<p>বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় প্লাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চাইতে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্লাটফরমগুলোতেও নিত্য নতুন কন্টেন্টের সমারোহ। বছরজুড়ে ওটিটি প্লাটফরমে এসেছে একের পর এক ধামাকা। সিনেমাহলের চেয়ে ওটিটিই জমিয়ে রেখেছে দর্শকদের। শেষ হতে চলেছে ২০২৪ সাল। আর বছরের শেষদিকে এসেও ওটিটিতে মুক্তি পেয়ে গেল কিছু মেগা সিনেমা-সিরিজ। যেগুলোর জন্য ওটিটির দর্শকরা মুখিয়ে ছিলেন। </p> <p>জেনে নিন, কোন প্লাটফরমে কি দেখতে পাবেন ডিসেম্বরের শেষ সপ্তাহে। </p> <p><strong>স্কুইড গেম সিজন ২ : </strong>বহুল আলোচিত সিরিজ স্কুইড গেমের দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ২৬ ডিসেম্বর মুক্তি পেয়ে গিয়েছে এর দ্বিতীয় সিজন। এটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। এবারের মৌসুমেও লি জাং জে ধরা দিয়েছেন প্লেয়ার ৪৫৬ হিসেবে। মৃত্যুর এই খেলা তিনি কি থামাতে পারবেন? জানতে হলে দেখে ফেলুন সিরিজটি। ইতোমধ্যেই তুমুল সাড়া পেয়েছে দ্বিতীয় সিজন।</p> <p><strong>সিংহাম এগেইন</strong><br /> রোহিত শেঠির কপ ইউনিভার্সের সিংহাম এগেইন এ বছর বক্স অফিসে করেছে বাজিমাত। আয়ের দিক থেকে সুপারহিট সিনেমাটি ২৭ ডিসেম্বর থেকে স্ট্রিম হয়েছে ওটিটিতে। এটি অ্যামাজন প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, কারিনা কাপুর,  অর্জুন কাপুর, রণবীর সিং, অক্ষয় কুমার, প্রমুখ। </p> <p><strong>‘ভুল ভুলাইয়া ৩’</strong><br /> বছরের অন্যতম সেরা আয় করা হিন্দি চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া ৩’ এবার ওটিটিতে এসে গেছে। ভুল ভুলাইয়া জগতের তৃতীয় সিনেমা এটি। এবারও রুহ বাবার চরিত্রে ফিরেছে কার্তিক আরিয়ান। এতে আরো মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, তৃপ্তি দিমরি আছেন এই হরর কমেডি ঘরানার সিনেমাটিতে। এটি ২৭ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। </p> <p><strong>‘আরআরআর’</strong><br /> অস্কারের মঞ্চে সাড়া জাগানো চলচ্চিত্র এসএস রাজামৌলি ‘আরআরআর’ এবার ওয়েব মাধ্যমে দেখা যাবে। ২০২২ সালের সেরা আয়কারী ভারতীয় এই সিনেমা সেরা মৌলিক গানের জন্য জিতে নিয়েছে অস্কার। এটি এখন ওটিটি দর্শকদের জন্য উন্মুক্ত। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ২৭ ডিসেম্বর থেকে। এতে অভিনয় করেছেন রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগন প্রমুখ।</p> <p><strong>ডক্টরস</strong><br /> সিরিজের গল্প দুই চিকিৎসককে কেন্দ্র করে। যার মধ্যে নিতিয়া নামের চিকিৎসকের ভাই সার্জারির সময় মারা যান। তবে নিতিয়া ধরে নেন, ডাক্তার ইশানের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে তার ভাইয়ের। তাই ভাইয়ের মৃত্যুর বদলা নিতে সেই হাসপাতালে যোগদান করেন তিনি। তবে সেখানে এসে ডাক্তারদের পরিশ্রম, দায়িত্ববোধ, ত্যাগ দেখে তার ভাবনা বদলাতে থাকে। এমন গল্পেই নির্মিত সিরিজটি ২৭ ডিসেম্বর থেকে দেখা যাচ্ছে জিও সিনেমায়। মুখ্য ভূমিকায় আছেন হারলিন শেঠি এবং শরদ কেলকার।</p>