দেশে বেকার মাত্র ২৬ লাখ বলছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এই তথ্য সঠিক নয়—হরহামেশাই বলেন দেশের অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক সংস্থাগুলোও বলছে, দেশে বেকার কয়েক কোটি। পরিসংখ্যানবিদরা বেকারের সংজ্ঞা পরিবর্তন করতে বললেও অর্থনীতির ভালো অবস্থান দেখাতে, সেটাই ধরে রেখেছে বিবিএস।
দূষিত তথ্যে কলুষিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
এম আর মাসফি

বিবিএসের সর্বশেষ ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৭০ হাজার। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা ৬৬ শতাংশই বেকার থাকছেন। লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য মতে, বাংলাদেশে ১০০ জন স্নাতকধারীর ৪৭ জনই বেকার। আইএলওর ২০১৮ সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে বেকারের সংখ্যা তিন কোটি।
তখন সংস্থাটি আভাস দেয়, কয়েক বছরে তা দ্বিগুণ হয়ে ছয় কোটিতে দাঁড়াবে, যা মোট জনসংখ্যার ৩৯.৪০ শতাংশ হবে।
বিশ্লেষকরা বলছেন, বেকারত্বের হিসাবের এই পদ্ধতিতে গলদ আছে। এই সংজ্ঞা দেশের মোট উৎপাদনের অন্য উপাদানের মধ্যকার মৌলিক ভারসাম্যহীনতাকেই প্রতিফলিত করে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোহম্মদ মইনুল ইসলাম বলেন, বিবিএস বেকারত্বের যে হিসাব দেয়, তা সঠিক নয়।
তাদের সংজ্ঞা বাংলাদেশে বেকারত্বের দৃশ্যমান ও অদৃশ্য আংশিক কর্মসংস্থান সম্পর্কিত ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বেকারত্বের সঠিক সংজ্ঞা নিরূপণ এবং তা চলমান প্রক্রিয়ার মাধ্যমে তথ্য-উপাত্তকে সংস্কারের অংশ হিসেবে সামনে আনা জরুরি।
গত দেড় বছরে দেশে মূল্যস্ফীতি ব্যাপক বাড়লেও তা ১০ শতাংশে আটকে রাখা হয়েছে। গত জুলাই মাসেও সরকারের নির্দেশে মূল্যস্ফীতি ১০ শতাংশের মধ্যে আটকে রাখতে চেয়েছিল বিবিএস। তবে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় সঠিক মূল্যস্ফীতির তথ্য দিয়েছে বিবিএস।
সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ ফেলো ড. তৌফিকুল ইসলাম খান বলেন, ‘বিবিএসের জরিপে মূল্যস্ফীতি সঠিকভাবে প্রতিফলিত হয় না। নিম্ন আয়ের মানুষকে যেহেতু খাদ্য কিনতে তার আয়ের বেশির ভাগ ব্যয় করতে হয়, তাই খাদ্য মূল্যস্ফীতির চাপও তাদের ওপর বেশি। বিবিএসের সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ দেখানো হয়। তবে বিআইডিএসের মাধ্যমে আবার মূল্যায়ন করে দেখা যায়, সেই সংখ্যা হবে ১৬ কোটি ৯৮ লাখ। যদিও বাস্তবে এই সংখ্যা আরো বেশি বলছেন সংশ্লিষ্টরা।
করোনা মহামারির মধ্যে দেশে দারিদ্র্য অনেক বেড়ে যায়, যা গবেষণা সংস্থা সানেমসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যে উঠে আসে। অথচ বিবিএসের ২০২২ সালের করা জরিপে দেখানো হয়, আগের চেয়ে দারিদ্র্য আরো কমে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিসিএস) করা এক জরিপেই উঠে আসে তাদের তথ্য-উপাত্ত নিয়ে সন্তুষ্ট নয় ৬৫ শতাংশ তথ্য ব্যবহারকারী সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান। তাদের তথ্যের সঠিকতা নিয়ে সেই জরিপের প্রকাশনা অনুষ্ঠানেই প্রশ্ন তোলেন তৎকালীন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের আর্থিক খাতে দুর্দশা দূর করতে পরিসংখ্যানগুলোকে ঠিক করতে হবে। আমাদের প্রবৃদ্ধির সংজ্ঞাগুলো দূষিত, এক্সপোর্ট দূষিত এবং জিডিপির সংজ্ঞাগুলো দূষিত।’ আওয়ামী লীগ সরকারের আমলে বিভ্রান্তিকর অর্থনৈতিক তথ্য সরবরাহ করেছিল বিবিএস।
সংস্থাটির প্রকাশিত তথ্যের অসংগতি সম্পর্কিত দীর্ঘ দিনের উদ্বেগ মোকাবেলায় সমন্বিত ‘পরিসংখ্যাননীতি’ প্রণয়নের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা একটি পরিসংখ্যান নীতিমালা প্রণয়নের জন্য কাজ করছি, যা শিগগিরই উপদেষ্টা পরিষদে অনুমোদন পাবে।’
সম্পর্কিত খবর

টিউলিপকে উপস্থিত হয়ে মামলা মোকাবেলার পরামর্শ দুদক চেয়ারম্যানের
অনলাইন ডেস্ক

দালিলিকভাবে দায়েরকৃত দুর্নীতির মামলা আদালতে উপস্থিত হয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
রবিবার (৬ মার্চ) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। দুদক চেয়ারম্যান দালিলিকভাবে দায়েরকৃত মামলা আদালতে উপস্থিত হয়ে টিউলিপকে মোকাবেলা করার পরামর্শ দেন।
গত ১৫ জানুয়ারি দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি।

দুদকের অনুসন্ধান চলছে, আসামি হতে পারেন সাকিব আল হাসান
অনলাইন ডেস্ক

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। দুদকের আশঙ্কা, সাকিব আল হাসান আসামি হতে পারেন।
আজ রবিবার প্রধান কার্যালয়ের সামনে ঈদ পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান চলছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা, আমাদের নতুন কমিশন মাত্র ৭৫ কর্মদিবস পেরিয়ে এসেছি। শততম কর্মদিবস অতিক্রান্ত হলে আপনারাই বিবেচনা করবেন ৫ আগস্টের নব অভ্যুদয়ের পর বহুবিধ সীমাবদ্ধতার মধ্যেও একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুদক।
টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন থাকা সত্ত্বেও তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
একই সঙ্গে দালিলিকভাবে দায়েরকৃত মামলা আদালতে উপস্থিত হয়ে মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন তিনি।

বিনিয়োগ সম্মেলনে নাসার সঙ্গে চুক্তি হবে
অনলাইন ডেস্ক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর প্রস্তুতি প্রায় চূড়ান্ত। বিনিয়োগ সম্মেলন-২০২৫ এ নাসার সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন বিডার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
আজ রবিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নির্বাহী বিডার পরিচালক। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর।
আগামীকাল ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী সম্মেলনে আয়োজক বাংলাদেশসহ অর্ধশতাধিক দেশের সাড়ে ৫ শতাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আশিক মাহমুদ বিন হারুন।
তিনি জানান, সম্মেলনে দেশি-বিদেশি পাঁচজন বিনিয়োগকারিকে পুরস্কার দেওয়া হবে।
আগামী ৯ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেবেন।
সম্মেলন অনুষ্ঠানটি ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হবে।

সরকারি কর্মচারীদের পদোন্নতি নিয়ে জরুরি নির্দেশনা
অনলাইন ডেস্ক

সরকারি কর্মচারীদের পদোন্নতি নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জরুরি নির্দেশনায় কর্মচারীদের সদ্য তোলা রঙিন ছবি না দিলে তাদের পদোন্নতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
আজ রবিবার মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত অতি জরুরি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএসে পিডিএসের তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।