ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

আবেগতাড়িত মালাইকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আবেগতাড়িত মালাইকা

মালাইকা অরোরা এবং তাঁর সাবেক স্বামী আরবাজ খানের ছেলে আরহান খান। আজ ১৮ বছরে পা রাখলেন আরহান। ছেলের জন্মদিন উপলক্ষে বলিউড ডিভা নিজের, আরহান, আরবাজ এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, [‘আমাদের বাচ্চা ছেলে ১৮ বছর বয়সে পরিণত হয়েছে।

’]

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও মালাইকা যে ছেলের সঙ্গে বাবার যোগসূত্রকে ঠিক আগের মতো করেই আগলে রেখেছেন, তা স্পষ্ট করে দেন বলিউড অভিনেত্রী।

অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি আরবাজ খানের সঙ্গে মালাইকার বিচ্ছেদ হয়। তবে খানবাড়ি থেকে বেরিয়ে গেলেও সাবেক স্বামীকে নিয়ে বা সালমান খানের পরিবার নিয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি মালাইকাকে। উল্টো আরবাজ তাঁর সন্তানের বাবা, তাই সাবেক স্বামী সম্পর্কে কোনো মন্তব্য করা তাঁর শোভা পায় না বলেও স্পষ্ট জানান মালাইকা।

মন্তব্য

সম্পর্কিত খবর

এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন
মেহের আফরোজ শাওন

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক হয়েছিলেন গত ৬ ফেব্রুয়ারি। পরদিন ছাড়াও পেয়েছেন। এরপর এক মাস দেশের কোনো জরুরি ইস্যু নিয়ে সেভাবে লিখতে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে এবার পহেলা বৈশাখ নিয়ে লিখলেন শাওন।

যে লেখা প্রকাশ হয়েছে কলকাতার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে।

আনন্দবাজারে শাওনের দীর্ঘ একটি লেখা প্রকাশিত হয়েছে, যেখানে উঠে এসেছে পহেলা বৈশাখ নিয়ে ক্ষোভ। শাওন লিখেছেন, ‘এমন দমবন্ধ করা, অবরুদ্ধ পহেলা বৈশাখ দেখিনি। কখনো দেখব বলেও আশা করিনি।

আসলে ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে রমনা বটমূল, ছায়ানটের গান। ছোটবেলায় ছায়ানটের গান দিয়ে শুরু হতো দিন। সবাই মিলে রাস্তায় ঘুরে বেড়াতাম, রংবেরঙের মুখোশ কিনতাম। যে দিকে তাকাতাম, সেদিকেই লাল-সাদা।
মনে হতো গোটা বাংলাদেশটা ঝলমল করছে। ঝলমলে শহরে পহেলা বৈশাখ উদ্‌যাপনটা এমন হয়ে যাবে, সেটা ভাবিনি!’

আরো পড়ুন
অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

 

বৈশাখের নাম পরিবর্তন প্রসঙ্গে শাওন বলেন, ‘চারপাশে বৈশাখের নাম পরিবর্তন নিয়ে নানা কথা শুনছি। তবে এর বীজটা মনে হয় আগে থেকেই রোপণ করা হয়েছিল। এখন নামের মধ্যেও ধর্ম খুঁজে বের করা হচ্ছে। ‘আনন্দ’ শব্দটার মধ্যেও চাইলে অনেক কিছু খুঁজতে পারেন।

আমার ধারণা, একটা বিশেষ শ্রেণিকে তুষ্ট করতেই এই নাম বদল। কারণ তারা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটা পছন্দ করে না। তারা অনেক দিন ধরেই চাইছিলেন, এই নামটা পরিবর্তন হোক। রাজনৈতিক পটভূমি পরিবর্তনে কিছু না কিছু রদবদল হয়ই। কিন্তু আমরা যা ভেবেছিলাম, তার থেকে অনেক বেশি পরিবর্তন হয়েছে।’

তবে বৈশাখ উদযাপন করবেন জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘এত কিছুর মধ্যে আমি নিজের পরিবার ও কিছু প্রিয় মানুষকে নিয়ে উৎসব উদ্‌যাপন করব। সবটাই বাড়িতে। যেকোনো উৎসবের সঙ্গে খাওয়াদাওয়া ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তবে ইলিশ-পান্তা খাবার পক্ষপাতী নই সেভাবে। বরং অনেক ধরনের ভর্তা ও দেশীয় মাছ খেতে ভালোবাসি। আসলে এই দিনটাতে ঘরটাকেও সেভাবে সাজাব। নিজের ও ঘরের মধ্যে সেই দেশীয় সাজকেই অগ্রাধিকার দিয়ে থাকি।’

আরো পড়ুন
৫ নারীকে নিয়ে মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি

৫ নারীকে নিয়ে মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি

 

দেশকে নিয়ে এখনো স্বপ্ন দেখেন জানিয়ে শাওন লেখেন, “মাঝেমধ্যে হতাশ লাগে। তবে তার পরেও দেশকে নিয়ে স্বপ্ন দেখতে ছাড়ি না। ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি। তবে একটা জিনিস বড্ড ভাবায়। বাংলাদেশে ‘মব সংস্কৃতির’ চল শুরু হয়েছে, যাকে বলা হয় ‘উত্তেজিত জনতা’। তবে এটাও ঠিক, জনতা নিজে নিজে উত্তেজিত হয় না। পেছনে কোনো না কোনো ইন্ধন থাকে। আমি চাই এই ‘মব সংস্কৃতি’ বন্ধ করতে আশু পদক্ষেপ গ্রহণ করুক এই সরকার।”

মন্তব্য

৫ নারীকে নিয়ে মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
৫ নারীকে নিয়ে মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি
কেটি পেরি ও মহাকাশ ভ্রমণ করা বাকি ৫ নারী

মহাকাশ ঘুরে এলেন মার্কিন পপতারকা কেটি পেরিসহ ছয় নারী। তারা সফলভাবে মহাকাশ ঘুরে পৃথিবীতে ফিরে এসেছেন। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেন তারা।

আরো পড়ুন
অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

 

বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে,  কেটি পেরি ছাড়াও মহাকাশযানে ছিলেন- জেফ বেজোসের বাগ্‌দত্তা লরেন সানচেজ, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের সাংবাদিক গেইল কিং, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বোয়ে, নাগরিক অধিকারকর্মী আমান্ডা নুয়েন ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্ন ফ্লিন।

মহাকাশে থাকাকালীন তারা প্রায় তিন মিনিটের মতো ওজনহীনতায় মহাকাশে ভেসে বেড়ান। এ ছাড়া ক্যাপসুলের বড় জানালা থেকে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন। এরপর তিনটি প্যারাসুট ব্যবহার করে ক্রু ক্যাপসুলটি পৃথিবীতে ফিরে আসে।

  রকেটটি পৃথিবী থেকে সর্বোচ্চ একশ কিলোমিটার উচ্চতায় পৌঁছায়, যেখানে ক্যাপসুলটি ‘কারমান লাইন’ অতিক্রম করার সঙ্গে সঙ্গে কার্যত মহাকাশে প্রবেশ করবেন নারীরা। আন্তর্জাতিকভাবে মহাকাশের সীমানা হিসাবে স্বীকৃত ‘কারমান লাইন’।

আরো পড়ুন
বাড়িতে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি

বাড়িতে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি

 

তবে মহাকাশে ভ্রমণকারী এ পাঁচজন নারীকে নভোচারী হিসেবে শ্রেণিবদ্ধ করবে না যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ, মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও মার্কিন সামরিক বাহিনী। কারণ, তাদের সবারই নভোচারী হিসেবে গণ্য হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতার অভাব রয়েছে।

মহাকাশ ভ্রমণ শেষে ফিরে এসে কেটি পেরি জানান, তিনি এখন জীবনের সঙ্গে অত্যন্ত সংযুক্ত এবং ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি অনুভব করছেন। এ অভিজ্ঞতা নিয়ে তিনি একটি গান লিখবেন। তিনি আরো জানান, এটি ছিল সর্বোচ্চ উচ্চতা। এটি অজানার কাছে আত্মসমর্পণ। এ যাত্রা অনেক বেশি উপভোগ করেছেন জানিয়ে কেটি পেরি আরো জানান, এর চেয়ে ভালো কিছুর জন্য তিনি আর সুপারিশ করতে পারেন না।

 প্রতিষ্ঠানটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন পেরি।

মন্তব্য

এমিজয়ী ব্রিটিশ অভিনেত্রী জিন মার্শ প্রয়াত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
এমিজয়ী ব্রিটিশ অভিনেত্রী জিন মার্শ প্রয়াত
জিন মার্শ

জনপ্রিয় ব্রিটিশ টেলিভিশন সিরিজ ‘আপস্টয়ার্স ডাউনস্টয়ার্স’র সহ-নির্মাতা এবং অভিনেত্রী জিন মার্শ মারা গেছেন। রবিবার (১৩ এপ্রিল) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

জিন মার্শের মুখপাত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জিন মার্শের মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি এখনো।

পর্দা ও মঞ্চের পরিচিত মুখ জিন মার্শ ১৯৭০-এর দশকে ইংল্যান্ডের এডওয়ার্ডিয়ান শ্রেণিব্যবস্থা সংশ্লিষ্ট কঠোর সংগ্রামী চরিত্রে এবং শেষ পর্যন্ত দয়ালু থাকার চরিত্রে অভিনয়ের জন্য এমি জিতেছিলেন। এ ব্রিটিশ অভিনেত্রী হলিউডের সিনেমায়ও অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘ক্লিওপেট্রা’, ‘উইলো’ এবং আলফ্রেড হিচকের ‘ফ্রেঞ্জি’ এবং ‘ডক্টর হু’ টিভি সিরিজে দেখা গেছে তাকে।

অভিনেত্রী জিন মার্শ ১৯৯১ সালে ডেম আইলিন অ্যাটকিন্সের সঙ্গে জুটি বেঁধে বিবিসির ‘দ্য হাউজ অব এলিয়ট’ নির্মাণ করেন। মঞ্চে উইলিয়াম শেকসপিয়ার ও জর্জ বার্নার্ড শো’র নাটকে অভিনয় করে অনন্য কৃতিত্ব লাভ করেছেন। তবে ২০১১ সালে স্ট্রোক করলে এর পর থেকে অভিনয়ে অনিয়মিত হন তিনি। এ কারণে এই সময় পর্দায় খুব কম দেখা গেছে তাকে।

লন্ডনে জন্মগ্রহণকারী জিন মার্শ পাঁচ বছর ধরে অভিনেতা জন পার্টউইর সঙ্গে বিবাহিত ছিলেন। নাটকে অনবদ্য অভিনয়ের জন্য ২০১২ সালে ব্রিটিশ সাম্রাজ্যের অফিসার (ওবিসি) উপাধি দেওয়া হয় তাকে।

মন্তব্য

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন
গুলশান আরা আহমেদ

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে মৃত্যু হয়েছে তার। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমাদের গুলশান আরা আহমেদ আপা আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন।’

আরো পড়ুন
বাড়িতে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি

বাড়িতে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি

 

অমি আরও লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক।

আমিন।’

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ