ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোন 'দি বেবী টাইগার্স'-এর মানবিক সহায়তায় প্রদান করা হয়েছে। সহায়তা হিসেবে চিকিৎসা, গৃহ নির্মাণ ও শিক্ষা এবং প্রতিষ্ঠানে নগদ অর্থ দেওয়া হয়। 

আরো পড়ুন

কবি আবু জাফর ওবায়দুল্লাহর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

কবি আবু জাফর ওবায়দুল্লাহর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

 

বুধবার (১৯ মার্চ) সকাল ১১ টায় জোন সদরে এসব সহায়তা প্রদান করেন অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন, উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান,  এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেনসহ প্রমুখ।

সরজমিনে দেখা যায়, বসতঘর নির্মানের জন্য ১০ জনকে ঢেউটিন, ১০ জনকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও শিক্ষা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ জনকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

আরো পড়ুন

শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুরে যুবলীগ নেতা কারাগারে

শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুরে যুবলীগ নেতা কারাগারে

 

জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক বলেন, 'মানুষজন বিভিন্ন সাহায্যে চেয়ে দরখাস্ত করেছেন। এর প্রেক্ষিতে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। আমরা অনেক জনকে আর্থিক সহায়তা প্রদান করেছি, অনেক ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করেছি, চিকিৎসা জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি এবং পাশাপাশি আগুনে পুড়ে যাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে তাদের ঢেউটিন ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেছি।

'

মন্তব্য

সম্পর্কিত খবর

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬৩ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। 

গ্রেপ্তারকৃত ৬৩ জনকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

মন্তব্য

ইউনিয়ন পরিষদে জেলেদের ওপর স্বেচ্ছাসেবক দলের হামলা, লুটপাট

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
শেয়ার
ইউনিয়ন পরিষদে জেলেদের ওপর স্বেচ্ছাসেবক দলের হামলা, লুটপাট
সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণকালে হামলা করেছে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। এ ঘটনায় তিন জেলে আহত হয়েছেন। আহতদের মধ্যে আল আমিন (৩৫) নামের একজনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

আজ শনিবার (২২ মার্চ) দুপুরে ধুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটেছে। এ সময় ভিডিও করতে গেলে এক সংবাদ কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। 

জানা যায়, শনিবার সকাল ৯টা থেকে ধুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১০০০ নিবন্ধিত জেলের মাঝে ফেব্রুয়ারি ও মার্চ মাসের ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। দুপুর ২টার দিকে আল-আমিনসহ কয়েকজন জেলে চাল আনতে গেলে তাদের প্রত্যেককে ৫০ কেজির একবস্তা করে চাল দেওয়া হলে তারা ৮০ কেজি চাল দাবি করেন।

 

এ নিয়ে হৈচৈ শুরু হলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন তাদের উপর হামলা করেন। এক পর্যায়ে জেলেরা চাল ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যান। মারামারি ও চালের বস্তা লুটপাটের দৃশ্য ভিডিও করার সময় হুজাইফা ইসলাম নামের এক সংবাদ কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেকের ছোট ভাই নাহিদ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি সদস্য বলেন, জেলেদের চাল কম দিয়ে প্রায় ১২০ বস্তা চাল তারেক ও তাঁর লোকজনে লুটপাট করে নিয়েছেন।

তবে তালিকাভূক্ত যেসব জেলে এ অনিয়ম নিয়ে কথা বলছেন তাদের বাড়িতে ৮০ কেজি চাল পৌঁছে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।

আহত জেলে আল আমিন বলেন, চাল নেওয়ার ৪ থেকে ৫দিন আগ থেকে প্রত্যেক জেলের কাছ থেকে চাল বিতরণের খরচের নামে ২০০ করে নেওয়া হয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মেম্বারদের মাধ্যমে এ টাকা নেওয়া হয়। ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জহির উদ্দিনের নির্দেশে এ টাকা নেওয়া হয়েছে। ঘটনার পর তার বাড়িতে ৬০ কেজি চাল পাঠিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান জহির সরদার বলেন, পরিষদের সামনে কারো সাথে ব্যক্তিগত বিষয় নিয়ে মারামারি হতে পারে। কিন্তু চাল বিতরণ নিয়ে কোনো মারামারি হয়নি। প্রত্যেক জেলের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়ার বিষয়টি সঠিক নয়। আমাকে হেনস্তা করার জন্য কোনো মহল পরিকল্পিতভাবে এটি ছড়িয়েছে। নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়েছে। কাউকে চাল কম দেওয়া হয়নি। 

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেককে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার বলেন, চাল বিতরণ কার্যক্রম শুরু হওয়ার পর কিছু সময় আমি ওখানে ছিলাম। তখন কোনো অনিয়ম চোখে পরেনি। আপনি প্যানেল চেয়ারম্যান জহিরের সাথে কথা বলেন। কোন ঘটনা হয়ে থাকলে তিনি বলতে পারবেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

চান্দিনায় ৪ দিনে ৪ ধর্ষণের অভিযোগ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
চান্দিনায় ৪ দিনে ৪ ধর্ষণের অভিযোগ
সংগৃহীত ছবি

কুমিল্লার চান্দিনায় চার দিনের ব্যবধানে চার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সব ঘটনায় চান্দিনা থানায় পৃথক চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে দুই মামলার চারজনকে আটক করেছে পুলিশ।

চার ঘটনার মধ্যে এনজিওর পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে যৌন নির্যাতন, ১১ বছরের ভাতিজিকে ধর্ষণ, ইটভাটায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ এবং এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ।

আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে না পারাকে প্রশাসনের ব্যর্থতা বলেও মনে করছে এলাকাবাসী। ধর্ষকদের দ্রুত গ্রেপ্তারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। 

১৯ মার্চ (বুধবার) সন্ধ্যায় চান্দিনায় সর্বশেষ ঘটনা ঘটে। বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এসএসসির এক পরীক্ষার্থী।

এই ঘটনায় শুক্রবার সকালে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো চারজনকে আসামি করে চান্দিনা থানায় মামলা করা হয়। এই ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। 

আটকরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. বিল্লালের ছেলে মো. সোয়েব এবং নলুয়া গ্রামে প্রভাত চন্দ্র সরকারের ছেলে রতন চন্দ্র সরকার। 

ভুক্তভোগী ওই ছাত্রী বলে, ‘বন্ধুর দেখা করে বুধবার সন্ধ্যার পর অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলাম।

পথে ৫-৬ জন যুবক আমার অটোরিকশাটি থামায়। অটোরিকশাচালক ও আমাকে চর থাপ্পড় দিয়ে টেনেহিঁচড়ে একটি স্যালো মেশিনের ঘরে নিয়ে যায় তারা। চালককের হাত-পা বেঁধে আমাকে ধর্ষণ করে পাঁচজন।’

ওই পরীক্ষার্থী আরো বলে, ‘তারা আমাদের সেখানে ফেলে চলে যায়। অনেকক্ষণ পর আমি জ্ঞান ফিরে পেয়ে অটোরিকশাচালকের হাত-পায়ের বাঁধ খুলে দিই।

ওই অটোরিকশাচালক আমাকে বাড়িতে পৌঁছে দেন। পরদিন সন্ধ্যায় আমি ওই অটোরিকশা নিয়ে আবারও বাজারে গিয়ে দুই ধর্ষককে চিনতে পারি। তাৎক্ষণিক ঘটনাটি বাজারে উপস্থিত মানুষকে অবহিত করলে তাদের আটক করে।’

১৯ মার্চ চান্দিনার একটি ইটভাটায় ঘরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে মো. তুহিন (২০) নামের এক শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার সকালে তুহিন ও তার দুই সহযোগীকে আসামি করে থানায় মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুহিনের দুই সহযোগীকে আটক করে পুলিশ

আটকরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে আকুল মিয়া (২০), চর বড়াইবাড়ি গ্রামের ছমির আলীর ছেলে আক্রামুল হক আপেল (১৯)। তারা উভয়ই ইটভাটার শ্রমিক। 

বুধবার চান্দিনায় ১১ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আবু সাঈদের (২১) বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী শিশুর মা। 

সোমবার সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড তুলাতলী এলাকায় একটি এনজিওর পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে অর্থ আদায়ের ঘটনা ঘটে।

চান্দিনার ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা মো. আলী হোসেন বলেন, ‘চান্দিনাতে এমন ন্যক্কারজনক ঘটনা এর আগে দেখিনি বা শুনিনি। আমরা যারা অভিভাবক আছি এসব ঘটনা শুনলে সন্তানদের ঘর থেকে বের হতে দিতে পারি না।’

চান্দিনার ছাত্রসংগঠনের নেত্রী মিলি আক্তার জানান, তুলাতলী গ্রামে এনজিওকর্মীকে যৌন নির্যাতনের ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করতে না পারলে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হবে। 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ‘এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি ২০ মার্চ চান্দিনা থানায় যোগদান করেছি। একটি ঘটনায় দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়সাল তানভীর বলেন, ‘ধর্ষণের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সামাজিক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত।’

মন্তব্য

ইফতার মাহফিলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অতঃপর...

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
ইফতার মাহফিলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অতঃপর...
সংগৃহীত ছবি

বিস্ফোরক আইনে ময়মনসিংহের নান্দাইলে ৭৫ জনকে আসামি করে মামলা করেছেন ছাত্রদলের সাবেক নেতা আতিকুজ্জামান ভুইয়া নওফেল। ওই মামলায় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ মামলা করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বুধবার স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ কলেজে ইফতার পার্টির আয়োজন করেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান।

একই দিন ওই স্থানেই ইফতার আয়োজন করে বিএনপির আরেক অংশ। এতে উত্তেজনা দেখা দেয়। 

আরো পড়ুন
সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না : এ্যানি

সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না : এ্যানি

 

পরে বিকেল সাড়ে ৪টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। ঘণ্টাখানেক সংঘর্ষ চলার পর উপজেলা প্রশাসন জানমালের নিরাপত্তায় ১৪৪ ধারা জারি করে। 

এই ঘটনার তিন দিন পর গত শুক্রবার রাতে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়। ওই মামলায় অভিযুক্তদের বেশির ভাগই যুবদল নেতাকর্মী।

জানা যায়, সংঘর্ষের ঘটনার পর নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে দলের সব ধরনের কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর এক দিন পরই তার সমর্থনপুষ্ট নেতাকর্মীদের নামে মামলা হয়। মামলার খবরে অভিযুক্তদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। 

মামলার প্রধান অভিযুক্ত যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস জানান, পুরো ঘটনার সময় তিনি ছিলেন নিরস্ত্র। তা ছাড়া তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।

অহেতুক মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।

নান্দাইল থানার ওসি মোহাম্মিদ আনোয়ার হোসেন জানান, মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তা ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ