<p>চন্দিকা হাতুরাসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া তাঁর সঙ্গে ২০২৪ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত থাকা চুক্তি বাতিল করা হয়েছে। এর আগে তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বরখাস্ত করার সিদ্ধান্ত জানিয়েছিল বিসিবি। </p> <p>আজ দুপুরে বিসিবির জরুরি এক জুম মিটিংয়ে হাতুরাসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। আইসিসির মিটিংয়ের জন্য দুবাইয়ে থাকা বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ দেশে থাকা পরিচালকরা জুম মিটিংয়ে যুক্ত ছিলেন। </p> <p>এর আগে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ৪৮ ঘণ্টার শোকজ নোটিশ ও এই সময়ের মধ্যে তাঁর বরখাস্ত কার্যকর হওয়ার কথা জানান বিসিবি সভাপতি ফারুক। এরপর গতকাল নোটিশের জবাব দেন হাতুরাসিংহে। বিসিবির আচমকা সিদ্ধান্তে হাতুরাসিংহে আইনি পথে হাঁটার নিয়েও আলোচনা আছে। আজ জুম মিটিংয়ে এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।</p> <p>আজ জুম মিটিংয়ে হাথুরুসিংহের প্রতিক্রিয়া ও তার আইনি পথে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, হাতুরাসিংহে যদি আইনি পথে যান বিসিবিও আইনিভাবেই সেটি মোকাবেলা করবে।</p>