<p>ফ্ল্যাট থেকে উদ্ধার করা হলো কোরিয়ান অভিনেতা সং জে রিমের মরদেহ। মাত্র ৩৯ বছর বয়সে মৃত্যু হলো অভিনেতার। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের এক অ্যাপার্টমেন্টে থাকতেন জে রিম। সেখানেই তার দেহ উদ্ধার হয়। এ ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।</p> <p>কোরিয়ান গণমাধ্যম সূত্রে জানা যায়, সং জে রিমের মৃতদেহের পাশে দুই পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে। কিন্তু যে অভিনেতা পুরদমে ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন তিনি আচমকা আত্মহত্যা করবেন কেন? এটি আত্মহত্যা না খুন? এই প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।</p> <p>সং জে রিমের দেহ প্রথম কে দেখতে পান, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ পুলিশের কাছে তার মৃত্যুর খবর যায়। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফ্ল্যাটের ভিতরে ৩৯ বছরের তারকার দেহ পড়ে থাকতে দেখেন তারা। প্রথমেই জায়গাটি সিল করে দেওয়া হয়। তার পর দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।</p> <p>অল্প বয়সেই মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন সং জে রিম। তার অভিনয় সফর শুরু হয় ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমার মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই খ্যাতি পান সং জে রিম। ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় ৩৯ বছরের অভিনেতা।</p> <p>২০১২ সালে মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার টেলিভিশন ড্রামা ‘মুন এমব্রেসিং দ্য সান’। এই ধারাবাহিকে রাজার নিরাপত্তারক্ষীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সং জে রিম। ‘টু উইকস’ টেলি সিরিজে তাকে দেখা যায় খুনির ভূমিকায়। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ক্যুইন উ’ সিরিজে নজর কাড়েন জে রিম। এখনও তার দুই নতুন সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আচমকা এভাবে তারকার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা।</p>