চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং : পররাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত ছবি

চীনের কুনমিংয়ে চিকিৎসার জন্য বাংলাদেশির ভিসাপ্রক্রিয়া সহজীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কুনমিংয়ে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম। এ ক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে।

যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সে ক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে।

তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন। এখন স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমরা বলেছি, পূর্বাচলে সুন্দর জায়গা রয়েছে।

সেখানে আমরা জায়গা দেওয়ার কথা তাদের বলেছি।’

তিনি আরো বলেন, ‘চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা আশ্বাস দিয়েছে বিষয়টি দেখবে।’

এ ছাড়া ব্রহ্মপুত্র নদের বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে।

তবে তিস্তার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

প্রত্যাহার হচ্ছে ১২১৪ রাজনৈতিক ‘গায়েবি মামলা’

    সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে ৩৩২টি মামলা প্রত্যাহার হয়েছে
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রত্যাহার হচ্ছে ১২১৪ রাজনৈতিক ‘গায়েবি মামলা’
ফাইল ছবি

রাজনৈতিক গায়েবি মামলায় সারা দেশে ১৬ হাজার ৪২৯টি মামলার তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এর মধ্যে এক হাজার ২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এর মধ্যে ৫৩টি মামলার গেজেট দুই একদিনের মধ্যে হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এসব বলেন উপদেষ্টা।

সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, এই অ্যাক্টে ৩৯৬টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ৩৩২টি মামলা প্রত্যাহার হয়েছে। ৬১টি মামলার প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার ৩০০টি অভিযোগ গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আসিফ রজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার ৩০০টি অভিযোগ গঠন করা হয়েছে। এদের মধ্যে শেখ হাসিনাসহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা রয়েছেন।

মন্তব্য

অক্টোবরের মধ্যে হাসিনা ও আ. লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার রায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
অক্টোবরের মধ্যে হাসিনা ও আ. লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার রায়
সংগৃহীত ছবি

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার ৩০০টি অভিযোগ গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, বিভিন্ন অপরাধে প্রসিকিউশন অফিস ১৬টি মামলা দায়ের করেছে।

চলতি মাসে চারটি মামলা তদন্তকাজ শেষ হবে। এরপর যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে। তিন সপ্তাহ সময় লাগবে। সাক্ষ্য গ্রহণ শেষে বিচারকাজ শুরু হবে ঈদের পর।

আগামী অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি মামলার আনুষ্ঠানিক রায় হয়ে যাবে জানিয়ে আসিফ নজরুল বলেন, এদের মধ্যে শেখ হাসিনাসহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা রয়েছেন। সাধারণ কোর্টের রায় দেরি হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দ্রুত হয়ে যাবে।

সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, এই অ্যাক্টে ৩৯৬টি মামলা বিচারাধীন ছিল।

এর মধ্যে ৩৩২টি মামলা প্রত্যাহার হয়েছে। ৬১টি মামলার প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

মন্তব্য

মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধ হওয়ার বিষয়ে যা জানাল হাইকমিশন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধ হওয়ার বিষয়ে যা জানাল হাইকমিশন
সংগৃহীত ছবি

দেশের বড় শ্রমবাজারগুলোর মধ্যে একটি মালয়েশিয়া। নানা কারণে এখন মালয়েশিয়ায় কাজের জন্য যেতে পারছেন না বাংলাদেশিরা। তবে দেশটিতে থাকা প্রবাসীদের প্রতিনিয়ত নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই এসব বিষয় নিয়ে প্রবাসীরা প্রতিনিয়ত বাংলাদেশ হাইকমিশন (কুয়ালালামপুর) মালয়েশিয়া ফেসবুক পেজে কমেন্ট ও মেসেজ দেন।

আজ মঙ্গলবার প্রবাসীদের এসব মেসেজের উত্তর দিয়েছে হাইকমিশন। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে।

এছাড়াও, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে অনুষ্ঠিত বৈঠক/ সভায় বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং হচ্ছে। এ বিষয়ে মালয়েশিয়া সরকারের ইতিবাচক কোন সিদ্ধান্ত পাওয়া গেলে, সকলকে তা অবহিত করা হবে।

মালয়েশিয়ায় Workforce Recalibration Programme 3.0 ( RTK 3.0) কবে চালু হবে? এমন প্রশ্নের জবাবে হাইকমিশন বলছে, মালয়েশিয়ার সরকারের নীতিগত বিষয়। ইতঃপূর্বে নভেম্বর ২০২১ এ শুরু হয়ে দুই পর্যায়ে Recalibration Programme মে ২০২৪ পর্যন্ত চালু ছিল।

এ বিষয়ে মালয়েশিয়া সরকার নতুন উদ্যোগ গ্রহণ করা মাত্র হাইকমিশন তা সকলকে অবহিত করাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে ই-পাসপোর্ট নিলে ফের সচল করার জন্য ESKL যেতে হবেনা । মালয়েশিয়া থেকে NID/স্মার্ট কার্ড করা যাবে, যার জন্য অনলাইন জন্মনিবন্ধন থাকতে হবে। অবৈধ শ্রমিকদের বৈধ করার কোনো অগ্রগতি আছে কি? এমন প্রশ্নের জবাবে হাইকমিশন জানিয়েছে, এটি মালয়েশিয়ার সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। হাইকমিশনকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

হাইকমিশনকে জানানো হলে সকলকে তা অবহিত করা হবে।
 

মন্তব্য

আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে : ইউএনডিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে : ইউএনডিপি
সংগৃহীত ছবি

আগামীতে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‍উন্নয়ন সহযোগীদের জন্য আয়োজিত এক ব্রিফিং শেষে এ কথা বলেন তিনি।

স্টেফান লিলার বলেন, ‘আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছি, আশা করছি এটি বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে, যা আমাদের আকাঙ্ক্ষা। নির্বাচনের সময়ের বিষয় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত।

এ বিষয়ে আমাদের কিছু করার নেই।'

নির্বাচনের কোনো বাধা ও চ্যালেঞ্জ রয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার মন্তব্যের বিষয় নয়।’

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ