<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মার্চ ফর ইউনিটি কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়।</p> <p>এর আগে বেলা দেড়টা থেকে শহীদ মিনারে থাকা বড় দুটি স্ক্রিনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ভিডিও তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়। বেলা ৩টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান মঞ্চে এসে উপস্থিত সবাইকে হাত মুষ্টিবদ্ধ করে শেখ হাসিনা ও খুনিদের বিচার ও ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। </p> <p>এদিকে এই কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হতে থাকেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বেলা ৩টা ৫ মিনিটেও বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা শহীদ মিনারে আসতে থাকেন। </p>