ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ভালো নেই ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
ভালো নেই ফুটবলাররা

এখন আমরা কোথাও টাকা-পয়সা চাইতেও পারি না। কেউ যদি আবার চাঁদাবাজির অভিযোগ করে বসে! এসব কারণে আমাদের প্রেসিডেন্টও (বিএনপি নেতা আব্দুস সালাম) কিছু করতে পারছেন না। তার পরও চেষ্টা করছি ৫ টাকার জায়গায় ৩ টাকা হলেও দিতে। -মাহবুবুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক, ওয়ান্ডারার্স

কুমিল্লায় মোহামেডানের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে হোটেলের পেছনে আর খরচ করেনি ঢাকা ওয়ান্ডারার্স।

ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের তিনতলায় ফাঁকা হলঘরে রাত কাটিয়ে ম্যাচ খেলে চলে এসেছে। ওয়ান্ডারার্স ক্লাবে খেলোয়াড়দের থাকার জায়গাও অবশ্য এর চেয়ে খুব একটা ভালো নয়। এই ক্যাম্পে থেকেই চারজন ফুটবলার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। খাওয়ার কথা বলতে গিয়ে লজ্জায় খেলোয়াড়রা মুখ লুকান, ‘মাসে একবার গরুর মাংস দেখি কি দেখি না, বলতে পারব না।
মাছ-মুরগি এই চলছে। নাশতায় কলা-রুটি।’

দেশের পেশাদার ফুটবলের খণ্ড চিত্র এটি। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা হয়তো এর বিপরীত গোলার্ধে থাকেন।

তবে পারিশ্রমিক, থাকা-খাওয়া, অনুশীলনব্যবস্থা নিয়ে দুর্দশার এমন ছবি অনেক। রাজনৈতিক পটপরিবর্তনে আবাহনী ক্লাবের আর্থিক সংকটের কথা জানা গিয়েছিল। খেলা গড়াতে দেখা গেছে সেই সংকট মোহামেডানেও কম নয়।

দুই মাস বেতন বকেয়ার কথা কর্মকর্তারাই বলেছেন। ক্লাবের এক সিনিয়র খেলোয়াড় জানিয়েছেন, লিগের লম্বা বিরতিতে যাওয়ার আগে চুক্তির ৩০ শতাংশ টাকাই শুধু তাঁরা পেয়েছেন, ‘স্বাভাবিক পরিস্থিতিতে লিগের মাঝামাঝি সময়ে চুক্তির বেশির ভাগ টাকা খেলোয়াড়রা পেয়ে যায়।

এবার পরিস্থিতিটা একটু ভিন্ন, আমরাও বুঝতে পারছি। ক্লাব শুরুতে চুক্তি থেকে ২৫ শতাংশ টাকা কমানোর কথা বলেছে। এরপর মাসে মাসে যে টাকাটা দেওয়ার কথা, সেখান থেকেও আমরা বেশ কম পেয়েছি। তাতে সব মিলিয়ে ৩০ শতাংশ টাকা আমরা হাতে পেয়েছি।’

ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব অবশ্য ২৫ শতাংশ ছাড়ের বিষয়টি মানতে চাইলেন না, ‘ছাড়ের কোনো বিষয় নেই এখানে। ওদের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে। সেই টাকাটা যথাসময়ে হয়তো আমরা দিতে পারছি না। তবে সব টাকাই ওরা পাবে, এটুকু আমি বলতে পারি।’ তুলনামূলক ছোট ক্লাবগুলোতে দৈন্য প্রকট। ওয়ান্ডারার্সেরই এক খেলোয়াড় জানিয়েছিলেন যে প্রথম পর্ব শেষে স্রেফ দুই হাজার টাকা গাড়িভাড়া ধরিয়ে দেওয়া হয়েছিল তাঁদের হাতে। এবার মাঝখানে দ্বিতীয় পর্বের ম্যাচটা খেলতে এসে টাকা না পেলে মাঠে নামবেন না, এমন অবস্থানেও ছিলেন খেলোয়াড়রা। কয়েকজন তো দলে যোগ না দিয়ে নেপালে চলে গেছেন ‘খ্যাপ’ খেলতে। ৫ আগস্টের পর ওয়ান্ডারার্সের ম্যানেজমেন্টেও পরিবর্তন এসেছে। অথচ খেলোয়াড়রা চুক্তিবদ্ধ হয়েছিলেন আগের কমিটির অধীনে। সেটির ভুক্তভোগী হওয়ার কথা জানিয়েছেন খেলোয়াড়দের একজন, ‘তখন আমাদের উত্তরায় ফ্ল্যাটে নিয়ে রাখার কথা বলা হয়েছিল। দিয়াবাড়িতে একটা অনুশীলন মাঠও ঠিক ছিল। কিন্তু ম্যানেজমেন্ট পরিবর্তনের পর এসব কোনো কিছুরই মুখ দেখিনি আমরা।’

ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনও বর্তমান পরিস্থিতিকে দায় দিচ্ছেন, ‘ক্লাবের জন্য এখন আমরা কোথাও টাকা-পয়সা চাইতেও পারি না। কেউ যদি আবার চাঁদাবাজির অভিযোগ করে বসে! এসব কারণে আমাদের প্রেসিডেন্টও (বিএনপি নেতা আব্দুস সালাম) কিছু করতে পারছেন না। তার পরও আমরা চেষ্টা করছি ৫ টাকার জায়গায় ৩ টাকা হলেও দিতে।’ চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা পেটে-ভাতে খেলছেন, এটা জানা আগে থেকেই। মধ্যবিরতিতে দলবদলের একটা ম্যাচ খেলার আগে তাঁরা আর ক্যাম্প করার ঝামেলায়ও যাননি। দলটির কর্মকর্তা মামুনুল ইসলাম বলেছেন, ‘আমরা ওদের গাড়িভাড়া দিয়ে দিয়েছি। ওরা এসে শুধু খেলে গেছে।’ ফকিরেরপুল ইয়াং মেন্সের খেলোয়াড়দের একজন অবশ্য চুক্তির অর্ধেক টাকা হাতে পাওয়ার কথা জানিয়েছেন। ফর্টিস এফসিও এ পর্যন্ত পারিশ্রমিকের অর্ধেক পরিশোধ করেছে বলে জানা গেছে। তবে বেশির ভাগ দলের খেলোয়াড়রা এপ্রিল পর্যন্ত লিগের বিরতির মাঝখানে পারিশ্রমিকের আরেকটা কিস্তি হাতে পাওয়ার আশায় আছেন। সামনে ঈদ। রহমতগঞ্জের নাবিব নেওয়াজ বলেছেন, ‘এই মৌসুমে আমাদের কষ্ট হবে, সেটা জেনেই খেলছি। রহমতগঞ্জে আমি অল্প টাকায় খেলছি। মাসের টাকাটা অবশ্য ওরা নিয়মিতই দিয়েছে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

পিএসএলের নতুন প্রযুক্তি এমওটি কী

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পিএসএলের নতুন প্রযুক্তি এমওটি কী

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে থাকছে ম্যাচ অফিশিয়ালস টেকনোলজি (এমওটি) প্রযুক্তি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগেও পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি দেখা গিয়েছিল পিএসএলে। তবে এবার পুরো আসরেই থাকবে এই প্রযুক্তি।

যার ফলে স্বয়ংক্রিয়ভাবে নো বল ধরা পড়বে। একই সঙ্গে রিপ্লেতে থাকবে একাধিক স্ক্রিন। ফলে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

ম্যাচ অফিশিয়ালস টেকনোলজির (এমওটি) সুবিধার আওতায় :

১. আম্পায়ার কমিউনিকেশন সিস্টেম (মাঠের ওপর এবং মাঠের বাইরে)  
২. মাল্টিস্ক্রিন রিপ্লে ভিউয়ার  
৩. আল্ট্রামোশন ক্যামেরা ব্যবহার করে অটো নো-বল শনাক্তকরণ  
৪. রিয়েল-টাইম DRS এবং ইনিংস টাইমার  
৫. তৃতীয় আম্পায়ারের জন্য ট্যাবলেটভিত্তিক লগিং  
৬. ম্যাচ রেফারিদের জন্য তাৎক্ষণিক ক্লিপ অ্যাক্সেস  
৭. উন্নত রিভিউয়ের জন্য অ্যাম্বেডেড কমিউনিকেশন ও মাইক অডিও

আগামী ১১ এপ্রিল পর্দা উঠছে পিএসএলের দশম আসরের।

উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স।

মন্তব্য

মৌসুম শেষ চেলসি ডিফেন্ডারের!

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
মৌসুম শেষ চেলসি ডিফেন্ডারের!
চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানা। ছবি : চেলসি ওয়েবসাইট

চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার চেলসির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন ২৪ বছর বয়সী ফোফানা।

বিভিন্ন ইংলিশ গণমাধ্যমের খবর, মৌসুমের বাকি অংশে এই ডিফেন্ডারকে পাবে না চেলসি। আসছে ক্লাব বিশ্বকাপেও তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললে চলে।

পেশির চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন ফোফানা। গত মাসের শুরুর দিকে ফিরে দুটি লিগ ম্যাচ খেলতেই আবারও ইনজুরিতে পড়েন এই ডিফেন্ডার। 

ফোফানা এই মৌসুমে চেলসির হয়ে মাত্র ১৪টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন। ২০২২ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর ফরাসি এই ফুটবলার সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন মাত্র ৩৪ ম্যাচ।

পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা চেলসির লিগে এখনো আট ম্যাচ বাকি।

মন্তব্য

পিএসএলের ধারাভাষ্যে আতহার আলী

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পিএসএলের ধারাভাষ্যে আতহার আলী
বাংলাদেশি ধারাভাষ্যকার আতহার আলী খান।

পিএসএলের দশম আসরের জন্য ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে মাইক্রোফোন হাতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে দেখা যাবে আতহার আলীকে।

এর আগে দেশের ক্রিকেটে খেলাগুলোতেই ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে বাংলাদেশের আতহার আলীকে। ছিলেন অনেক আইসিসি ইভেন্টেও।

এবার বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএলেও দেখা যাবে তাকে।  

এ ছাড়া পিএসএলের ধারাভাষ্য প্যানেলে থাকছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক, এমসিসির সাবেক সভাপতি মার্ক নিকোলাস, ডমিনিক কর্ক এবং মার্ক বুচার। দক্ষিণ আফ্রিকা থেকে থাকছেন জেপি ডুমিনি এবং মাইক হেইসম্যান। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলও থাকছেন এই প্যানেলে।

অস্ট্রেলিয়ার দুইবারের নারী বিশ্বকাপজয়ী লিসা স্তালেকারও থাকছেন ধারাভাষ্য প্যানেলে।

পাকিস্তান থেকে থাকছেন চারজন সাবেক টেস্ট অধিনায়ক—আমির সোহেল, রমিজ রাজা, ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম। তাদের সঙ্গে থাকবেন সাবেক টেস্ট খেলোয়াড় বাজিদ খান, পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজ এবং ক্রিকেট বিশ্লেষক সিকান্দার বখত।

এ ছাড়া প্রথমবারের মতো সম্পূর্ণ উর্দু ধারাভাষ্যও প্রচার করবে তারা।

সেই প্যানেলে থাকবেন—আলী ইউনুস, আকিল সামার, মারিনা ইকবাল, সালমান বাট ও তারিক সাঈদ। পাকিস্তানের মূল ধারাভাষ্যকাররাও কিছু নির্বাচিত অংশে উর্দু ধারাভাষ্যে অংশ নেবেন। তাদের সঙ্গে এরিন হল্যান্ড ও জয়নাব আব্বাস উপস্থাপকের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএল। চলবে ১৮ মে পর্যন্ত।

মন্তব্য

১৫ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড পারভেজ ইমনের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
১৫ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড পারভেজ ইমনের
১৫ বলে ফিফটি করে রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন।

১৫ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন পারভেজ হোসেন ইমন। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড এটি। 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনীর ওপেনার ইমন ১৫ বলে ফিফটি করেন পারভেজ। পরে ৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করেন এই টাইগার ব্যাটার।

সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডটি আগে ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৮ বলে ফিফটি আছে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি করেন ফরহাদ।

চার বছর পর বাংলাদেশ ক্রিকেট লিগের লিস্ট ‘এ’ সংস্করণে হাবিবুরও করেন ১৮ বলে ফিফটি। 

বিকেএসপিতে আজ রবিবার শাইনপুকুরের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৬ দশমিক ৪ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী।

ছোট লক্ষ্যে পারভেজের টর্নেডো ব্যাটিংয়ে ৪০ বলে ম্যাচ জিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

আরেক ওপেনার জিসান আলম ২ চার ও ১ ছক্কায় ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ