<p>ইউরো চ্যাম্পিয়শিপে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ ইউরো ঘরে তুলল স্পেন। টুর্নামেন্টে গোল্ডেন বুটেরলড়াইয়ে ফাইনালের আগে সবাই তাকিয়ে ছিল দানি অলমো ও হ্যারি কেইনের দিকে। কেননা ফাইনালিস্টদের মধ্যে তারা দুজনই তিন গোল করে শীর্ষে ছিলেন। তিন গোল করা বাকি চার জন ফাইনালের আগেই বাদ পড়ে গেছেন। তবে তাদের কেউ পেলেন না জালের দেখা। তাতেই উয়েফার গোল্ডেন বুটের নতুন নিয়ম অনুযায়ী প্রথমবারের মতো একাধিক খেলোয়াড় গোল্ডেন বুট জিতে। </p> <p>আসরে সর্বোচ্চ ৩টি করে গোল করে পুরস্কারের ভাগিদার হলেন চ্যাম্পিয়ন স্পেনের দানি অলমো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো, স্লোভেনিয়ার ইভান শারাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে।</p> <p>এছাড়া টুর্নামেন্টের সেরা ফুটবলারের খেতাবও জিতলেন স্পেনের ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। এবং সেরা তরুণ ফুটবলার হলেন লামিন ইয়ামাল। <br />  </p>