ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ঢাকা মহানগরে ১৯০৬ মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ঢাকা মহানগরে ১৯০৬ মামলা
সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৯০৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানকালে ১৮১টি গাড়ি ডাম্পিং ও ৬৩টি গাড়ি রেকার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

মন্তব্য

সম্পর্কিত খবর

সেই সিঁথিকে ধর্ষণের হুমকি, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সেই সিঁথিকে ধর্ষণের হুমকি, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা
ফারজানা সিঁথি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন ঘটনায় আলোচনায় আসেন ফারজানা সিঁথি। আন্দোলনের সময় তার স্লোগানসহ বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আন্দোলনের পর বিভিন্ন সময়ে নানান কারণে ছিলেন আলোচনায়। ফলে ভাইরাল কন্যা হিসেবেই পরিচিত পান সিঁথি।

 

সম্প্রতি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সবশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। ‘একলা মানুষ’ শিরোনামের ওই গানচিত্রে মডেল হিসেবে ছিলেন তিনি। 

এবার সেই সিঁথি ধর্ষণের হুমকি পেয়েছেন।

খালেদ মাহমুদ হৃদয় খান নামের এক কনটেন্ট ক্রিয়েটরের কাছ থেকে ধর্ষণের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার (১১ মার্চ) রাতে হৃদয়ের নামে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তিনি।

সিঁথি গণমাধ্যমকে বলেন, ‘২৭ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন। পাশাপাশি আমার জীবন যাপন, চলাফেরা, পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে।

সেইসঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন।’

অভিযুক্ত হৃদয়ের পরিচয় তুলে তিনি বলেন, ‘ওনাকে আপনারা চিনবেন, সম্প্রতি সাভার থানা তাকে গ্রেপ্তার করেছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত।’ 

সম্প্রতি পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্য

দুই উপদেষ্টার অনুরোধে মুক্তি পান সেই মহিউদ্দিন!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দুই উপদেষ্টার অনুরোধে মুক্তি পান সেই মহিউদ্দিন!
সংগৃহীত ছবি

ধানমন্ডিতে ভ্রাম্যমাণ আদালত চলাকালে আটক মহিউদ্দিনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার হস্তক্ষেপের পর বাবা-মার জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

ধানমন্ডি থানা পুলিশ সেই মহিউদ্দিনকে ছেড়ে দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে বিষয়টি নিয়ে বুধবার ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত।

তিনি লিখেন, ‘ধানমন্ডিতে ভ্রাম্যমাণ আদালত চলাকালে আটক মহিউদ্দিনকে কিছুক্ষণ আগে ধানমন্ডি থানা থেকে মুক্তি দেয়া হয়েছে। মাহবুব আলম মাহির ও মুশফিকুর রহমান জোহান ভাই এবং আমি রাত ১০টায় তার জামিনের ব্যাপারে কথা বলতে ধানমন্ডি থানায় যাই। কিন্তু ম্যাজিস্ট্রেটের নির্দেশে আটক হওয়ায় পুলিশ প্রথমে নিজেদের পক্ষ থেকে মুক্তি দিতে অপারগতা প্রকাশ করে।’

আরো পড়ুন
এবার ২০ বছরের যুবককে ডেকে নিয়ে ধর্ষণ, থানায় মামলা

এবার ২০ বছরের যুবককে ডেকে নিয়ে ধর্ষণ, থানায় মামলা

 

সিফাত আরো লিখেছেন, ‘পরবর্তীতে তথ্য উপদেষ্টা মাহফুজ ভাইয়ের মাধ্যমে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি ছেলেটির মুক্তির ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেন। পরবর্তীতে রাত ১২টা নাগাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যালোচনার পর মুচলেকা নিয়ে মহিউদ্দিনকে তার বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেন।’ 

আরো পড়ুন
মাগুরার শিশুটির ব্রেনফাংশন করছে না, জানা গেল সর্বশেষ অবস্থা

মাগুরার শিশুটির ব্রেনফাংশন করছে না, জানা গেল সর্বশেষ অবস্থা

 

বুধবার ধানমন্ডিতে ফুটপাতে অবৈধ উচ্ছেদ অভিযান চালায় একটি ভ্রাম্যমাণ আদালত। সেসময় মহিউদ্দিনের একটি ফুডকার্ট উচ্ছেদ করা হয়।

তখন মহিউদ্দিন এই উচ্ছেদ বন্ধে প্রতিবাদ করেন। তিনি দাবি করেন, এই বাজারের সবকিছুর দাম যখন ঊর্ধ্বমুখী তখন পরিবারকে সহযোগিতা করতে তিনি এই দোকান পরিচালনা করছেন। তিনি তো চুরি ডাকাতি করছেন না। কাউকে অসুবিধা না করে এমন সৎ কাজও কেন তিনি এই বাংলাদেশে করতে পারবেন না? উপস্থিত গণমাধ্যমের সামনে এমন বক্তব্য দেওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে মারধর করতে করতে পুলিশ ভ্যানে ওঠায়। মহিউদ্দিনের এই বক্তব্য এবং পুলিশের মারধরের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

মন্তব্য

ছুরিকাঘাত করে লুটে নেয় মোবাইল-টাকা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ছুরিকাঘাত করে লুটে নেয় মোবাইল-টাকা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুবক মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে বুধবার রাতে বাড্ডা কবরস্থান এলাকায় তাকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা লুটে নেয় কয়েকজন দুর্বৃত্ত। 

নিহত মো. তানভীর (২২) মুন্সীগঞ্জ জেলার মুন্সিরহাট উপজেলার বাসিন্দা সাহাদুল্লাহর ছেলে।

তিনি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন এবং বাড্ডা কবরস্থান এলাকায় থাকতেন। 

আরো পড়ুন
শনি গ্রহের আরো নতুন ১২৮টি চাঁদ আবিষ্কার

শনি গ্রহের আরো নতুন ১২৮টি চাঁদ আবিষ্কার

 

নিহতের বাবা সাহাদুল্লাহ বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষে বাসায় আসে তানভীর। এর পরেই আবার বাইরে গেলে তাকে শাওন, সিয়াম, মিন্টু, হাবিবসহ পাঁচ-সাতজন তাকে ছুরিকাঘাত করে। পরে কাছে থাকা মোবাইল ও ১০ হাজার টাকা নিয়ে তানভীরকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।  

আরো পড়ুন
মাগুরার সেই শিশুর জীবন সংকটাপন্ন, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

মাগুরার সেই শিশুর জীবন সংকটাপন্ন, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

 

পরে তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মৃত্যু হয় তার। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মন্তব্য

সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং  প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টো রোড) যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

মন্তব্য

সর্বশেষ সংবাদ