম বিসিএস প্রিলির নতুন তারিখ ৮ আগস্ট

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে। সেই সঙ্গে ৪৪ থেকে ৪৬তম বিসিএস নিয়ে সৃষ্ট জট দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গতকাল রবিবার পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে ৪৪ থেকে ৪৬তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা ও সম্ভাব্য সময়ও জানানো হয়েছে।

৪৪-৪৬তম বিসিএস : বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়গুলো ৮ থেকে ১৯ মের মধ্যে ও পদসংশ্লিষ্ট বিষয়গুলো সম্ভাব্য জুনের শেষ সপ্তাহে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।

২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পর দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে এবং পরিবর্তিত সময়সূচি শিগগিরই জানানো হবে।

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল ও ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফল আগামী জুনের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

বিভ্রান্ত না হয়ে ওয়েবসাইটে নজর রাখুন : পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া চলমান বিভিন্ন বিসিএস পরীক্ষা সম্পর্কে ভিত্তিহীন ও খণ্ডিত তথ্য সরবরাহ করছে, যা বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএস নিয়ে সৃষ্ট জট নিরসনে বিসিএস প্রার্থীদের উদ্বেগ বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান জট সমাধানের জন্য পিএসসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পিএসসির পরীক্ষা নেওয়ার অপরিহার্য কিছু বিষয়, যেমনপ্রশ্নপত্র ছাপানো, পরীক্ষাকেন্দ্র নির্বাচন ইত্যাদি কার্যক্রম পরিচালনায় পিএসসিকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ