বিদেশি বিনিয়োগ আকর্ষণে এপ্রিলে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামী ৭ থেকে ১০ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ৯ এপ্রিল সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।
এই সম্মেলনে স্থবির বিনিয়োগে গতি আসবে বলে মনে করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি বলেন, ‘সম্মেলনে পাঁচটি খাতে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এরই মধ্যে বাংলাদেশের উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ করতে যোগাযোগ করছেন চীনের উদ্যোক্তারা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে দেশটির বিনিয়োগের গতি আরো বাড়বে। গতকাল রবিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও বিডার ব্যাবসায়িক উন্নয়ন প্রধান নাহিয়ান রহমান রোচি উপস্থিত ছিলেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অংশ নেবেন। এরই মধ্যে ৫০টি দেশের ৫৫০ জন্য বিদেশি ব্যবসায়ী সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করেছেন।
বিনিয়োগ পরিকল্পনা নিয়ে যাঁরা আসছেন তাঁদের বড় অংশই চীনের। চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর ও জাপানের উদ্যোক্তারা অংশ নেবেন।