ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

প্রবাসী বাংলাদেশিদের সেবায় 'বর্ডারলেস হেলথ কেয়ার'

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রবাসী বাংলাদেশিদের সেবায় 'বর্ডারলেস হেলথ কেয়ার'

প্রবাসী বাংলাদেশি যারা করোনাভাইরাসে আক্রান্ত হবেন, তাদেরকে অনলাইনে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিতে এগিয়ে এসেছে চীনভিত্তিক প্রতিষ্ঠান বর্ডারলেস হেলথ কেয়ার গ্রুপ।

মোবাইল ফোন এবং টেলিভিশনের মাধ্যমে টেলিমেডিসিন সেবাটি নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। ভাষাগত সমস্যা এড়াতে পুরো সেবাটি দেওয়া হবে বাংলা ভাষায়। গত ১৪ মে অনলাইনে আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করেন বর্ডারলেস হেলথকেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও  চেয়ারম্যান ড. ওয়েই সিয়ান ইউ।

যদিও আগামী ৩০ মে আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রম শুরু হবে।

করোনা রোগীদের প্রথম এই সেবাটি শুরু হবে মালয়েশিয়া থেকে। পরবর্তীতে সারা বিশ্বে এই সেবা দেওয়া হবে।

বর্ডারলেস ক্লিনিক বিশ্বের প্রথম বহুভাষিক ভিডিও কল সেন্টার সেবা, যেখানে ২০ হাজারের বেশি চিকিৎসা  সংক্রান্ত তথ্য সম্বলিত পাতা ও বিশ্বের বিভিন্ন দেশে থেকে যুক্ত হওয়া চিকিৎসকরা রয়েছেন।

এই সেবা পাবেন সিঙ্গাপুর, মালয়েশিয়ায়সহ বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশিরা।

স্বাস্থসেবার এই অনলাইন প্লাটফর্ম সম্পর্কে ড. ওয়েই সিয়াং বলেন, বিদেশে বসবাসরত যেসব বাংলাদেশি বিভিন্ন ডরমেটরিতে আছেন, তারা যদি চান টিভির মাধ্যমে টেলিমেডিসিন  সেবাটি পেতে পারেন। সেক্ষেত্রে তারা বিনামূল্যে সেবাটির জন্য আবেদন করতে পারবেন। আমাদের পক্ষ থেকে তাদের হলরুমে একটি টেলিভিশন মনিটর স্থাপন করা হবে যার মাধ্যমে তারা ফ্রি টেলিমেডিসিন সেবাটি গ্রহণ করতে পারবেন।

প্রবাসী বাংলাদেশিরা কীভাবে করোনাভাইরাস সংক্রান্ত সেবা পেতে পারেন এই সম্পর্কে বর্ডারলেস গ্রুপের বাঙালি অভিবাসী শ্রমিকদের জনসংযোগ সমন্বয়ক শেখ শরফুদ্দিন রেজা আলী চৌধুরী কালের কণ্ঠকে বলেন, বর্ডারলেস হেলথ কেয়ার গ্রুপে একটি নিবন্ধন পাতা আছে। আপনি কোন ভাষায় চিকিৎসা গ্রহণ করবেন, সেটি উল্লেখ করতে হবে।

কোন সময় চিকিৎসা নিতে চান সেটি উল্লেখ করতে হবে। চিকিৎসক ও রোগীর যৌথ সম্মতিতে একটি সময় ঠিক করা হবে। এই সেবাটি পুরোপুরি বিনামূল্যে।

প্রবাসী শিক্ষার্থী ও শ্রমিকরা মোবাইল ফোন ও টেলিভিশনের মাধ্যমে এই সেবা নিতে পারবেন। মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ আমরা সব দেশেই এই সেবা ছড়িয়ে দিতে চাই। যেসব চিকিৎসক সেবা দেবেন তাঁরা যুক্তরাষ্ট্রে আছেন, থাইল্যান্ড মিয়ানমারের চিকিৎসকও আছেন। কভিড-১৯ এর পরবর্তীতেও প্রবাসীদের জন্য এই টেলিমিডিসিন সেবা অব্যাহত থাকবে। তখন অবশ্য ফি দিতে হবে প্রবাসীদের।

ওয়েই সিয়াং বলেন, বাংলাদেশ হাইকমিশনের প্রকাশিত তথ্যে আমরা দেখতে পেয়েছি প্রায় দেড় লাখ বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে কর্মরত, যাঁরা প্রতিবছর লাখ লাখ টাকা বাংলাদেশে পাঠান। শুধু সিঙ্গাপুর নয়, বিশ্বের অন্যান্য দেশে প্রচুর বাংলাদেশি রয়েছেন। বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা এই বিপুল সংখ্যক মানুষদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাদের জন্য এই সেবার উদ্বোধন করা হয়েছে।

বর্ডারলেস হেলথ কেয়ার থেকে বলা হয়েছে, ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সহযোগিতায় এই সেবা সম্পর্কিত তথ্যগুলো দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। যাতে করে বিদেশে কর্মরত বাংলাদশি কর্মীরা ও তাদের পরিবারের নতুন প্রজন্মের এই ক্লিনিক সেবার সঙ্গে যুক্ত হয়ে সেবাটি গ্রহণ করতে পারেন। 

মন্তব্য

সম্পর্কিত খবর

চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, সঙ্গে নির্দেশনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, সঙ্গে নির্দেশনা
ফাইল ছবি

৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএসের সিদ্ধান্ত জানাল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রবিবার পিএসসি এক বিজ্ঞপ্তিতে চার বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত জানায়।

এতে বলা হয়, কতিপয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় চলমান বিভিন্ন বিসিএস পরীক্ষা সম্পর্কে ভিত্তিহীন এবং খণ্ডিত তথ্য সরবরাহ করছে, যা বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে। এমতাবস্থায়, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সব মহলের মধ্যে থাকা এসব বিভ্রান্তি দূর করার লক্ষ্যে তথ্য উপস্থাপন করছে।

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ আগামী ৮-১৯ মের মধ্যে এবং পদসংশ্লিষ্ট বিষয়সমূহ সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।

২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে এবং স্থগিত মৌখিক পরীক্ষাসমূহ ১৬ জুনের পরে দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। স্থগিত মৌখিক পরীক্ষাসমূহের পরিবর্তিত শিডিউল অতিসত্বর জানিয়ে দেওয়া হবে।

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত তারিখ ২৭ জুনের পরিবর্তে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

বিসিএস ৪৪তম, ৪৫তম এবং ৪৬তম নিয়ে সৃষ্ট জট নিরসনকল্পে সব বিসিএস প্রার্থীর উদ্বেগ বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান জট সমাধানের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা গ্রহণের জন্য অপরিহার্য কিছু বিষয় যেমন প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষাকেন্দ্র নির্বাচন ইত্যাদি কার্যক্রম পরিচালনায় কমিশনকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সময়ে সময়ে গৃহীত সিদ্ধান্তসমূহ জানার জন্য প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে নিয়মিত দৃষ্টি রাখা এবং কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রদত্ত তথ্যকে একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

প্রাসঙ্গিক
মন্তব্য
সেনাপ্রধান

সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত
ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সৌজন্যে

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী যা করার, সব করতে প্রস্তুত। আমরা হিংসা-বিদ্বেষ চাই না।

আরো পড়ুন
পহেলা বৈশাখ ঘিরে সাইবার ওয়ার্ল্ডেও মনিটর করছি : র‌্যাব ডিজি

পহেলা বৈশাখ ঘিরে সাইবার ওয়ার্ল্ডেও মনিটর করছি : র‌্যাব ডিজি

 

রবিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

সেনাপ্রধান বলেন, এ দেশ সবার। সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাস করতে চাই। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সবকিছু করতে প্রস্তুত।

আরো পড়ুন
গাজার হাসপাতালে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল

গাজার হাসপাতালে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল

 

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আজকের এই অনুষ্ঠান।

এখানে সম্প্রীতির সমাবেশ ঘটেছে। সব সময় আমরা ধর্ম-বর্ণ সব সম্প্রদায়ের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। আমরা দীর্ঘদিন ধরে এই সম্প্রীতি নিয়ে বসবাস করছি। আমরা একসঙ্গে সবাই বসবাসের জন্য কাজ করছি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, যৌবনের বড় সময় পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি। বিভিন্ন মত থাকলেও একে অপরকে শ্রদ্ধার মনোভাব থাকতে হবে। 
 

মন্তব্য

আছিয়ার মামলার চার্জশিট প্রস্তুত, দ্রুত বিচার শেষ হবে : আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আছিয়ার মামলার চার্জশিট প্রস্তুত, দ্রুত বিচার শেষ হবে : আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মাগুরার আছিয়া হত্যা মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, আছিয়া হত্যা মামলার চার্জশিট আজকেই আদালতে দাখিল হবে। এই বিচার অতি দ্রুত সময়ে শেষ করা হবে।

আজ রবিবার সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব বলেন আইন উপদেষ্টা।

মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

এ পর্যন্ত ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা জানান, সেজন্য একটা রিভিউ কমিটি করা হয়েছে।

যেখানে তিনি (আইন উপদেষ্টা) রয়েছেন। চুরি যাওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার হয়েছে। বাকিটাও উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য

ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রেজাউলকে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রেজাউলকে

রেজাউল করিম মল্লিককে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তাঁর নামের পাশে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন।

 
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ