<p>প্যারিস অলিম্পিকে আয়ারল্যান্ডের হয়ে ইতিহাস গড়েছেন ড্যানিয়েল উইফেন। অলিম্পিকের ১২৮ বছরের দীর্ঘ ইতিহাসে কখনো সাঁতারে সোনা জিততে পারেনি আইরিশরা। সেই ইতিহাস এবার বদলে দিয়েছেন ২৩ বছর বয়সী সাঁতারু।</p> <p>পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে আয়ারল্যান্ডকে সাঁতারে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন উইফেন। সেটিও আবার অলিম্পিকের রেকর্ড গড়ে। গতকাল প্যারিসের লা ডিফেনসে অ্যারেনায় ঝড় তুলে ৭ মিনিট ৩৮.১৯ সেকেন্ডে ইভেন্ট শেষ করে অলিম্পিকে নতুন রেকর্ড গড়েন তিনি। আগের রেকর্ডের মালিক ছিলেন ইউক্রেনের সাঁতারু মিখাইলো রোমানচুক। করোনার কারণে ২০২১ সালে হওয়া টোকিও অলিম্পিকে রেকর্ডটি গড়েছিলেন ৭ মিনিট ৪১.২৮ সেকেন্ডে।</p> <p>উইফেন স্বর্ণ জয়ের পথে পেছনে ফেলেছেন এই ইভেন্টে টোকিও অলিম্পিকের সোনা জয়ী ববি ফিঙ্ক (৭ মিনিট ৩৮.৭৫ সেকেন্ড) এবং জর্জিও পালত্রিনেইরিকে (৭ মিনিট ৩৯.৩৮ সেকেন্ড)। চ্যাম্পিয়ন হওয়ার পর যখন পোডিয়ামে দাঁড়ান তখন আনন্দে কাঁদছিলেন উইফেন। শৈশব থেকে এমন স্বপ্নই দেখছিলেন তিনি। ‘গ্রেটেস্ট শো অন আর্থে’ জাতীয় সংগীত গাইবেন তিনি। ২৩ বছর বয়সী সাঁতারু বলেছেন,‘প্রতিদিন এমন স্বপ্নই দেখে আসছিলাম।’</p> <p>আর নিজের আবেগ নিয়ে উইফেন জানিয়েছেন, সাধারণত তিনি চোখের জল ফেলেন না। কিন্তু এই বিশেষ মুহূর্ত তা ধরে রাখতে পারেননি। সঙ্গে এমন মুহূর্তকে ‘পাগলামি’ বলেও জানিয়েছেন তিনি। উইফেন বলেছেন,‘ সাধারণত কাঁদি না। আশা করি কেউ এমনটা দেখতে পাবে না। তবে আজ আমার চোখ ভিজে গেছে। আর এটা অবশ্যই বিশেষ মুহূর্ত বলেই। আমি এর আগে কখনোই অলিম্পিকে জাতীয় সংগীত বাজতে শুনিনি। এক নম্বর পোডিয়ামে দাঁড়ানোকে পাগলামিই বলতে চাই।’</p>