ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

সিরাজগঞ্জে দেয়ালচাপায় দুই শ্রমিক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সিরাজগঞ্জে দেয়ালচাপায় দুই শ্রমিক নিহত
ছবি : কালের কণ্ঠ

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণকাজ করার সময় ধসে যাওয়া দেয়ালের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো তিন শ্রমিক।

শনিবার (১৫ মার্চ) সকালে শহরের শাহেদনগর ব্যাপারীপাড়ায় ড্রেন নির্মাণের জন্য গর্ত করা হলে পাশের দেয়াল ধসে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বহুলী দক্ষিনপাড়ার পঞ্চনন দাসের ছেলে কমল চন্দ্র দাস (৩৫) ও কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের মানিক সেখের ছেলে রাজা সেখ (৪২)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুর রহমান জানান, ড্রেন নির্মাণের শ্রমিকরা পাঁচ ফুট মাটির নিচে খননের কাজ করছিলেন। এ সময় পাশে থাকা বাড়ির ছয়-সাত ফুট উঁচু একটি দেয়াল ধসে পাঁচ শ্রমিক চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দেয়াল সরিয়ে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত্যু ঘোষণা করেন এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছেন।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, নিহত একজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আরেকজনের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। 

মন্তব্য

সম্পর্কিত খবর

পটিয়া

গরু ডাকাতির সময় আটক ৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
শেয়ার
গরু ডাকাতির সময় আটক ৪

চট্টগ্রামের পটিয়ায় গরু ডাকাতি করে পালানোর সময় ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। সোমবার (১৭ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে, রবিবার রাতে উপজেলার জিরি ইউনিয়নের মহিরা পেরপেরা এলাকায় তাদের আটক করা হয়। এ সময় ৪টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত ২টি পিকআপ উদ্ধার করে পুলিশ।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আসামীরা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান পাশ্ববর্তী জেলা সমূহে ডাকাতি করে আসছিল।
 

আটককৃতরা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পোমরা শান্তিরহাট মনির বাড়ীর মো. আবুল বশরের ছেলে মো. রফিক (৪৫), কর্ণফুলীর উত্তর শিকলবাহা মাষ্টার হাটের রাজা মিয়ার ছেলে মোঃ হেলাল (৪০), শিকলবাহা গ্রামের মৃত ইলিয়াসের ছেলে মেহেদী হাসান ফরহাদ (২৭) ও শিকলবাহা কলেজ বাজার এলাকার এরশাদ উল্লাহর ছেলে মো. হাবিব (২০)।

স্থানীয়রা জানায়, উপজেলার মহিরা পেরপেরা এলাকার বৃদ্ধ শামসুদ্দীনের বাড়িতে রবিবার রাতে ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গোয়াল ঘর থেকে ৪টি গরু ও ১টি মোবাইল ফোন ডাকাতি করে।

পরে ডাকাতি গরু পিকআপ গাড়িতে তুলে পালানোর সময় স্থানীয়রা পিকআপ গাড়ি আটকে দেয়। পরে স্থানীয়রা দলটিকে আটক করে পুলিশে খবর দেয়। 


পুলিশ জানায়, ডাকাতদল ডাকাতি করে পিকআপ দিয়ে পালানোর সময় পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ডাকাত দলের ৪ সদস্যকে ২টি পিকআপ ও লুণ্ঠিত ৪টি গরু সহ আটক করে। এ ঘটনায় সোমবার দুপুরে বৃদ্ধ শামসুদ্দীন পটিয়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়

পুলিশ জানায়, উপজেলার মহিরা পেরপেরা এলাকার বৃদ্ধ শামসুদ্দীন তার বাড়ীতে গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করে।

রবিবার রাত সাড়ে ৮ টার দিকে ৮/৯ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে শামসুদ্দীনের বাড়ীতে ঢুকে তাকে ও তার স্ত্রীকে হাত পা বেঁধে তার গোয়াল ঘর থেকে ৪টি গরু ও ১টি মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতদল ডাকাতি করে পিকআপ যোগে পালানোর সময় একদল পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ডাকাত দলের ৪ সদস্যকে ২টি পিকআপ ও লুণ্ঠিত ৪টি গরু সহ আটক করে। এঘটনায় সোমবার দুপুরে বৃদ্ধ শামসুদ্দীন পটিয়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ধৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আসামীরা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান পাশ্ববর্তী জেলা সমূহে ডাকাতি করে আসছিল।


 

প্রাসঙ্গিক
মন্তব্য

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু
সংগৃহীত ছবি

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত কমিটির কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি সোমবার (১৭ মার্চ) হাসপাতালে যান। 

এদিকে তদন্ত কার্যক্রম চলাকালে হাসপাতালে কর্মচারীদের দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে কয়েকজন আহত হয়।

সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে খুলশী এলাকায় ডায়াবেটিক জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানতে চাইলে তদন্ত কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব তদন্ত কার্যক্রম শেষ করে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের কাছে প্রতিবেদন জমা দেব। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে আমাদের তদন্ত কার্যক্রম চলাকালে শুনেছি কর্মচারীদের দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে।

কী কারণে ঘটনাটি হয়েছে তা জানি না।  

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়োগপত্র ছাড়াই হাসপাতালে কাজ করছেন কয়েকজন কর্মচারী। এ নিয়ে গতকাল সকালে হাসপাতালে বিবদমান একপক্ষ আরেক পক্ষকে হুমকি-ধমকি দেয়। এক পর্যায়ে দুইপক্ষ মারামারিতে জড়ান।

এ সময় গণমাধ্যমকর্মীদেরকে ঘটনার ভিডিও করতে এবং ছবি তুলতে বাধা দেওয়া হয়। কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা কিছুক্ষণ পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক-কর্মকর্তা জানান, হাসপাতালের বিভিন্ন বিভাগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। তদন্ত কমিটির কার্যক্রম বাধাগ্রস্ত করতে প্রভাবশালী একটি পক্ষ পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটায়। ওই পক্ষটি দীর্ঘদিন ধরে হাসপাতাল নিয়ন্ত্রণ করছে।

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে (স্বাস্থ্য) ডায়াবেটিক হাসপাতালের বিরুদ্ধে আসা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে আদেশ দেন। মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যারা হলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সদস্য সচিব এবং চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার সদস্য।

মন্তব্য

বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যাহত চিকিৎসাসেবা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
শেয়ার
বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যাহত চিকিৎসাসেবা
ছবি: কালের কণ্ঠ

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। উপজেলার প্রায় এক লাখ ৭১ হাজার ৭১৯ জন মানুষের জন্য রয়েছে মাত্র একজন চিকিৎসক।

জানা যায়, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার থাকার কথা ১৬ জন। সেখানে রয়েছেন মাত্র দুজন।

তাঁদের একজন বনিয়াদি প্রশিক্ষণে এবং অন্যজন এক মাসের ছুটিতে রয়েছেন। এদিকে ১০ জন বিশেষজ্ঞ কনসালট্যান্ট থাকার কথা থাকলেও রয়েছে মাত্র একজন। বর্তমানে তিনি প্রেষণে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আছেন। বিশেষজ্ঞ চিকিত্সকের অভাবে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার।
বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৩৫০ জন রোগী সেবা নিতে আসে। এ ছাড়া প্রতিদিন জরুরি বিভাগে প্রায় ৪০ থেকে ৫০ জন রোগী সেবা নিচ্ছে। সেবা নিতে আসা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে অব্যাহতি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে অব্যাহতি

 

সংকট মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় নিজেই আবাসিক রোগী দেখা থেকে শুরু করে বহির্বিভাগের রোগীদেরও চিকিৎসা দিচ্ছেন।

এতে তার প্রশাসনিক কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে।

ডা. বিজয় কুমার রায় বলেন, ‘চিকিৎসক সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারাও চেষ্টা করছে। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি। আমি একা মানুষ।

যেটা আমার কাজ না সেটাও করতে হচ্ছে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে অব্যাহতি

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি
শেয়ার
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে অব্যাহতি
সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার পদ বাতিলসহ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নীতিবহির্ভূত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরো পড়ুন
স্বাধীনতার ৫৪ বছর পর কলকিহারাবাসী পেল কাঠের ব্রিজ

স্বাধীনতার ৫৪ বছর পর কলকিহারাবাসী পেল কাঠের ব্রিজ

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায় শৃঙ্খলা ভঙ্গ, নীতিবহির্ভূত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় চারজন সদস্যের সদস্য পদ বাতিল করা হয়। একই সঙ্গে সংগঠনে থাকা দায়িত্ব থেকেও তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মুখলেছুর রহমান, জেলা শাখার সদস্য সুমন আহমেদ, কুষ্টিয়া সদর উপজেলা কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম মুবাশ্বির মাহমুদ ও যুগ্ম সদস্যসচিব তালহা জুবায়ের নাবিল।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ