<p>দেশের প্রথম চেইন মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। দেশি-বিদেশি নানা সিনেমা চলে সেখানে। তবে বছরজুড়ে বাংলা সিনেমাও দেখেছেন দর্শক। বছরজুড়ে নানা চড়াই-উতরাই গেছে দেশের ওপর দিয়ে। এর মধ্যে দর্শক হলে এসেছেন সিনেমা দেখেছেন।  </p> <p>তবে হলিউডের পাশাপাশি বাংলা সিনেমার ক্ষেত্রে ঘটেছে মুক্তির আগে অগ্রিম টিকেট বুকিং, রেকর্ড পরিমাণে ওপেনিং, সর্বোচ্চ শো, টিকিটের জন্য হাহাকার-এ সব কিছুই।</p> <p>স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ জানিয়েছেন যে ১০টি সিনেমা সবচেয়ে বেশি চলেছে সিনেপ্লেক্সে। এর মধ্যে সবার প্রথমে আছে ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান। একক ছবি হিসেবে সবচেয়ে বেশি আয় করা ছবির তকমাও অর্জন করেছে বলে জানা গেছে।</p> <p>এরপর পর্যায়ক্রমে এ বছরে বেশি দেখা বাংলা ছবিগুলোর মধ্যে রয়েছে  ‘রাজকুমার’, ‘মোনা-জ্বিন ২’, ‘দেয়ালের দেশ’, ‘কাজলরেখা’, ‘ওমর’, ‘দরদ’, ‘৮৪০’, ‘প্রিয় মালতী’ এবং ‘৩৬২৪৩৬’।</p> <p>এদিকে হলিউড, বলিউড ও ঢালিউড মিলিয়ে সবচেয়ে বেশি আয় করা দশ ছবির তালিকাও প্রকাশ করেছে সিনেপ্লেক্স। সেই তালিকায় প্রথমেই আছে শাকিব খান অভিনীত রায়হান রাফীর ‘তুফান’। এরপর আছে ডেডপুল এন্ড উলভারিন, ডানকি, গডজিলা এক্স কং, ক্রু, মোয়ানা ২, ভেনম দ্য লাস্ট ড্যান্স, কুংফু পান্ডা ৪, রাজকুমার ও দরদ।</p> <p>অর্থাৎ ২০২৪ সালে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া দেশি-বিদেশি ছবিগুলোর মধ্যে সেরা দশে স্থান পাওয়া চারটি ছবি হলিউডের, তিনটি ছবি বলিউডের এবং বাকি তিনটি ছবি ঢালিউডের! ঢালিউডের তিন ছবির সবগুলোই শাকিব খান অভিনীত!</p> <p>এ বিষয়ে মেজবাহ আহমেদ বলেন, ‘সিনেপ্লেক্সের এ বছরটা বলার মতো অতটা ভালো যায়নি। ওভারঅল ‘তুফান’ই একমাত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছে। যা সিনেপ্লেক্সের গত ২০ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। এমনকি বলিউডের সিনেমাও ফ্লপ গেছে। হলিউড আহামরি চলেনি, যা চলেছে সবই এভারেজ। সব মিলিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক না, এ জন্য মানুষ কম সিনেমা দেখেছে।’</p>