<p>ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামছে স্পেন ও ইংল্যান্ড। এনিয়ে টানা দ্বিতীয় ইউরোর ফাইনালে ইংল্যান্ড। আগেরবার ফাইনালে ইতালির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংলিশদের। তাই শিরোপা জয়ের লক্ষ্যে আঁটসাঁট বেঁধে নামছে ইংল্যান্ড। অন্যদিকে ২০১২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এবারেই ফাইনালে উঠেছে স্পেন। দেখে নেওয়া যাক ফাইনালে কোন একাদশ নিয়ে মাঠে নামছে দুই দল। </p> <p>দুই দলেই একটি করে পরিবর্তন রয়েছে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফাইনালে স্পেন একাদশে ফিরেছেন দানি কার্ভাহাল। বাদ পড়েছেন জেসুস নাভাস। ইংল্যান্ড দলে কিরেন ট্রিপিয়ারের পরিবর্তে একাদশে লুক শ কে খেলাবেন কোচ গ্যারেথ সাউথগেট।</p> <p><strong>স্পেন একাদশ</strong><br /> উনাই সিমন (গোলরক্ষক), দানি কার্ভাহাল, লে নরম্যান্ড, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেলা, ফাবিয়ান রুইজ, রদ্রি, নিকো উইলিয়ামস, দানি অলমো, লামিন ইয়ামাল, আলভারো মোরাতা।</p> <p><strong>ইংল্যান্ড একাদশ</strong><br /> জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), কাইল ওয়াকার, জন স্টোনস, লুক শ, মার্ক গুয়ে, ডেকলান রাইস, কুবি মাইনো, বোকায়ো সাকা, জুড বেলিংহাম, ফিল ফোডেন, হ্যারি কেইন। </p>