<p>মঙ্গল গ্রহে এক অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে, যা দেখে মনে হবে কেউ যেন সেখানে হাসিমুখ এঁকে রেখেছে। কিন্তু কীভাবে তৈরি হলো এই মজার দৃশ্য? আসুন সহজ ভাষায় ব্যাপারটি বুঝে নিই।</p> <p>মঙ্গলের পৃষ্ঠে দেখা গেছে একটি বিশেষ গঠন। সেখানে দুটি গোলাকৃতি গর্ত রয়েছে, আর সেগুলোর চারপাশে আরও একটি বড় বৃত্তাকার রেখা। দূর থেকে এটি দেখে মনে হচ্ছে যেন মঙ্গলের মাটিতে কেউ হাসিমুখ এঁকে দিয়েছে। সম্প্রতি এই ছবি প্রকাশ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা) তাদের ইনস্টাগ্রাম পেজে।</p> <p>এসা জানিয়েছে যে, তাদের 'এক্সোমার্স ট্রেস গ্যাস অর্বিটার' নামের মহাকাশযানের সাহায্যে এই ছবিটি তোলা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, মঙ্গল গ্রহের এই অংশটি বহু কোটি বছর আগের একটি প্রাকৃতিক প্রক্রিয়ার ফল। তারা ধারণা করছেন, সেই সময়ে এখানে হয়তো কোনো সমুদ্র বা হ্রদ ছিল।</p> <p>যেহেতু মঙ্গলে পানির উপস্থিতি ছিল, তাই দীর্ঘদিন ধরে সেখানে ক্লোরাইড লবণ জমা হতে থাকে। এই লবণের ফলে মাটির এই বিশেষ গঠন তৈরি হয়েছে, যা দূর থেকে দেখলে মানুষের হাসিমুখের মতো মনে হয়।</p> <p>মঙ্গলের মাটিতে দেখা এই 'হাসিমুখ' আসলে একটি প্রাকৃতিক ঘটনা, কিন্তু তা দেখে মনে হয় যেন কেউ ইচ্ছা করে একে দিয়েছে। এই দৃশ্য আমাদের মহাকাশে ঘটে যাওয়া নানা আকর্ষণীয় প্রক্রিয়ার একটি উদাহরণ।</p>