বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চেয়ে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্ল্যাটফরমগুলোতেও নিত্যনতুন কনটেন্টের সমারোহ। প্রতি মাসেই ওটিটি প্ল্যাটফরমগুলোতে একাধিক সিনেমা ও সিরিজ মুক্তি পায়।
এপ্রিল মাসেও ওটিটিতে আসতে চলেছে বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজ, যা ঘিরে দর্শক প্রত্যাশা অনেক বেশি। চলুন জেনে নিই, কোনটা কোন প্ল্যাটফরমে দেখতে পাবেন।
ছাভা
ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে নির্মিত ‘ছাভা।’ ভিকি কৌশল-রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাভা’ ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পায়।
বক্সঅফিসে ৬০০ কোটির বেশি আয় করেছে এটি। গড়েছে একের পর এক রেকর্ড। এবার ঘরে বসে নেটফ্লিক্সে ১১ এপ্রিল থেকে দেখতে পাবেন সিনেমাটি।
আরো পড়ুন
কাকে বিয়ে করলেন শামীম হাসান? জানা গেল স্ত্রীর পরিচয়
ছোরি ২
নুসরত ভারুচার হরর সিনেমা ‘ছোরি ২’ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
‘ছোরি’র সিক্যুয়েল এটি। এতে সাক্ষী তার ৭ বছরের মেয়েকে কুসংস্কারে ভরা বিপজ্জনক পৃথিবী থেকে উদ্ধারের চেষ্টা করে। সেই ভয়াবহতা থেকে রক্ষার চেষ্টা করে যা তাকে এবং তার আশেপাশের তরুণীদের আজও তাড়িয়ে বেড়ায়। যারা ভৌতিক সিনেমা ভালোবাসেন তাঁরা নজর রাখতে পারেন প্রাইম ভিডিওতে। ১১ এপ্রিল মুক্তি পাবে এটি।
জুয়েল থিফ : দ্য হেস্ট বিগিন্স
জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস একটি ডাকাতির গল্প নিয়ে তৈরি । একজন চোর বিশ্বের সবচেয়ে মূল্যবান হীরে চুরি করার চ্যালেঞ্জ নেয়। হীরের নাম ‘আফ্রিকান রেড সান’। এতে মুল ভূমিকায় রয়েছেন সাইফ আলী খান, জয়দীপ আহলাওয়াত এবং নিকিতা দত্ত। ২৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।
আরো পড়ুন
‘বরবাদ’ ঝড়ে কাঁপছে দেশ, এক দিনেই মাল্টিপ্লেক্সে ৬৬ শো
হ্যাভক
গ্যারেথ ইভান্সের লেখা ও পরিচালনায় তৈরি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হ্যাভক। মাদক মাফিয়া এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা একজন আহত গোয়েন্দাকে এক রাজনীতিকের ছেলেকে বাঁচানোর মিশন দেওয়া হয়। আমেরিকা ও ব্রিটেনের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাতে মুখ্য ভূমিকায় রয়েছেন টম হার্ডি, ফরেস্ট হুইটেকার এবং টিমোথি অলিফ্যান্ট। ২৫ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি।
টেস্ট
নয়নতারা, আর মাধবন এবং সিদ্ধার্থ অভিনীত ‘টেস্ট’ ক্রিকেটের উপর ভিত্তি করে তৈরি স্পোর্টস ড্রামা। চেন্নাইয়ে অনুষ্ঠিত এক ঐতিহাসিক আন্তর্জাতিক টেস্ট ম্যাচের সময় তিনজন মানুষের জীবনপথ এক বিন্দুতে এসে মিলে যায়, যা শেষ পর্যন্ত তাদের জীবন বদলে দেওয়া কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি।
আরো পড়ুন
‘আমার হাতে সব প্রমাণ আছে’, গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমনি
চমক- দ্য কনক্লুশন
চমক একটি মিউজিক থ্রিলার যা কানাডার একজন র্যাপারের গল্প তুলে ধরেছে পর্দায়। শিল্পী কানাডা থেকে পঞ্জাবে ফিরে আসে তার বাবার হত্যা রহস্যের কিনারা করতে। কে খুনী? এই রহস্য নিয়েই এগিয়েছে গল্প। অভিনয় করেছেন পরমবীর চিমা, মনোজ পাহওয়া, ইশা তালওয়ার প্রমুখ। ৪ এপ্রিল থেকে সনি লিভে দেখা মিলছে সিনেমাটির।
কিংস্টন
তামিল সিনেমা কিংস্টন আশির দশকের এক অতিপ্রাকৃত ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেখানে থুভাথোরের কাছে সমুদ্র অভিশপ্ত হয়ে পড়ে। বহু বছর পর, সাহসী চোরাকারবারী কিংস্টন এবং তার বন্ধুরা সেই ভৌতিক জলে পাড়ি জমায়। তাদের উদ্দেশ্য, দীর্ঘদিনের সেই অভিশাপ ভেঙে দেওয়া এবং দুর্ভোগে পড়া তাদের গ্রামকে উদ্ধার করা। এতে অভিনয় করেছেন জিভি প্রকাশ, দিব্যাভারতী, সাবুমন আবদুসামাদ। ১৩ এপ্রিল জি তামিলে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
আরো পড়ুন
বিয়ে করলেন রাবা খান ও আরাফাত মহসিন
কার্মা
এই দক্ষিণ কোরিয়ান ক্রাইম থ্রিলারটি ছয় জন ব্যক্তির গল্প বলবে, যাদের জীবন একটি শোকাবহ ঘটনার সাথে জড়িয়ে পড়ে। একটি রহস্যময় দুর্ঘটনার সাক্ষী হওয়ার পর আহন কিওক নামের একজন এমন একটি চুক্তি করে যা একের পর এক অনাকাঙ্ক্ষিত পরিণতির সূত্রপাত ঘটায়। ৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এটি।
ওয়ে ব্যাক লাভ
বহুল প্রতীক্ষিত কোরিয়ান ড্রামা ‘ওয়ে ব্যাক লাভ’ প্রথম দুই পর্ব নিয়ে প্রিমিয়ারের জন্য প্রস্তুত। এটি সিও ইউন-চায়ের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত। গং মিয়ং এবং কিম মিন-হা অভিনীত এই ছয় পর্বের সিরিজটি প্রতি বৃহস্পতিবার টিভিং ও ভিকি প্লাটফরমে সম্প্রচারিত হবে।