<p>গত অক্টোবরে নেপালে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন কোচ পিটার বাটলার ও কয়েকজন খেলোয়াড়ের দ্বন্দ্বের খবর প্রকাশ্যে চলে আসে। সেটার রেস ছিল আরো কিছুদিন। এরপর জানা গিয়েছিল, ব্রিটিশ এই কোচকে চান না মেয়েদের একাংশ। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কমিটি মেয়েদের চাওয়াকে গুরুত্ব দেয়নি। বরং বাটলারের কাজে সন্তুষ্ট হয়ে আরো দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে।</p> <p>আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘সাফজয়ী কোচের সঙ্গে আমরা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়ন করেছি। ইতোমধ্যে চুক্তি হয়ে গেছে। ইংল্যান্ড থেকেই তিনি সহকারী কোচদের অনুশীলন সেশনের পরিকল্পনা পাঠিয়ে দিয়েছেন। সে অনুযায়ী এখন অনুশীলন চলবে।’</p> <p>ছুটি কাটিয়ে জানুয়ারির শেষ ভাগে ঢাকায় ফিরবেন বাটলার। মেয়েরা অবশ্য ক্যাম্পে ফিরেছেন। আপাতত ফিটনেস ফেরানোতেই জোর দেওয়া হবে। বাটলার ফেরার পরই মাঠের অনুশীলন শুরু হবে।</p>