ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

কোহলির এখন ক্রিকেট খেলতে ভালো লাগছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কোহলির এখন ক্রিকেট খেলতে ভালো লাগছে
ছবি : এএফপি

দীর্ঘ ফর্মহীনতার পর রানে ফিরেছেন বিরাট কোহলি। গতকাল এশিয়া কাপের মঞ্চে হংকংয়ের বিপক্ষে কোহলির ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ১ চার তিন ছক্কায় অপারজিত ৫৯* রানের ঝলমলে ইনিংস। ক্রিজে নেমে ধীরেসুস্থে খেলার চেষ্টা করছিলেন কোহলি। পরে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন।

ম্যাচের পর আরেক হাফসেঞ্চুরিয়ান সূর্যকুমার যাদবের সঙ্গে কথোপকথনে কোহলি জানালেন, দেড় মাস বিরতির পর রান পেয়ে নিজেকে অনেক তরতাজা লাগছে তার।

পাকিস্তানের বিপক্ষে ৩৫ করার পর হংকংয়ের বিপক্ষে কী পরিকল্পনা নিয়ে ব্যাট করতে নেমেছিলেন? সূর্যের প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, ‘আমার পরিকল্পনা খুব সহজ ছিল। দেড় মাস বিরতি নিয়ে খেলতে নেমেছিলাম। ছয় সপ্তাহ লম্বা সময়।

বিশেষত আন্তর্জাতিক ক্রিকেটে, যেখানে বিরতি নিলে লোকে খেলা থেকে অনেকটাই দূরে সরে যায়। আমি মানসিকভাবে অবশ্য তরতাজা হয়ে নেমেছি। গত ম্যাচেও নিজের ব্যাটিং উপভোগ করেছি। আমার লক্ষ্য ছিল ইনিংস ধরে রেখে জুটি তৈরি করা।
তারপর পরিস্থিতি ঠিক থাকলে বাউন্ডারির মারার চেষ্টা করতাম।’

কোহলি আরো বলেছেন, ‘তুমি ক্রিজে আসার পরেই বলেছিলাম, আমি নিজের মতো খেলব। কিন্তু তুমি মার শুরু করার পর নিজেই নিজের ভূমিকা বদলে নিলাম। তখন এক প্রান্ত ধরে রাখা লক্ষ্য ছিল, যাতে উল্টো দিক থেকে তুমি মারতে পারো। দলের স্বার্থে নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি।

দুটো ম্যাচেই নিজের ব্যাটিং নিয়ে তৃপ্ত। আমার কাছে মাইলফলক, রানের সংখ্যা সবই অপ্রাসঙ্গিক। ব্যাট করার সময় কেমন লাগছে সেটাই আসল। আমার ভালো লেগেছে, এটাই আসল।’

এরপরে কোহলি পাল্টা সূর্যকে প্রশ্ন করেন, তিনি কিভাবে এতটা আক্রমণাত্মক খেললেন? জবাবে সূর্য বলেন, ‘তখন ক্রিজে এসে যেটা করার দরকার ছিল সেটাই করেছি। সহজ পরিকল্পনা ছিল। প্রথম ১০ বলে তিন-চারটা বাউন্ডারি মারতে চেয়েছিলাম। সেটা হয়ে যেতেই ছন্দ বজায় রেখে এগিয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তে উল্টো দিকে তোমায় দরকার ছিল। তাই তোমাকে বলেছিলাম, এক দিক তুমি ধরে রাখো। আমি যাতে খোলা মনে খেলতে পারি, তার জন্য তোমাকে দরকার ছিল। আগেও দেখেছি, ৩০-৩৫ বল খেলার পর বাকি সময় তুমি দুইশর ওপর স্ট্রাইক রেটে খেলো।’ 

মন্তব্য

সম্পর্কিত খবর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম
তামিম ইকবাল। ছবি : কালের কণ্ঠ

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

২৪ মার্চ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম। সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে হার্টে ব্লক ধরা পড়ার পর তৎক্ষণাৎ রিং পরানো হয়।

দুই দিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে দুই দিন ভর্তি থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় ফেরেন তামিম। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।

এবার শারীরিক অবস্থা আরো ভালোভাবে পর্যালোচনার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল।

শুরুতে থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে যাচ্ছেন সিঙ্গাপুরে। এরই মধ্যে ভিসা ও বিমানের টিকিট চূড়ান্ত করা হয়েছে। 

পারিবারিক সূত্র জানিয়েছে, আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে পরামর্শ নেওয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্য-পরীক্ষাও করাবেন তিনি।

মন্তব্য

লাহোরকে শিরোপা জেতানোর আশা রিশাদের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
লাহোরকে শিরোপা জেতানোর আশা রিশাদের
লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন রিশাদ। ছবি : কালের কণ্ঠ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটন-নাহিদদের সঙ্গে পিএসএলে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ইতিমধ্যেই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেছেন রিশাদ।

মিরপুরে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ বলেছেন, বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাওয়ায় খুশি তিনি।

জানিয়েছেন পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান বাংলাদেশের এই স্পিনার।  বলেছেন, ‘যাচ্ছি, ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করব।’

বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের সর্বশেষ আসরে রিশাদ খেলেছেন ফরচুন বরিশালে।

বরিশালের শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই স্পিনার।

এর আগে কানাডার গ্লোবাল সুপার লিগ ও বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলা হয়নি রিশাদের। তাই পিএসএলে খেলার সুযোগ পেয়ে পুরোপুরি কাজে লাগাতে চান তিনি। ‘এটা আমার জন্য সুযোগ।

আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। চেষ্টা করব এখান থেকে যতটুকু পারা যায় নেওয়ার।’

এবার পিএসএল খেলতে রিশাদের সঙ্গে ছাড়পত্র পেয়েছেন লিটন দাস ও নাহিদ রানাও। লিটন খেলবেন করাচি কিংসের হয়ে ও নাহিদ পেশোয়ার জালমিতে।

 

পিএসএলে রিশাদের দল লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচ টুর্নামেন্ট শুরুর দিনেই, ১১ এপ্রিল, প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। পরের দিন মাঠে নামবে লিটনের করাচি কিংস, একই দিনে ম্যাচ আছে নাহিদের পেশোয়ার জালমিরও।

মন্তব্য

কটাক্ষ সহ্য করতে না পেরে দর্শকদের মারতে গেলেন খুশদিল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
কটাক্ষ সহ্য করতে না পেরে দর্শকদের মারতে গেলেন খুশদিল
ছবি : এএফপি

নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের সফরটা দুঃস্বপ্নের মতো কেটেছে। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ এ হারের পর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। পাকিস্তানের এমন চরম হতাশাজনক পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই মেজাজ চড়া ছিল পাকিস্তানি ক্রিকেটারদের। এর মধ্যে ঘটল আরেক বিতর্কিত ঘটনা।

শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে হারের পর কিছু দর্শকদের ওপর চড়াও হন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। তবে খুশদিলের আক্রমণাত্মক প্রতিক্রিয়ার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ট্যুরের পুরো সময় ধরে দলটির খারাপ পারফরম্যান্স নিয়ে খুশদিলকে বারবার উত্ত্যক্ত করা হচ্ছিল। পাকিস্তান দলকে উদ্দেশ করে কটাক্ষ করেন গ্যালারিতে থাকা কিছু দর্শক।

সেটা মেনে নিতে পারেননি খুশদিল। এই ম্যাচে পাকিস্তানের একাদশে না থাকা ৩০ বছর বয়সী ক্রিকেটার তেড়ে যান তাদের দিকে। পরিস্থিতি বাড়ার আগেই সতীর্থ ও নিরাপত্তাকর্মীরা দ্রুত এসে তাকে সেখানে থেকে সরিয়ে নিয়ে যান।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দর্শকদের সঙ্গে খুশদিলের বিরোধের কিছু ছবি।

প্রত্যক্ষদর্শীদের মতে, পাকিস্তান দল যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, তখন খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক কথা বলতে শুরু করেন কয়েকজন দর্শক। সেসব মন্তব্যে ছিল ব্যক্তিগত আক্রমণেরও উপস্থিতি। সে সময় আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন খুশদিল।

এ ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে দর্শকের আচরণের নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, খেলোয়াড়দের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করছিলেন এবং খুশদিল ওই সময় পাকিস্তানবিরোধী স্লোগান শুনে তার প্রতিক্রিয়া জানান।

‘পাকিস্তান ক্রিকেট টিম ম্যানেজমেন্ট বিদেশি দর্শকদের দ্বারা জাতীয় দলের খেলোয়াড়দের প্রতি করা অশ্লীল ভাষার তীব্র নিন্দা জানায়। পাকিস্তানবিরোধী স্লোগান শোনার পর, খুশদিল ঘটনাস্থলে গিয়ে দর্শকদের থামানোর চেষ্টা করেন। তবে কিছু আফগান দর্শক পাখতু ভাষায় আরো অশ্লীল মন্তব্য করে পরিস্থিতি আরো উত্তেজিত করে। পাকিস্তান দলের অভিযোগের পর, স্টেডিয়াম কর্তৃপক্ষ পরিস্থিতিতে হস্তক্ষেপ করে এবং দুই দর্শককে মাঠ থেকে বের করে দেয়।’

মন্তব্য

পেসাররা অধিনায়কত্ব করতে পারবেন না, কথাটা একদম ঠিক নয় : সুজন

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পেসাররা অধিনায়কত্ব করতে পারবেন না, কথাটা একদম ঠিক নয় : সুজন
খালেদ মাহমুদ সুজন। ছবি : ভিডিও থেকে নেওয়া

গেল ডিসেম্বরে নাজমুল হোসেন শান্তর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো নতুন অধিনায়ক নির্বাচন প্রক্রিয়া শুরু করেনি। তবে বর্তমান আলোচনায় রয়েছেন লিটন-তাসকিনসহ বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার। তাদের মধ্যে তাসকিন অন্যতম সম্ভাব্য অধিনায়ক হিসেবে বিবেচিত হচ্ছেন।

অভিজ্ঞ পেসার তাসকিনের অধিনায়কত্বের অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন তার নেতৃত্বে ভরসা রাখছেন।

আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। সেখানে তাসকিন ইস্যুতে তিনি বলছিলেন, ‘ওয়াসিম আকরাম, ইমরান খান, ইয়ান বোথাম তাদের দলকে নেতৃত্ব দিয়েছেন। তারা যদিও অলরাউন্ডার ছিলেন, এটা বলতেই পারেন। পেস বোলাররা অধিনায়কত্ব করতে পারবেন না, এই কথাটা একদম ঠিক নয়।

সুজন আরো বলেন, ‘যদি তাসকিনের ইনজুরি হয়, অধিনায়কত্ব করতে না পারে, তো দলে একজন ভাইস ক্যাপ্টেন থাকবে, সে চালিয়ে নেবে। এটা তো আসলে বোর্ডের ব্যাপার। পেসাররা অধিনায়কত্ব করতে পারবে না, এটা ভুল কথা। নলেজ থাকাটা গুরুত্বপূর্ণ, তাসকিনের মধ্যে অধিনায়কত্ব ম্যাটেরিয়ালন্স আছে কি না, এটা গুরুত্বপূর্ণ।

নেতৃত্বের সম্ভাব্য তালিকায় লিটন দাসও আছেন। জন লিটন সম্পর্কে মন্তব্য করেন, ‘বোর্ডের সিদ্ধান্ত তাকে দলে নেবে কি নেবে না, আগে চিন্তা করতে হবে। যদি দলে না থাকে তাহলে অধিনায়কত্ব কিভাবে দেবেন। আগে সে দলে ফিরুক, আমি মনে করি লিটন এখনো বাংলাদেশের টপ ব্যাটারদের একজন। খারাপ সময় মানুষের থাকতেই পারে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ