চট্টগ্রামের পটিয়ায় গরু ডাকাতি করে পালানোর সময় ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। সোমবার (১৭ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, রবিবার রাতে উপজেলার জিরি ইউনিয়নের মহিরা পেরপেরা এলাকায় তাদের আটক করা হয়। এ সময় ৪টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত ২টি পিকআপ উদ্ধার করে পুলিশ।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আসামীরা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান পাশ্ববর্তী জেলা সমূহে ডাকাতি করে আসছিল।
আটককৃতরা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পোমরা শান্তিরহাট মনির বাড়ীর মো. আবুল বশরের ছেলে মো. রফিক (৪৫), কর্ণফুলীর উত্তর শিকলবাহা মাষ্টার হাটের রাজা মিয়ার ছেলে মোঃ হেলাল (৪০), শিকলবাহা গ্রামের মৃত ইলিয়াসের ছেলে মেহেদী হাসান ফরহাদ (২৭) ও শিকলবাহা কলেজ বাজার এলাকার এরশাদ উল্লাহর ছেলে মো. হাবিব (২০)।
স্থানীয়রা জানায়, উপজেলার মহিরা পেরপেরা এলাকার বৃদ্ধ শামসুদ্দীনের বাড়িতে রবিবার রাতে ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গোয়াল ঘর থেকে ৪টি গরু ও ১টি মোবাইল ফোন ডাকাতি করে।
পরে ডাকাতি গরু পিকআপ গাড়িতে তুলে পালানোর সময় স্থানীয়রা পিকআপ গাড়ি আটকে দেয়। পরে স্থানীয়রা দলটিকে আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, ডাকাতদল ডাকাতি করে পিকআপ দিয়ে পালানোর সময় পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ডাকাত দলের ৪ সদস্যকে ২টি পিকআপ ও লুণ্ঠিত ৪টি গরু সহ আটক করে। এ ঘটনায় সোমবার দুপুরে বৃদ্ধ শামসুদ্দীন পটিয়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়
পুলিশ জানায়, উপজেলার মহিরা পেরপেরা এলাকার বৃদ্ধ শামসুদ্দীন তার বাড়ীতে গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করে।
রবিবার রাত সাড়ে ৮ টার দিকে ৮/৯ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে শামসুদ্দীনের বাড়ীতে ঢুকে তাকে ও তার স্ত্রীকে হাত পা বেঁধে তার গোয়াল ঘর থেকে ৪টি গরু ও ১টি মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতদল ডাকাতি করে পিকআপ যোগে পালানোর সময় একদল পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ডাকাত দলের ৪ সদস্যকে ২টি পিকআপ ও লুণ্ঠিত ৪টি গরু সহ আটক করে। এঘটনায় সোমবার দুপুরে বৃদ্ধ শামসুদ্দীন পটিয়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ধৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আসামীরা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান পাশ্ববর্তী জেলা সমূহে ডাকাতি করে আসছিল।