শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে যুবলীগ নেতা, ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে যুবলীগ নেতা, ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
শিক্ষার্থীরা যুবলীগ নেতা মো. জাহাঙ্গীরকে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ে ৪ আগস্ট ছাত্র আন্দোলনে হামলাকারীদের অন্যতম মো. জাহাঙ্গীর ধরে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

আজ রবিবার (৯ মার্চ) ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে অংশ নিতে গেলে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে ধরে ধোলাই দেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার পুলিশ লাইন (১ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

আরো পড়ুন
‘স্বামীর জামিনের আশ্বাস’, অন্তঃসত্ত্বাকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘স্বামীর জামিনের আশ্বাস’, অন্তঃসত্ত্বাকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

 

যুবলীগজানা গেছে, তিনি যুবলীগের সক্রিয় সদস্য এবং অতীতে বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

গত বছরের ৪ আগস্ট স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল। সে আন্দোলনে হাতে বড় একটি রামদা নিয়ে তাকে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে দেখা যায়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

আজ রবিবার দুপুরের দিকে ঠাকুরগাঁও আদালত এলাকায় ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ চলছিল।

এক পর্যায়ে শিক্ষার্থীরা দেখতে পান, জাহাঙ্গীরও সেখানে উপস্থিত। মুহূর্তেই চারদিকে খবর ছড়িয়ে পড়ে, এবং ক্ষুব্ধ ছাত্ররা তাকে ঘিরে ফেলে।

আরো পড়ুন
ঈদের আগেই চলতি মাসের বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ঈদের আগেই চলতি মাসের বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

 

ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব বলেন, ‘আমরা তার চেহারা ভালো করেই মনে রেখেছিলাম। ও আমাদের ভাই-বোনদের ওপর হামলা করেছিল।

আদালত এলাকায় তাকে দেখে প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু নিশ্চিত হওয়ার পর আমরা সবাই একসঙ্গে প্রতিবাদ করি।’

অন্য এক ছাত্র শফিকুল ইসলাম বলেন, ‘এই ধরনের সন্ত্রাসীরা নানা রূপে আমাদের সমাজে ঘুরে বেড়ায়। কিন্তু আজ সে ধরা পড়েছে, এটাই বড় প্রাপ্তি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যদি আগেই ব্যবস্থা নিত, তাহলে এতদিন সে এভাবে ঘুরে বেড়াতে পারত না।’

আরো পড়ুন
সেই শিশুর আইনজীবী নিয়োগ দিলেন তারেক রহমান

সেই শিশুর আইনজীবী নিয়োগ দিলেন তারেক রহমান

 

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ‘আমরা তাকে হেফাজতে নিয়েছি।

তার বিরুদ্ধে আগের মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

বীরগঞ্জে সড়কে প্রাণ গেল যুবকের

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
শেয়ার
বীরগঞ্জে সড়কে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় রাহুল ইসলাম (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শনিবার (২২ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় রবি রায় (১৮) নামে আরেকজন আহত হন।

রাহুল বীরগঞ্জ পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মো. হাসেম আলীর ছেলে।

রবি নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের নির্মল রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবি মোটরসাইকেলে করে তার বন্ধু রাহুলকে নিয়ে বীরগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাহুলের মৃত্যু হয়।

আরো পড়ুন
প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার

তারা আরো জানায়, আহত রবিকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান সরকার জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

নির্বাচনের দিনক্ষণ পরিষ্কারভাবে সামনে আনতে হবে : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
নির্বাচনের দিনক্ষণ পরিষ্কারভাবে সামনে আনতে হবে : আমীর খসরু
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ১৬ বছর আন্দোলন করেছি। মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল বাহক হল নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত সংসদই হল মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল বাহক।

সুতরাং নির্বাচনের দিনক্ষণ পরিষ্কারভাবে মানুষের সামনে আনতে হবে।

শনিবার (২২ মার্চ) নগরের একটি ক্লাবে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াবলি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে একটি সরকার আছে, তারা যেহেতু জনগণের নির্বাচিত না। তাই জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই।

এখন আমরা একেকটি দিন অতিবাহিত করছি অনির্বাচিত সরকারের অধীনে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনকালীন ব্যবস্থা শুরু করতে হবে। 

তিনি বলেন, বিগত ১৬ বছর দেশের অনেকে গুম, খুন, জেল ও জুলুমের শিকার হয়েছে। দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

স্বৈরাচার সরকারের পলায়নের পর দেশের মানুষের মনোজগতের বিশাল পরিবর্তন হয়েছে। সেটা রাজনীতিবিদের, নেতাকর্মীদের এবং সাংবাদিকদেরও অনুধাবন করতে হবে। তাহলে নতুন বাংলাদেশ গড়তে পারব। 

বিএনপির এই নেতা বলেন, বিচারবিহীনভাবে বাংলাদেশ শাসন করেছে শেখ হাসিনা। জনগণের মালিকানা কেড়ে নিয়েছে।

ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এসব ফেরত নেওয়ার মূল বাহক হল গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। এসব প্রক্রিয়ায় নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনাসহ যারা দেশের মানুষের ওপর মিথ্যা মামলা, গুম-খুন ও নির্যাতন চালিয়েছে; তাদের বিচার এখন হচ্ছে কিনা সন্দেহ। তবে বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই সেসব ঘটনায় জড়িত প্রত্যেকের বিচার করা হবে।

৫ আগস্টের পর ২০ হাজার বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, পত্রিকার মাধ্যমে কিংবা কোনো অভিযোগে বিএনপির নেতাকর্মীদের নাম এলেই বহিষ্কার করা হয়েছে। কারণ, বিএনপি বিচারহীনতায় বিশ্বাস করে না। এজন্য অভিযোগ এলেই নেতাকর্মীদের প্রশ্রয় না দিয়ে বহিষ্কার করা হয়েছে। অথচ পরবর্তীতে দেখা গেছে, যেসব নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে তারা ঘটনাগুলোতে অভিযুক্ত নন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন একই কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

এতে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।
 

মন্তব্য

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ
সংগৃহীত ছবি

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে আবাসিক শিক্ষার্থীদের ওপর বহিরাগত শিক্ষার্থীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এতে আবাসিক হোস্টেলের আহত ৫ জন হাসপাতালে ভর্তি আছেন। 

এ ঘটনার প্রতিবাদে শনিবার (২২মার্চ) বেলা ১১টার দিকে কুমিল্লার টমছমব্রীজ-কোটবাড়ি সড়কের ক্যাম্পাসের অংশ অবরোধ করে শিক্ষার্থীরা।

প্রায় দুই ঘণ্টার বেশি সময় অবরোধের পর ইউএনও ও পুলিশের হস্তক্ষেপে ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে সরে দাঁড়ান শিক্ষার্থীরা।

জানা গেছে, দুইমাস আগে শীতকালীন পিঠা উৎসবকে কেন্দ্র করে আবাসিক হোস্টেলের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বহিরাগত কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। গতকাল রাতে হোস্টেলের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে গেলে বহিরাগত শিক্ষার্থীরা তাদের দেখে আবার কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এসময় বহিরাগতরা হোস্টেলে এসে হোস্টেলের শিক্ষার্থীদের ওপর হামলা করে।

হামলায় ৫জন হোস্টেলের শিক্ষার্থী আহত হয়। এঘটনায় জড়িয়ে পড়ে স্থানীয় একটি চক্র। তারাও শিক্ষার্থীদের ওপর হামলা করে। পরে রাতেই হামলার প্রতিবাদে জড়ো হয় শিক্ষার্থীরা।
প্রতিবাদে শনিবার ইনস্টিটিউটের হোস্টেল ও সাধারণ শিক্ষার্থীরা সড়কে নেমে আসে।

জানা গেছে, বেলা ১২টার দিকে তারা সড়কে টেবিল রেখে বিক্ষোভ শুরু করে। তারা সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেয়। একপর্যায়ে শিক্ষার্থীরা সড়কে বসে পড়ে। এসময় দুই পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়।

এসময় উভয় পাশে সিএনজি-অটোরিকশার দীর্ঘ যানজট লেগে যায়। পরে দুই ঘণ্টা বিক্ষোভের পর ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বেলা দুইটার কিছু সময় পর সড়ক থেকে সরে আসে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে কুমিল্লা পলিটেকনিকেল ইন্সটিটিউটের আবাসিক শিক্ষার্থীদের ওপর বহিরাগত শিক্ষার্থীরা হামলা করেছে শুনেছি। এঘটনায় তারা সড়ক অবরোধ করেছে। আমি ও উপজেলা নির্বাহী অফিসার গিয়ে তাদের আশ্বাস দিলে তারা সড়ক ছাড়ে। আমরা বলেছি এঘটনায় কোন অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নেব। তবে কেউ এখনও অভিযোগ দেয়নি।

কুমিল্লা পলিটেকনিকেল ইনন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো.লুৎফর রহমান বলেন, আমাদের আবাসিক শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এটা পূর্বের সমস্যা নিয়ে হয়েছে। এখানে স্থানীয়রাও ছিল। ভিডিও আছে। আমরা ভিডিও দেখে হোস্টেল সুপারকে মামলার জন্য আদেশ দিয়েছি। যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছি। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। আমি বিষয়টি পুলিশ, প্রশাসন ও আমাদের ডিজিকেও জানিয়েছি।

মন্তব্য

প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

শনিবার (২২মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

আরো পড়ুন
আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

 

মামলার বিবরণে জানা গেছে, সাত মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে ওমানপ্রবাসীর সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়।

বিয়ের কিছুদিন যেতে না যেতেই শাশুড়ির অসুস্থতার কথা বলে শ্বশুর নববধূকে তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নিয়ে যান। ৪ মাস আগে ওমান থেকে ছুটিতে দেশে ফিরে তার স্বামী নববধূর সঙ্গে স্বাভাবিকভাবে সংসার করতে থাকেন। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে স্বামী তার স্ত্রীকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করালে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে ডাক্তার রিপোর্ট দেন। ওই নববধূ তার শ্বশুরের দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি স্বামীকে জানালে উল্টো নববধূকে বেধড়ক পিটিয়ে জখম করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
পরে ধর্ষণের শিকার ওই গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় মামলাটি করেন।

মামলার বাদী বলেন, ‘মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। বর্তমানে তাকে এক নিকটাত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।

বিচারার্থে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ