সম্মেলন ঘিরে বড় বিনিয়োগের আশা

উৎপাদনমুখী শিল্পে নজর চীনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
উৎপাদনমুখী শিল্পে নজর চীনের
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন

বিদেশি বিনিয়োগ আকর্ষণে এপ্রিলে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামী ৭ থেকে ১০ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ৯ এপ্রিল সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।

এই সম্মেলনে স্থবির বিনিয়োগে গতি আসবে বলে মনে করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, সম্মেলনে পাঁচটি খাতে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এরই মধ্যে বাংলাদেশের উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ করতে যোগাযোগ করছেন চীনের উদ্যোক্তারা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে দেশটির বিনিয়োগের গতি আরো বাড়বে। গতকাল রবিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও বিডার ব্যাবসায়িক উন্নয়ন প্রধান নাহিয়ান রহমান রোচি উপস্থিত ছিলেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অংশ নেবেন। এরই মধ্যে ৫০টি দেশের ৫৫০ জন্য বিদেশি ব্যবসায়ী সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করেছেন।

বিনিয়োগ পরিকল্পনা নিয়ে যাঁরা আসছেন তাঁদের বড় অংশই চীনের। চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর ও জাপানের উদ্যোক্তারা অংশ নেবেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

‘কোটিপতি হোন’ অফার মিনিস্টারে

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
‘কোটিপতি হোন’ অফার মিনিস্টারে

দেশীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মিনিস্টারে চলছে কোটিপতি হোন অফার। এই অফারের আওতায় ক্রেতারা পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলে পাবেন বিভিন্ন ধরনের উপহার ও মূল্যছাড় সুবিধা। এ বিষয়ে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সোহেল কিবরিয়া বলেন, এই অফারে আমরা সর্বত্রই ব্যাপক সাড়া পাচ্ছি। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য লাখপতি ও একটির সঙ্গে একটি ফ্রি অফারের বিজয়ী পেয়েছি।

মিনিস্টার ব্র্যান্ডের যেকোনো পণ্য কিনলে গ্রাহকরা পাচ্ছেন গিফট বক্স। ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি পাওয়া যাচ্ছে ১৭ হাজার ৯০০ টাকায়। এর সঙ্গে থাকছে দুই হাজার টাকার ক্যাশ ভাউচার। এ ছাড়া নির্দিষ্ট মডেলের এলইডি টিভিতে রয়েছে ৫৩ শতাংশ মূল্যছাড়।
মিনিস্টার ফ্রিজে থাকছে ১৩ হাজার ২৬১ টাকা পর্যন্ত মূল্যছাড়। এসি কিনলে পাওয়া যাবে ১২ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা।

 

 

মন্তব্য

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ইকবাল আহমেদ

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ইকবাল আহমেদ
ইকবাল আহমেদ

ইকবাল আহমেদ এনআরবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত রবিবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এনআরবি ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন ইকবাল আহমেদ। এ ছাড়া তিনি সীমার্ক গ্রুপ অব কম্পানিজ এবং আইবিসিও ফুড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।

সিলেটের বাসিন্দা ইকবাল আহমেদের সীমার্ক গ্রুপ আজ বিশ্বব্যাপী হিমায়িত সামুদ্রিক খাবার এবং বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহ করে। ১৯৭৬ সালে ইকবাল ব্রাদার্স অ্যান্ড কম্পানি (বর্তমানে আইবিসিও লিমিটেড) তৈরি করেন। কম্পানিটি হিমায়িত সামুদ্রিক খাবার এবং সব ধরনের হিমায়িত খাদ্যপণ্য আমদানি ও বিতরণ করে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ