<p>১৩ ধরনের পদে ২৪ জন নিয়োগ দেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। পদগুলো ১১তম থেকে ২০তম গ্রেডের। আবেদন করতে হবে ৬ ডিসেম্বর ২০২৩ বিকাল ৪টার মধ্যে।</p> <p> </p> <h3><strong>পদের তালিকা</strong></h3> <p>১. কম্পিউটার অপারেটর<br /> পদ সংখ্যা: ১টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিসহ সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণে কমপক্ষে ছয় মাসের ডিপ্লোমা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত/খ্যাতনামা প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসহ প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড ও এক্সেলের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। তবে অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে একটি তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হতে পারে।<br /> বয়স: অনূর্ধ্ব ৩০ বছর<br /> বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)</p> <p>২. অফিস সহকারী কাম ডাটা প্রসেসর<br /> পদ সংখ্যা: ২টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিসহ সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণে কমপক্ষে ছয় মাসের ডিপ্লোমা থাকতে হবে। এমএস ওয়ার্ড ও এক্সেলের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।<br /> বয়স: অনূর্ধ্ব ৩০ বছর<br /> বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)</p> <p>৩. ড্রাইভার (হেভি)<br /> পদ সংখ্যা: ১টি<br /> যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স (হেভি) থাকতে হবে। গাড়ি চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।<br /> বয়স: অনূর্ধ্ব ৩০ বছর<br /> বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)</p> <p>৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট<br /> পদ সংখ্যা: ১টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার প্রশিক্ষণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কমপক্ষে তিন মাসের বেসিক সার্টিফিকেট কোর্সের সনদ থাকতে হবে। এমএস ওয়ার্ড ও এক্সেলের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।<br /> বয়স: অনূর্ধ্ব ৩০ বছর<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৫. পদের নাম: স্টোরকিপার<br /> পদ সংখ্যা: ১টি<br /> যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএসহ স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।<br /> বয়স: অনূর্ধ্ব ৩০ বছর<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৬. পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট<br /> পদ সংখ্যা: ১টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটারে পারদর্শী হতে হবে।<br /> বয়স: অনূর্ধ্ব ৩০ বছর<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৭. পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট<br /> পদ সংখ্যা: ১টি<br /> যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স অথবা ডিপ্লোমাধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি–বেসরকারি হাসপাতাল/স্বাস্থ্য ক্লিনিকে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।<br /> বয়স: অনূর্ধ্ব ৩০ বছর<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৮. পদের নাম: প্যাথলজি টেকনিশিয়ান<br /> পদ সংখ্যা: ১টি<br /> যোগ্যতা: এসএসসি পাস। সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন প্যাথলজিসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।<br /> বয়স: অনূর্ধ্ব ৩০ বছর<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৯. পদের নাম: ড্রাইভার (হালকা)<br /> পদ সংখ্যা: ৩টি<br /> যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স (হালকা) থাকতে হবে। গাড়ি চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।<br /> বয়স: অনূর্ধ্ব ৩০ বছর<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>১০. পদের নাম: মেকানিক<br /> পদ সংখ্যা: ১টি<br /> যোগ্যতা: এসএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/দুই বছর মেয়াদি ট্রেড কোর্স পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। পাঁচ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে।<br /> বয়স: অনূর্ধ্ব ৩০ বছর<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>১১. পদের নাম: অফিস সহায়ক<br /> পদ সংখ্যা: ৪টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। দাপ্তরিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।<br /> বয়স: ১৮ থেকে ৩০ বছর<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p>১২. পদের নাম: সিক বয়/সিক গার্ল<br /> পদ সংখ্যা: ৪টি<br /> যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।<br /> বয়স: ১৮ থেকে ৩০ বছর<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p>১৩. পদের নাম: বাস হেলপার<br /> পদ সংখ্যা: ৩টি<br /> যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।<br /> বয়স: ১৮ থেকে ৩০ বছর<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p><strong>আবেদনের নিয়ম :</strong> আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন রেজিস্ট্রার অফিস অথবা ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://jkkniu.edu.bd) থেকে ডাউনলোড করতে হবে। এ ছাড়া রেজিস্ট্রার অফিস থেকে ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকেটসহ নিজস্ব পত্র যোগাযোগের ঠিকানা সংবলিত ফেরত খাম পাঠানোর মাধ্যমে নির্ধারিত ফরম ও আবেদন করার শর্তাবলি সংগ্রহ করা যাবে। ডাকযোগে আবেদন ফরম সংগ্রহের ক্ষেত্রে খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৮ সেট আবেদন সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। প্রত্যেক প্রার্থীকে তাঁর প্রার্থিত পদের নাম খামের ওপর স্পষ্টাক্ষরে লিখতে হবে। এরপর পূরণ করা ফরমের (সংযুক্তি ছাড়া) একটি সফটকপি scpcdu@gmail.com ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে।</p> <p><strong>আবেদন ফি : </strong>পদভেদে আবেদন ফি ১০০ থেকে ৩০০ টাকা।</p> <p><strong>নিয়োগ বিজ্ঞপ্তি : </strong><a href="https://jkkniu.edu.bd/wp-content/uploads/2023/11/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF.pdf">https://jkkniu.edu.bd</a></p>