<p>চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন ঘিরে আমেরিকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিগত কয়েক দিন ধরেই। সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের আগামী চার বছরের ভাগ্য নির্ধারণে সঠিক প্রার্থীকে যাচাইয়ে ব্যস্ত। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী হলেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই নির্বাচনের দিকে বিশ্ববাসীর উৎসাহের কমতি নেই। এরই মধ্যে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের পুরনো একটি টুইট নতুন করে ভাইরাল হলো সামাজিক মাধ্যমে। যেখানে মল্লিকা ভবিষ্যদ্বাণী করেছিলেন, কমলাই হবেন একদিন আমেরিকার প্রেসিডেন্ট!</p> <p>আজ থেকে প্রায় ১৫ বছর আগেই কমলাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। অভিনেত্রী সাফ বলেন, ‘কমলা একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন।’</p> <p>বলিউডে সাফল্য পাওয়ার পর বেশ কয়েক বছর হলিউডে ভাগ্যের শিকে ছেড়ার জন্য বেশ দৌড়দৌড়ি করেছেন মল্লিকা। সেই সময় একবার কমলার সঙ্গে সাক্ষাৎ হয় অভিনেত্রী। তিনি কমলার সঙ্গে দেখা করে ফেরার পর তৎকালীন টুইটারে লেখেন, ‘দারুণ লাগল কমলা হ্যারিসের সঙ্গে দেখা করে। লোকে বলে, এই মহিলা একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন।’</p> <p>এটা যে সময়কার কথা, তখন কমলা ছিলেন সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। এরপর কমলার চরিত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি সিনেমা করেন মল্লিকা। সেটা ২০১১ সাল, সিনেমাটির নাম ‘পলিটিকস অব লাভ’। মল্লিকা তখন বলেছিলেন, ‘আমি আমার এই সিনেমার চরিত্রটির জন্য অনুপ্রেরণা নিয়েছিলাম কমলা হ্যারিসকে দেখে।’</p> <p>এত বছর পর মল্লিকার কথা সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল যদিও। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিপক্ষে লড়ার কথা ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে শারীরিক জটিলতা ও বয়সের কারণে নির্বাচন থেকে সরে যান তিনি। এরপর তার স্থলাভিষিক্ত হন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিস। নির্বাচনে লড়ার ঘোষণার পর থেকেই ট্রাম্পকে বেশ টক্কর দেওয়ার আভাস দিয়েছেন কমলা। তবে ভোটের ফলাফল যত সামনে আসছে, কমলার পরাজয়ের আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুসারে, ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ট্রাম্পের ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬টিতে। ১৮৭টি ভোট পেয়েছেন কমলা। গণনা এখনো চলছে। জয় পেতে তাকে পেতে হবে আরো ৮৩ ভোট।</p>