উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। এই ম্যাচ দিয়ে নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে রামোস। তবে রিয়াল ছেড়ে পিএসজিতে আসা ওই স্প্যানিশ তারকার কাছে আবেগের কোনো জায়গা নেই।
রিয়ালের বিপক্ষে মেসিদের হয়ে মরতেও রাজি রামোস
অনলাইন ডেস্ক

ড্রয়ের পর রামোস বলেন, ‘প্রথমে শুনেছিলাম আমাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ হিসেবে আমি বেশ পছন্দ করি তাদের।
তবে নিজের সাবেক দলকে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নন রামোস। তিনি বলেন, ‘আমি পিএসজিকে পরের রাউন্ডে নেওয়ার জন্য সবকিছু করব।
সম্পর্কিত খবর

ভিনিসিয়ুসের পেনাল্টি ঠেকিয়ে বাজির টাকা পাননি ভ্যালেন্সিয়া গোলকিপার
ক্রীড়া ডেস্ক

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। ম্যাচে ভ্যালেন্সিয়ার জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি। ভিনিসিয়ুসের সঙ্গে বাজি ধরে তারই পেনাল্টি ঠেকিয়েছেন জর্জিয়ান এই গোলরক্ষক।
লা লিগার ম্যাচে শনিবার কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ।
ম্যাচের পর মামারদাশভিলি সাংবাদিকদের শোনালের ভিনিসিয়ুসের সঙ্গে সেই বাজির গল্প। ‘ভিনিসিয়ুসের সঙ্গে ৫০ ইউরোর একটা বাজি ধরেছিলাম।
তবে, এই বাজি তাকে ‘হতাশ’ করেছে মামারদাশভিলি, কারণ ভিনিসিয়ুস এখনো বাজির ৫০ ইউরো তাকে দেয়নি।
ভ্যালেন্সিয়ার কাছে এই হারের পর ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। একই রাতে রিয়াল বেতিসের সঙ্গে ১-১ ড্র করার পর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩০ ম্যাচে ৬৭।

প্রতিপক্ষ কোচের নাক টিপে নিষিদ্ধ মরিনিও
ক্রীড়া ডেস্ক

তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গত বুধবার গালাতাসারাইয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ফেনারবাচে। ম্যাচের পর মেজাজ হারান ফেনারবাচে কোচ জোসে মরিনিও। ম্যাচ শেষে তেড়ে গিয়ে গালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক দুই আঙুল দিয়ে টিপে দেন মরিনিও। আঘাত পেয়ে বুরুক সঙ্গে সঙ্গে হাত দিয়ে নাক ঢেকে মাটিতে লুটিয়ে পড়েন।
এমন কান্ডের পর তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে জোসে মরিনিওকে। পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে। ৬২ বছর বয়সী এই কোচকে জরিমানা গুনতে হবে ২ লাখ ৯২ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ৭ হাজার ৮০০ মার্কিন ডলার)।
তুরস্ক ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘জোসে মরিনিও পরবর্তী তিন প্রতিযোগিতামূলক ম্যাচে দলের ড্রেসিংরুমে ও ডাগ আউটে থাকতে পারবেন না।
বুধবার রাতে ম্যাচ শেষে মরিনিওর বিরুদ্ধে বুরুককে শারীরিকভাবে আক্রমণের অভিযোগ এনেছিল গালাতাসারাই। ফেনেরবাচেও পাল্টা অভিযোগ আনে। ক্লাবটি দাবি করে, মরিনিও বুরুকের নাক টিপে দেওয়ার পর তিনি এমনভাবে অভিনয় করেছেন, যেন কেউ তাঁকে গুলি করেছেন। মরিনিওকে উত্তেজিত করতে বুরুক হাত দিয়ে অশোভন ইঙ্গিত করেন বলেও দাবি ফেনেরবাচ কর্তৃপক্ষের।
বুরুকের প্ররোচিত করার ব্যাপারটিও বিবেচনা করেছেন তুরস্কের প্রফেশনাল ফুটবল ডিসিপ্লিনারি বোর্ড। এজন্য মরিনিয়োর শাস্তি তুলনামূলক কম হয়েছে বলে উল্লেখ করা হয়।
গালাতাসারাইয়ের এক খেলোয়াড়কে অপমান করার দায়ে মরিনিওর সহকারী সালভাতোর ফোতিকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

বড় ম্যাচে বিকল্প ভাবনা কিংসের
ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন কাপে ফাইনালে যাওয়ার পথে প্রথম কোয়ালিফায়ারে ৮ এপ্রিল আবাহনীর মুখোমুখি বসুন্ধরা কিংস। এর তিন দিন পর লিগ ম্যাচে কিংসকে খেলতে হবে টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের বিপক্ষে। লম্বা বিরতি থেকে ফিরেই দুটি বড় ম্যাচ। তাই জোরেশোরে প্রস্তুতি নিতে হচ্ছে ভ্যালেরিও তিতা ও তাঁর দলকে।
কিন্তু একাধিক তারকা খেলোয়াড়ের ইনজুরি ও দলের অধিনায়ক মিগেল ফিগেইরা এখনো না ফেরায় ভীষণ ভাবাচ্ছে রোমানিয়ান কোচকে। তবে বাকিদের ওপর ভরসা রাখছেন তিনি। তাতে দুটি ম্যাচেই উতরে যাওয়ার আশা এই কোচের।
‘শুরুর দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।
এই ডিফেন্ডার এখনো ম্যাচ খেলার জন্য ফিট হয়ে ওঠেননি। কাঁধের চোটে পড়েছেন আরেক সেন্টার ব্যাক তারিক কাজী। প্রায় তিন মাসের মতো তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে। গোলখরা কাটাতে মধ্যবর্তী দলবদলে স্ট্রাইকার পজিশনে আর্জেন্টিনার হুয়ান লেসকানোকে দলে ভেড়ায় কিংস। কিন্তু চোটের কারণে আবাহনী ও মোহামেডানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
কিংসের মধ্যমাঠের প্রাণ মিগেল কবে ফিরবেন—সেটাও অনিশ্চিত। ভীষণ গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে তাই ভিন্ন পথ খুঁজছেন তিতা। তাতে রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল ফাহিমদের বাড়তি দায়িত্ব নিতে হবে। তাঁদের সঙ্গে আক্রমণভাগে থাকছেন ঘানার উইঙ্গার ইভান্স ইত্তি। আবারও কিংসে ফেরা উজবেকিস্তানের মিডফিল্ডার আসরর গফুরভের সঙ্গে মধ্যমাঠের নিয়ন্ত্রণের সঙ্গে আক্রমণে সুর গেঁথে দেওয়ার কাজটা করতে হবে ব্রাজিলিয়ান জোনাথন ফের্নান্দেসকে। সেন্টারব্যাকে দেখা যাবে ব্রাজিলিয়ান ডেসিয়েলকে। কিংসের রোমানিয়ান কোচ তাই বলেছেন, ‘চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছি না। ওদের বিকল্প পাওয়া খুবই কঠিন, এটা সবাই জানে। কিন্তু সর্বোচ্চ সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করি তাদের বোঝাতে পারব যে মর্যাদা এবং সাফল্যের সঙ্গে এই দলের প্রতিনিধিত্ব করার সময় এখন ওদের।’
কাপ টুর্নামেন্টে শিরোপাস্বপ্ন উজ্জ্বল হলেও লিগে সেই পথ অনেকটা কঠিন কিংসের সামনে। শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭। দুইয়ে থাকা আবাহনীর চেয়ে পিছিয়ে তিন পয়েন্টে। ফিরতি লেগে ১২ এপ্রিল কিংস অ্যারেনায় মোহামেডানকে হারাতে পারলে ব্যবধান চারে নামিয়ে আনার সুযোগ থাকছে কিংসের সামনে। শিরোপা জিততে হলে নিজেদের সব ম্যাচ তো জিততেই হবে, প্রতিপক্ষের ফলও কিংসের অনুকূলে আসতে হবে। সেই চ্যালেঞ্জ মেনেই প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে তিতা বলেছেন, ‘আমি জানি এটা খুবই কঠিন। ৭ পয়েন্টের ব্যবধান খুবই সুবিধাজনক অবস্থান। বিশেষ করে যখন মাত্র আট ম্যাচ বাকি থাকে। কিন্তু শেষ আশা হিসেবে সব ম্যাচই জিততে হবে আমাদের।’

সবার আগে শিরোপা উদযাপন পিএসজির
ক্রীড়া ডেস্ক

৬টি ম্যাচ বাকি থাকতেই ফরাসি লিগ ‘আঁ’ এর শিরোপা জিতে নিয়েছে পিএসজি। এতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম ক্লাব হিসেবে শিরোপা নিশ্চিত করেছে ফরাসি এই দলটি। লিগে ১৩তম এবং টানা চতুর্থ শিরোপা জয়ের পথে পুরো মৌসুমে অপরাজিত থাকে ফরাসি জায়ান্টরা।
গত রাতে অঁজের বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত পিএসজির।
লিগে এই মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি পিএসজি। ২৮ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪।
লিগে সর্বশেষ ১৩ আসরে পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে ১১ বার। মধ্যে ২০১৬-১৭ ও ২০২০-২১ মৌসুমে রানার্স-আপ হয়েছে দলটি।
ম্যাচের একমাত্র গোলটি করেন ডিজায়ার ডউ।
পিএসজির সামনে সুযোগ আছে এই মৌসুমে ট্রেবল জেতার। লিগ জয়ের আগে ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। ওদিকে চ্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে থাকা লিভারপুলকে হারিয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে।