ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

গাড়িতে অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সংগীতশিল্পী পারশা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
গাড়িতে অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সংগীতশিল্পী পারশা
সংগৃহীত ছবি

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি। আজ শনিবার তিনি উবারে করে বনানী যাওয়ার সময়ে রাজধানীর কুর্মিটোলায় গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেন পারশা নিজেই।

এই গায়িকা বলেন, ‘উবারে করে বনানী যাচ্ছিলাম।

কুর্মিটোলার সামনে গাড়িতে হুট করে আগুন ধরে যায়। তড়িঘড়ি করে বেরিয়েছি। কিভাবে যে বের হয়েছি বলতে পারব না।’ 

এই বিষয়ে সামাজিক মাধ্যম ফেসবুকেও একটি পোস্ট দিয়েছেন পারশা।

সেখানে তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনো জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কিভাবে যে বেঁচে গেছি!’

এর আগে অন্য একটি পোস্টে একটি ভিডিও প্রকাশ করেছেন পারশা।

সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে দাউ দাউ করছে আগুন। ধোঁয়া উড়ছে। পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে’
সংগৃহীত ছবি

অভিনয়ের বাইরে সামাজিক যোগাযগ মাধ্যমেও সরব তাসনিয়া ফারিণ। কাজের খবরের পাশাপাশি মাঝেমধ্যেই নিজের ভাল লাগার নানান খবরও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবিতে ফারিণকে দেখা গেছে খোলা চুলে মিষ্টি হাসিতে।

 ছবিটির সঙ্গে তিনি ক্যাপশনে জুড়ে দেন, ‘মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে।’ 

May be an image of 1 person and smiling

অভিনেত্রীর মিষ্টি হাসির প্রশংসার পাশাপাশি ক্যাপশনের জন্য নানারকম হাস্যরসাত্মক মন্তব্যও পাচ্ছেন তিনি। একজন লিখেছেন, অসাধারণ হয়েছে হাসিটা। আরেকজন লিখেন, পিকআপ তো লাগবেই, কিন্তু সেটা বউ নিতে যাওয়ার জন্য! এটাই তো আসল প্ল্যান, বুঝলেন কিনা? এর পর সেই মন্তব্যে প্রতিক্রিয়াও দেন ফারিণ।

লিখেন, হাহা। 

সদ্যই উন্মুক্ত হয়েছে ফারিণের নাটক ‘পিকআপ লাগবে’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে অভিনেত্রীর বিপরীতে ছিলেন ইয়াশ রোহান।

প্রাসঙ্গিক
মন্তব্য

সমালোচনার মুখে হানিয়া আমির

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সমালোচনার মুখে হানিয়া আমির
সংগৃহীত ছবি

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভারতেও তার অনুরাগীর সংখ্যা কম নয়। তারা নিয়মিত তার সমাজমাধ্যমে নজর রাখেন। এবার ভারতীয় অনুরাগীদের সেই ভালবাসা ফিরিয়ে দিতে গিয়েই বিপাকে পড়লেন হানিয়া।

তাকে শুনতে হলো, “এবার হিন্দু ধর্ম গ্রহণ করুন।”

কিছু দিন আগেই হলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া। নিজের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি। কয়েকটি ছবিতে দেখা যায়, ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সুসময় কাটাচ্ছেন তিনি।

অভিনেত্রীর কপালে ছিল কমলা রঙের টিপ। এই ছবিগুলি শেয়ার করে পাকিস্তানি অভিনেত্রী লিখেছিলেন, “একজন বুদ্ধিমান মানুষ বলেছেন, খারাপ কথা শুনো না, খারাপ জিনিস দেখো না, খারাপ কথা বলো না। সবাইকে জানাই হলির শুভেচ্ছা।”

এই পোস্ট দেখে হানিয়াকেও শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুরাগীরা।

তবে তার পাকিস্তানি অনুরাগীদের পক্ষ থেকে ধেয়ে আসে কটাক্ষ। প্রশ্ন ওঠে, মুসলিম হয়ে কীভাবে তিনি কপালে টিপ পরলেন? অনেকে আবার দাবি করেন, বলিউডে জায়গা তৈরি করার জন্য ভারতীয়দের মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন হানিয়া।

হানিয়ার এই ছবিতে এক নিন্দুককে মন্তব্য করেন, “আপনি বরং হিন্দু ধর্ম গ্রহণ করুন। তা হলে বলিউডে আপনি যথেষ্ট ভালোবাসা পাবেন।” আর এক নিন্দুকের কথায়, “লজ্জা হওয়া উচিত।

রমজানের সময় অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করুন। গোটা বছর তো এমনিতেই আপনারা হিন্দু হয়ে ওঠার চেষ্টা করেন!” 

তবে পাকিস্তানের একনিষ্ঠ অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন হানিয়ার। এক অনুরাগী লিখেছেন, “এমন অশিক্ষিতের মতো কথাবার্তা দেখলে সত্যিই বিরক্ত লাগে। কিছু কিছু বিষয় ধর্মের ঊর্ধ্বে। মানবতা বলেও কিছু বিষয় থাকে।”

প্রসঙ্গত, হানিয়া আমিরকে সর্বশেষ দেখা গেছে পাকিস্তানি নাটক ‘কাভি ম্যায় কাভি তুম’-এ।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফিরেছে ‘সরলতার প্রতিমা’, নতুন আয়োজনে গাইলেন টিনা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ফিরেছে ‘সরলতার প্রতিমা’, নতুন আয়োজনে গাইলেন টিনা
সংগৃহীত ছবি

তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা—এমন কথার গানটি অনেক বছর আগের হলেও এখনো মানুষের মুখে মুখে ফিরে। তরুণ মুন্সীর লেখা জুয়েল-বাবুর সুরে খালিদের গাওয়া অসম্ভব জনপ্রিয় গান ‘সরলতার প্রতিমা’ নতুন আবহে কণ্ঠে তুলেছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী টিনা রাসেল। তৈরি করেছেন একটি ভিডিও। আর সেটি শিল্পী নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।

গতকাল ১৮ মার্চ ছিল নব্বই ও শূন্য দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদের প্রথম মৃত্যুবার্ষিকী। তার স্মরণেই নতুন আবহে গানটি উন্মুক্ত করেন এই গায়িকা। 

গানটি প্রকাশ প্রসঙ্গে টিনা বলেন, ‘একজন সত্যিকারের শিল্পীর কখনো মৃত্যু হয় না, কারণ তারা বাঁচেন তাদের কর্মে। প্রিয় শিল্পী খালিদ ভাইয়ার ‘সরলতার প্রতিমা’ জীবনভর শুনে এসেছি, আজ খুব শ্রদ্ধাভরে স্মরণ করে গানটা শেয়ার করলাম সবার জন্য।

প্রিয় শিল্পী যেখানে আছেন, অবশ্যই খুব ভালো আছেন। গানটা কেমন লাগলো জানাবেন।’ 

খালিদের এই গানটি টিনার কণ্ঠে প্রকাশের পর থেকে শ্রোতা-দর্শকরা ভালোই মুগ্ধতা প্রকাশ করছেন ইউটিউব ও ফেসবুকে মন্তব্যের ঘরে।

প্রসঙ্গত, টিনা রাসেল এই প্রজন্মের অন্যতম সমৃদ্ধ কণ্ঠশিল্পী।

গান নিয়ে উচ্চতর পড়াশোনা শেষে নিয়মিত গাইছেন সিনেমা, নাটক ও মঞ্চে। মৌলিক আধুনিক গানের পাশাপাশি নিয়মিত কণ্ঠে তুলছেন পুরনো দিনের গানও। নিজস্ব বাচনভঙ্গি ও সাবলীল উপস্থাপনার কারণে টেলিভিশন দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন এই শিল্পী। পাশাপাশি একজন সফল উদ্যোক্তাও তিনি।

অন্যদিকে ১৯৮১ সালে খালিদের গানের জগতে যাত্রা।

১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে  যোগ দেন। ব্যান্ডের ‘নাতিখাতি বেলা গেল’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এই গানের মাধ্যমেই খালিদ হয়ে ওঠেন তরুণদের ক্রেজ। এরপর অসাধারণ সব কালজয়ী গান উপহার দেন তিনি।

মন্তব্য

আইপিএলের উদ্বোধনীতে মাঠে থাকছেন তারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আইপিএলের উদ্বোধনীতে মাঠে থাকছেন তারা
শাহরুখ, প্রিয়াঙ্কা, ক্যাটরিনা ও সালমান

সদ্যই দুবাইতে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ট্রফি নিয়ে দেশে ফিরতেই শুরু আইপিএলের আমেজ। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আইপিএলের ১৮তম আসর শুরু হতে যাচ্ছে ২২ মার্চ থেকে। কলকাতার ইডেন গার্ডেনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এবারের আসর।

আর প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানের সন্ধ্যাকে রঙিন করতে প্রস্তুত বলিউড তারকারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইপিএলের উদ্বোধনীতে শাহরুখ খানের পাশাপাশি হাজির থাকতে চলেছেন সালমান খানও! এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল এবং সঞ্জয় দত্তও সেদিন উপস্থিত থাকবেন ইডেন গার্ডেনে।

আরো পড়ুন
দশ বছর কোনো পার্টিতে দাওয়াত পাননি শাহনাজ খুশি!

দশ বছর কোনো পার্টিতে দাওয়াত পাননি শাহনাজ খুশি!

 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, শাহরুখ খান তার দল কেকেআর-এর সমর্থনে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচার করতে আসছেন। তাই আইপিএলের উদ্বোধনী সন্ধ্যা যে অত্যন্ত বিশেষ হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই অনুরাগীদের।

এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খানের মতো তারকারাও উপস্থিতি হতে পারেন বলে শোনা যাচ্ছে।

আরো পড়ুন
যুবকের আপত্তিকর মন্তব্য, ‘স্ক্রিনশট’ প্রকাশ করে যা বললেন শবনম ফারিয়া

যুবকের আপত্তিকর মন্তব্য, ‘স্ক্রিনশট’ প্রকাশ করে যা বললেন শবনম ফারিয়া

 

এর আগেই জানা গিয়েছিল, এবারের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। জনপ্রিয় মার্কিনি পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক ব্যান্ডটি করণ অউজলা এবং দিশা পাটানির সঙ্গে পারফর্ম করবে। অনুষ্ঠানে ক্রিকেটের একাধিক কিংবদন্তি তারকাও হাজির থাকবেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ