মোটরসাইকে‌লে ঘুর‌তে গি‌য়ে প্রাণ গেল ২ বন্ধুর

আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কুড়িগ্রাম
আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কুড়িগ্রাম
শেয়ার
মোটরসাইকে‌লে ঘুর‌তে গি‌য়ে প্রাণ গেল ২ বন্ধুর
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার পাণ্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সৌরভ আলী (১৯) ও বকিয়ত আলীর ছেলে প্লাবন মিয়া (১৮)। দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ‌্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সৌরভ ও প্লাবন দুই বন্ধু মিলে পার্শ্ববর্তী ‌চিলমারী উপজেলরি থানাহাট বাজার ঘুরে ফেরার পথে নিরাশির পাতার বটতলা এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক্টর তা‌দের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় প্লাবন মিয়া‌কে উদ্ধার ক‌রে উলিপুর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত্যু ঘোষণা ক‌রেন।

বিষয়‌টি নিশ্চিত ক‌রে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান ব‌লেন, মরদেহ দু‌টি উদ্ধার করা হ‌য়ে‌ছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল গৃহবধূর প্রাণ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল গৃহবধূর প্রাণ
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় মোটরসাইকেল চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জ-সাটুরিয়া সড়কের তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি বোবার মোড় এলাকায় মোটরসাইকেলের আঘাতে সুফিয়া বেগম (৩৮) নামের গৃহবধূর মৃত্যু হয়। তিনি উপজেলার পশ্চিম চরতিল্লি গ্রামের হোসেন আলীর স্ত্রী।

জানা যায়, রাতে উপজেলার মানিকগঞ্জ-সাটুরিয়া সড়কের বোবার মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সুফিয়া।

একই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে বিজয় মিয়া (১৭) সুফিয়া বেগমকে মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

লাখো রোহিঙ্গার ইফতার : হিটস্ট্রোকে একজনের মৃত্যু, দুজন আহত

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
লাখো রোহিঙ্গার ইফতার : হিটস্ট্রোকে একজনের মৃত্যু, দুজন আহত
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে লাখো রোহিঙ্গার ইফতার অনুষ্ঠানে অংশ নিতে এসে একজনের মৃত্যু হয়েছে। নিহত নেয়ামত উল্লাহ (৫০) ৪নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে। এ সময় আহত হয়েছেন আরো দুজন রোহিঙ্গা।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠানস্থল ডামি হিল (হ্যালিপ্যাড) এলাকায় এ ঘটনা ঘটে।

ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুরের দিকে বেশ গরম ছিল। তখন তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।’

এতে আরো দুজন আহত হয়েছেন বলেও জানান সিরাজ আমীন।

তাদের কক্সবাজার সদর হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহেদুল হাসান আহতদের বরাত দিয়ে বলেন, ‘তারা (আহতরা) বলছেন গরম ছিল তার ওপর রোজা, অনেক হুড়োহুড়িতে পড়ে গিয়েছিলেন। তাদের ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।’

আহতরা হলেন, ৪ নম্বর ক্যাম্পের ব্লক-ই/০৫ আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও একই ক্যাম্পের বশির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)।

হুড়োহুড়িতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা হয়েছে কিনা জানতে চাইলে এপিবিএন কর্মকর্তা সিরাজ আমীন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এতগুলো মানুষ একসঙ্গে হয়েছে তাই গরমটা বেশি ছিল।’

মন্তব্য

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয় : মঈন খান

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি
শেয়ার
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয় : মঈন খান
ছবি: কালের কণ্ঠ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। কোনো দিন ছিল না, কোনো দিন হবেও না। এই দেশ একটি ছোট দেশ। এখানে জনসংখ্যা বৃহৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতি দেশ হচ্ছে বাংলাদেশ।

এই দেশে আমরা পাশাপাশি একজন আরেকজনের কাঁধে হাত রেখে বসবাস করি। এখানে কে কোন জাতি, ধর্ম-বর্ণ সেটা আমরা কখনো বিবেচনা করি নাই। কখনো করব না। আমরা মানুষে মানুষে ভালোবাসায় বিশ্বাস করি।
আমরা রাসূলের নির্দেশ অনুসরণ করি। আমরা যার যার ধর্ম নিয়ে শান্তিতে বসবাস করি।

শুক্রবার (১৪ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বিদেশি পশ্চিমাদের কাছে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখাতে চেয়েছিল।

তারা টেরোরিস্ট হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল। আমি বলেছিলাম এই ট্যাবলেট আর পশ্চিমা বিশ্বকে খাওয়াতে পারবে না। সেই জুজুর ভয় দেখিয়ে, আইএসের ভয় দেখিয়ে ও হরকাতুল জিহাদের ভয় দেখিয়ে। বিদেশি শক্তিকে আওয়ামী লীগ এবার বিভ্রান্তি করতে পারবে না এবং আপনারা দেখেছেন তারা বিভ্রান্ত হয় নাই।

পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন গাজী।

 

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু মহিউদ্দীন চিসতিয়া, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন মোল্লাসহ পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

‘ফ্যাসিবাদের পথে হাটলে ৫ আগস্টের পরিণতি ভোগ করতে হবে’

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
‘ফ্যাসিবাদের পথে হাটলে ৫ আগস্টের পরিণতি ভোগ করতে হবে’
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগরের নায়েবে আমির খায়রুল হাসান বলেছেন, ‘কালিগঞ্জে ইফতার মাহফিলে রোজাদারদের উপর হামলা করে রক্তাক্ত করা হয়েছে। আসামিরা বিএনপির হলে দলীয় ব্যবস্থা নিন। আইন শৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার করতে হবে। তা না হলে ৫ আগস্টের করুণ পরিণতি ভোগ করতে হবে।

আজ শুক্রবার (১৪ মার্চ) কালিগঞ্জে বাদ জুমা অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান এসব কথা বলেন।

খায়রুল হাসান বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘স্বৈরাচারী হাসিনা যে পথে হেঁটেছেন, সেপথ অন্ধকার। অন্ধকার পথে হাঁটবেন না। অন্ধকার পথে হাঁটলে, ফ্যাসিবাদের পথে হাটলে ৫ আগস্টের করুণ পরিণতি ভোগ করতে হবে।

আরো পড়ুন
গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মসজিদের ইমাম আটক, অতঃপর...

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মসজিদের ইমাম আটক, অতঃপর...

 

জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে কালিগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্য খলাপাড়া খাজা মার্কেট এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন জামায়াত কর্মী আহত হন। এই ঘটনায় কালিগঞ্জ থানায় ১৩ জনকে আসামি করে জামায়াতের পক্ষ থেকে মামলা করা হয়। মামলার আসামিরা সকলেই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

এই ঘটনায় কালিগঞ্জে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ বিষয়ে মামলা হয়েছে।  তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ