নেইমার জানালেন, সান্তোসেই ফিরছেন তিনি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
নেইমার জানালেন, সান্তোসেই ফিরছেন তিনি
সান্তোসে ফিরছেন নেইমার। ছবি: নেইমারের এক্স থেকে

নেইমারের সান্তোসে ফেরার বিষয়টা ওপেন সিক্রেট ছিল। শুধু বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। এবার নিজেই সেই ঘোষণা দিলেন। সামাজিক মাধ্যমে জানিয়েছে, শৈশবের ক্লাব সান্তোসেই ফিরছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে নেইমার লিখেছেন, ‘ফুটবল খেলা যেটা আমি সবচেয়ে পছন্দ করি।  আমার বন্ধু এবং পরিবার সিদ্ধান্তটি আগে থেকেই জানে। সান্তোসের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। সান্তোসের জন্য জন্ম-মৃত্যু ও বেঁচে থাকা কয়েক জনের কাছে সম্মানের।

আমি নিশ্চত যে আগামী কয়েক বছরের আসন্ন চ্যালেঞ্জ নিতে আমাকে শুধু সান্তোসই সেই ভালোবাসা দিবে।’

নেইমারের এমন পোস্টের পর সান্তোস তাদের উত্তর দিয়েছে। তারা লিখেছে, ‘তোমার ঘর তোমার অপেক্ষায়। সঙ্গে মানুষরাও।

আমাদের ঘরের সন্তান!’

সান্তোসের সঙ্গে প্রথমে ৬ মাসের চুক্তি হতে পারে বলে জানিয়েছে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, আজ বিকেলে চুক্তিপত্রে সই করবেন নেইমার। এ জন্য সৌদি আরবের রিয়াদ থেকে চার্টার্ড ফ্লাইটে ব্রাজিলে ফিরবেন তিনি।

আরো পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ না পাওয়ায় আফসোস নেই শরিফুলের

চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ না পাওয়ায় আফসোস নেই শরিফুলের

 

সান্তোসে ফিরতেই কিছুদিন আগে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেছন নেইমার। সৌদি আরবের ক্লাবে সময়টা ভালো কাটেনি তার।

১৮ মাসে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের হয়ে চার বছর পেশাদার ফুটবল খেলেছেন তিনি। এরপর ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। লিওনেল মেসি-লুইস সুয়ারেজের সঙ্গে দুর্দান্ত এক সময় কাটিয়েছেন তিনি। তবে পিএসজিতে যাওয়ার পর ৩২ বছর বয়সী তারকাকে আর সেভাবে ছন্দে পাওয়া যায়নি। তাতে অবশ্য চোটও দায়ী।

আরো পড়ুন
অধিনায়কদের মিলনমেলাসহ উদ্বোধনী অনুষ্ঠানও হচ্ছে না

অধিনায়কদের মিলনমেলাসহ উদ্বোধনী অনুষ্ঠানও হচ্ছে না

 

একের পর এক চোটে যে তিনি মাঠের চেয়ে মাঠের বাইরে থাকতেন বেশি। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তাই মাঠে ফিরতে মরিয়া তিনি। এ জন্য নিজের শৈশবের ক্লাবেই ফিরে এসেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। ঘরে ফেরা ‘সন্তান’ নেইমারের পুরোনো রূপই এখন দেখার অপেক্ষায় সান্তোসসহ ব্রাজিলের দর্শকরা। 

মন্তব্য

সম্পর্কিত খবর

তিন সাবেক অধিনায়কের চোখে, ওয়ানডের সেরা ব্যাটার কোহলিই

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
তিন সাবেক অধিনায়কের চোখে, ওয়ানডের সেরা ব্যাটার কোহলিই
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি শেষে হাসিমুখে ফ্রেমবন্দি কোহলি। ছবি : ক্রিকইনফো

আন্তজার্তিক ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটারদের তালিকা করলে নিঃসন্দেহে শীর্ষের দিকেই থাকবেন বিরাট কোহলি। ব্যাট হাতে বোলাদের শাসন করে নিজেকে এমনি এক উচ্চতায় নিয়ে গেছেন ভারতীয় কিংবদন্তি। পাকিস্তানের বিপক্ষে তেমনি ছড়ি ঘুুরিয়ে ক্যারিয়ারের ৫১তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

রান তাড়ায় এরকম অবিশ্বাস্য সব ইনিংস আছে কোহলির।

পাকিস্তানের বিপক্ষে করা সেঞ্চুরিটাকে অবিশ্বাস্য বলার কারণ তার ব্যাটিংয়ের ধরণ। ১১১ বলে করা ১০০ রানের ইনিংসের ৭২ রানই যে এসেছে দৌড়ে। ৩৬ বছর বয়সে এসে ৪৬টি সিঙ্গেল ও ১৩টি ডাবল নেওয়া সহজ কথা নয়! এমন স্ট্যামিনার জন্য বেশ প্রশংসা ভাসছেন তিনি। আর কোনো ছক্কা না হাঁকিয়ে বাকি ২৮ রান নিয়ে চার মেরে।

চিরপ্রতিদ্বদ্বী পাকিস্তানের বিপক্ষে কোহলির এমন ইনিংস দেখার পর তাই বিশ্বক্রিকেটের কিংবদন্তিরা তাকে ওয়ানডের সর্বকালের সেরা ব্যাটার বলে সম্বোধন করছেন। ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেইনের সঙ্গে এমন বন্দনায় মেতেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

ওয়ানডেতে কোহলির চেয়ে আর ভালো ব্যাটার দেখেননি বলে জানিয়ে পন্টিং আইসিসি রিভিউকে বলেছেন, ‘মনে হয় না ওয়ানডেতে কোহলির চেয়ে ভালো খেলোয়াড় দেখেছি। ওয়ানডে রানে সে আমাকে ছাড়িয়ে গেছে।

তার উপরে এখন শুধু দুজন ব্যাটার। সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে যেন লোকে তাকে মনে রাখে, তার জন্য সম্ভাব্য সবকিছু সে করতে চাইবে এ বিষয়ে আমি নিশ্চিত।’

শচীন টেন্ডুলকার-কুমার সাঙ্গাকারাদের প্রতি সম্মান রেখেই নাসের হুসেইন বলেছেন, ‘অবিশ্বাস্য একজন খেলোয়াড় সে। পরিসংখ্যানের হিসেবে ওয়ানডেতে সে-ই সর্বকালের সেরা। আলোচনায় নিশ্চিতভাবেই টেন্ডুলকার, সাঙ্গাকারা ও এবি ডি ভিলিয়ার্সের নাম আসবে।

সবাই বড় মাপের খেলোয়াড়। তবে আমার কাছে কোহলির অবস্থান সবার ওপরে।’

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার রাতে বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ১৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। তবে বাকি দুজনের চেয়ে ইনিংসে দ্রুততম। সেই পরিসংখ্যানকে সামনে এনেই আথারটন বলেছেন, ‘সত্যি বলছি, ওয়ানডের ইতিহাসে রান তাড়ায় কোহলির চেয়ে ভালো কেউ নেই। ৫১টি সেঞ্চুরি অবিশ্বাস্য এক সংখ্যা। শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার পর ওয়ানডেতে সে ১৪০০০ রান পেরিয়েছে। এটা করতে শচীনের ৬০ (আসলে ৬৩) এবং সাঙ্গাকারার থেকে ৯০ (আসলে ৯১) ইনিংস কম খেলেছে। তাই আমার মনে হয়, ওয়ানডেতেই সে সবচেয়ে ভালো।’

মন্তব্য

পাকিস্তানের তিন শহরে হবে এসএ গেমস

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পাকিস্তানের তিন শহরে হবে এসএ গেমস
লাহোরে এসএ গেমসের সভায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির পর এবার আরেকটি টুর্নামেন্টের দীর্ঘ অপেক্ষা ফুরাচ্ছে তাদের। দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসের।

আরো পড়ুন
বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান

বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান

 

দীর্ঘ ২১ বছর পর আবারও এসএ গেমসের আয়োজক দেশ হতে যাচ্ছে পাকিস্তান।

আগামী বছরের জানুয়ারিতে হবে গেমসটা। এবার তিনটি শহরে হবে ইভেন্টটি। সেই তিন শহর হচ্ছে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদ। এসএ গেমসের ইতিহাসে এবারই প্রথম তিন শহরে হবে টুর্নামেন্টটি।

আরো পড়ুন
বৃষ্টির খেলায় পণ্ড অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

বৃষ্টির খেলায় পণ্ড অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

 

১৪তম এসএ গেমসের আয়োজক হওয়ার আগে সর্বশেষ ২০০৪ সালে পাকিস্তানে টুর্নামেন্টটি হয়। সব মিলিয়ে এবারের আসরটি তাদের জন্য তৃতীয়। সর্বশেষ আসরটি ৫ বছর আগে হয়েছে নেপালে।

আরো পড়ুন
“ভারতের ‘বি’ দলকে হারাতেও পাকিস্তানের ঘাম ছুটে যাবে”

“ভারতের ‘বি’ দলকে হারাতেও পাকিস্তানের ঘাম ছুটে যাবে”

 

আসন্ন গেমসটি আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি হবে।

আজ লাহোরে অনুষ্ঠিত সভায় চূড়ান্ত হয়। মোট ২৬টি ইভেন্ট চূড়ান্ত হয়েছে। সভায় সশরীরে উপস্থিত ছিলেন বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। ভারতের প্রতিনিধি সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি ছিলেন। বাংলাদেশ থেকে সভায় প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য সিরাজ উদ্দিন মো. আলমগীর ও উপমহাসচিব আশিকুর রহমান মিকু।

মন্তব্য

বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান
জুলাইয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান। ছবি : ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফিতে বিদায় ঘণ্টা বাজলেও আড়াই মাস পর আবারও পাকিস্তানের বিমানে চড়বে বাংলাদেশ। টুর্নামেন্টের মূল আয়োজকদের বিপক্ষেই আগামী মে মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা।

আইসিসির এফটিপির অংশ হওয়া এই সিরিজ আগে থেকেই চূড়ান্ত হলেও নতুন আরেকটি দ্বিপক্ষীয় সিরিজ হতে যাচ্ছে দুই দলের মধ্যে। আগামী জুলাই-আগস্টে সেই সিরিজ হতে পারে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

নতুন দ্বিপক্ষীয় সিরিজটির আয়োজক হবে বাংলাদেশ।

সিরিজটি নিয়ে দুবাইয়ে দুই বোর্ডের প্রধান ফারুক আহমেদ ও মহসিন নাকভির মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সিরিজটির বিষয়ে ক্রিকবাজকে বিসিবি ক্রিকেট অপারেশন্সের প্রধান শাহরিয়ার নাফীস বলেছেন, ‘বিসিবি এবং পিসিবি এ নিয়ে (সিরিজ) আলোচনা করেছে। সিরিজের বিষয়ে এই মুহূর্তে ইতিবাচক উভয় বোর্ডই।

দুই সিরিজের মাঝে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে। আগামী জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তার আগে আগামী ২৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ ম্যাচ খেলতে নামবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান।

মন্তব্য

বৃষ্টির খেলায় পণ্ড অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বৃষ্টির খেলায় পণ্ড অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ
শুধু অস্ট্রেলিয়াই ড্রেসিংরুমে বসে বসে বৃষ্টির খেলা দেখেনি, দক্ষিণ আফ্রিকাও দেখেছে। ছবি : এএফপি

ক্রিকেটারদের খেলা দেখে যেন আকাশেরও ইচ্ছা জেগেছে। সেই ইচ্ছা পূরণ করতেই চ্যাম্পিয়নস ট্রফির সপ্তম ম্যাচকে বেছে নিয়েছে বৃষ্টি। দুই দলের ম্যাচে জয়-পরাজয়ের বিষয় থাকলেও বেরসিক বৃষ্টির ক্ষেত্রে যেন একটাই লক্ষ্য ছিল। মনের সাধ পূরণ করে যেন ম্যাচ পরিত্যক্ত করা।

রাওয়ালপিন্ডিতে আজ সেই কাজটাই করেছে বেরসিক বৃষ্টি। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য করেছে ম্যাচ রেফারিকে। এতে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।

প্রতিদিনের মতো আজও ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু ম্যাচ শুরুর আগেই আকাশ অজোরে কাঁদতে থাকে। এতটাই কেঁদেছে যে অপেক্ষারত দুই অধিনায়ককে টস করতেও মাঠে নামতে দেয়নি। সাড়ে তিন ঘণ্টার অপেক্ষা শেষে তাই ম্যাচ ভেসেই গেছে।

পয়েন্ট ভাগাভাগি করায় লাভ হয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার।

দুই দলই সমান ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথটা আরো প্রশস্ত করেছে। তবে আশা শেষ হয়ে যায়নি ‘বি’ গ্রুপের বাকি দুই দল আফগানিস্তান ও ইংল্যান্ডের। তবে আগামীকাল নিজেদের ম্যাচের পর এক দলকে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে। যে দল হারবে তারাই ‘এ’ গ্রুপের দুই দল বাংলাদেশ-পাকিস্তানের মতো বাড়ির টিকিট কাটবে। আর জয়ী দল নিজেদের শেষ ম্যাচ জিতলে শেষ চারে সুযোগ পাবে।
নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়া বর্তমানে আফগানিস্তান-ইংল্যান্ডের পয়েন্ট শূন্য।

মন্তব্য

সর্বশেষ সংবাদ