<p style="text-align:justify">পটুয়াখালীর গলাচিপায় মাদরাসা ছাত্রদের নিয়ে মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। মৌসুমি ফল উৎসবে আনন্দে মেতে ওঠে হাজিয়া মাদরাসার ৭২ জন শিক্ষার্থী। </p> <p style="text-align:justify">আজ বুধবার (১৮ জুলাই) দুপুর ১২টায় গলাচিপার কাটাখালী বাজারের কেরামতিয়া আহসাফিয়া নুরানিয়া হাফিজিয়া মাদরাসায় এতিম শিশুদের নিয়ে এ ফল উৎবের আয়োজন করা হয়। </p> <p style="text-align:justify">মাদরাসার ছাত্র মো. সাইদুল বলেন, ‘মা মইররা যাওয়ার পর আর কেউ আদর করে একটা আস্ত আম খাইতে দেয় নাই। একসাথে আম কাঁঠাল খাই না অনেক দিন।’ কথাগুলো বলে চুপ করে নিচু হয়ে যায় সে। </p> <p style="text-align:justify">প্রতিষ্ঠনটির প্রধান মাওলানা আবুল হান্নান বলেন, ‘বসুন্ধরা গ্রুপ প্রত্যন্ত অঞ্চলের শিশুদের নিয়ে আজ যে আয়োজন করেছে এতে আমরা খুব খুশি হয়েছি। মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন। আজ দরিদ্র পরিবারের এতিম শিশুরাও তাদের জন্য দোয়া করছে।’ </p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার উদ্যোগে কাটাখালী বাজার কেরামতিয়া আহসাফিয়া নুরানিয়া হাফিজিয়া মাদরাসায় এতিম অসহায় দরিদ্র পরিবারের শিশুদের নিয়ে মৌসুমি ফল উৎবের আয়োজন করা হয়। </p> <p style="text-align:justify">এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের গলাচিপা শাখার উপদেষ্টা মো. মোস্তাফিজুর রহমান শাকিল খান, জেলা সমন্বয়ক সাইমুন রহমান, সাধারণ সম্পাদক রেদওয়ান তালাল, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আলম, সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম মলি, সাংগঠনিক সম্পাদক আবির মাহমুদ বাপ্পি, সদস্য মো. শুভ মিয়া, নাইমুল ইসলাম নাঈম, মো. ছব্বির মুন্সি ও আরিফ হোসেন প্রমুখ।</p>