ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ভালো নেই ফুটবলাররা

  • এখন আমরা কোথাও টাকা-পয়সা চাইতেও পারি না। কেউ যদি আবার চাঁদাবাজির অভিযোগ করে বসে! এসব কারণে আমাদের প্রেসিডেন্টও (বিএনপি নেতা আব্দুস সালাম) কিছু করতে পারছেন না। তার পরও চেষ্টা করছি ৫ টাকার জায়গায় ৩ টাকা হলেও দিতে। -মাহবুবুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক, ওয়ান্ডারার্স
শেয়ার
ভালো নেই ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক : কুমিল্লায় মোহামেডানের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে হোটেলের পেছনে আর খরচ করেনি ঢাকা ওয়ান্ডারার্স। ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের তিনতলায় ফাঁকা হলঘরে রাত কাটিয়ে ম্যাচ খেলে চলে এসেছে। ওয়ান্ডারার্স ক্লাবে খেলোয়াড়দের থাকার জায়গাও অবশ্য এর চেয়ে খুব একটা ভালো নয়। এই ক্যাম্পে থেকেই চারজন ফুটবলার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

খাওয়ার কথা বলতে গিয়ে লজ্জায় খেলোয়াড়রা মুখ লুকান, মাসে একবার গরুর মাংস দেখি কি দেখি না, বলতে পারব না। মাছ-মুরগি এই চলছে। নাশতায় কলা-রুটি।

দেশের পেশাদার ফুটবলের খণ্ড চিত্র এটি।

বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা হয়তো এর বিপরীত গোলার্ধে থাকেন। তবে পারিশ্রমিক, থাকা-খাওয়া, অনুশীলনব্যবস্থা নিয়ে দুর্দশার এমন ছবি অনেক। রাজনৈতিক পটপরিবর্তনে আবাহনী ক্লাবের আর্থিক সংকটের কথা জানা গিয়েছিল। খেলা গড়াতে দেখা গেছে সেই সংকট মোহামেডানেও কম নয়।
দুই মাস বেতন বকেয়ার কথা কর্মকর্তারাই বলেছেন। ক্লাবের এক সিনিয়র খেলোয়াড় জানিয়েছেন, লিগের লম্বা বিরতিতে যাওয়ার আগে চুক্তির ৩০ শতাংশ টাকাই শুধু তাঁরা পেয়েছেন, স্বাভাবিক পরিস্থিতিতে লিগের মাঝামাঝি সময়ে চুক্তির বেশির ভাগ টাকা খেলোয়াড়রা পেয়ে যায়। এবার পরিস্থিতিটা একটু ভিন্ন, আমরাও বুঝতে পারছি। ক্লাব শুরুতে চুক্তি থেকে ২৫ শতাংশ টাকা কমানোর কথা বলেছে। এরপর মাসে মাসে যে টাকাটা দেওয়ার কথা, সেখান থেকেও আমরা বেশ কম পেয়েছি।
তাতে সব মিলিয়ে ৩০ শতাংশ টাকা আমরা হাতে পেয়েছি।

ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব অবশ্য ২৫ শতাংশ ছাড়ের বিষয়টি মানতে চাইলেন না, ছাড়ের কোনো বিষয় নেই এখানে। ওদের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে। সেই টাকাটা যথাসময়ে হয়তো আমরা দিতে পারছি না। তবে সব টাকাই ওরা পাবে, এটুকু আমি বলতে পারি। তুলনামূলক ছোট ক্লাবগুলোতে দৈন্য প্রকট। ওয়ান্ডারার্সেরই এক খেলোয়াড় জানিয়েছিলেন যে প্রথম পর্ব শেষে স্রেফ দুই হাজার টাকা গাড়িভাড়া ধরিয়ে দেওয়া হয়েছিল তাঁদের হাতে। এবার মাঝখানে দ্বিতীয় পর্বের ম্যাচটা খেলতে এসে টাকা না পেলে মাঠে নামবেন না, এমন অবস্থানেও ছিলেন খেলোয়াড়রা। কয়েকজন তো দলে যোগ না দিয়ে নেপালে চলে গেছেন খ্যাপ খেলতে। ৫ আগস্টের পর ওয়ান্ডারার্সের ম্যানেজমেন্টেও পরিবর্তন এসেছে। অথচ খেলোয়াড়রা চুক্তিবদ্ধ হয়েছিলেন আগের কমিটির অধীনে। সেটির ভুক্তভোগী হওয়ার কথা জানিয়েছেন খেলোয়াড়দের একজন, তখন আমাদের উত্তরায় ফ্ল্যাটে নিয়ে রাখার কথা বলা হয়েছিল। দিয়াবাড়িতে একটা অনুশীলন মাঠও ঠিক ছিল। কিন্তু ম্যানেজমেন্ট পরিবর্তনের পর এসব কোনো কিছুরই মুখ দেখিনি আমরা।

ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনও বর্তমান পরিস্থিতিকে দায় দিচ্ছেন, ক্লাবের জন্য এখন আমরা কোথাও টাকা-পয়সা চাইতেও পারি না। কেউ যদি আবার চাঁদাবাজির অভিযোগ করে বসে! এসব কারণে আমাদের প্রেসিডেন্টও (বিএনপি নেতা আব্দুস সালাম) কিছু করতে পারছেন না। তার পরও আমরা চেষ্টা করছি ৫ টাকার জায়গায় ৩ টাকা হলেও দিতে। চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা পেটে-ভাতে খেলছেন, এটা জানা আগে থেকেই। মধ্যবিরতিতে দলবদলের একটা ম্যাচ খেলার আগে তাঁরা আর ক্যাম্প করার ঝামেলায়ও যাননি। দলটির কর্মকর্তা মামুনুল ইসলাম বলেছেন, আমরা ওদের গাড়িভাড়া দিয়ে দিয়েছি। ওরা এসে শুধু খেলে গেছে। ফকিরেরপুল ইয়াং মেন্সের খেলোয়াড়দের একজন অবশ্য চুক্তির অর্ধেক টাকা হাতে পাওয়ার কথা জানিয়েছেন। ফর্টিস এফসিও এ পর্যন্ত পারিশ্রমিকের অর্ধেক পরিশোধ করেছে বলে জানা গেছে। তবে বেশির ভাগ দলের খেলোয়াড়রা এপ্রিল পর্যন্ত লিগের বিরতির মাঝখানে পারিশ্রমিকের আরেকটা কিস্তি হাতে পাওয়ার আশায় আছেন। সামনে ঈদ। রহমতগঞ্জের নাবিব নেওয়াজ বলেছেন, এই মৌসুমে আমাদের কষ্ট হবে, সেটা জেনেই খেলছি। রহমতগঞ্জে আমি অল্প টাকায় খেলছি। মাসের টাকাটা অবশ্য ওরা নিয়মিতই দিয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

হেরে পিছিয়ে গেল রিয়াল

শেয়ার
হেরে পিছিয়ে গেল রিয়াল
ফ্রেঞ্চ লিগের চ্যাম্পিয়ন পিএসজি

লিগ শিরোপা লড়াইয়ে আবার পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। গত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে কার্লো আনচেলোত্তির দল। একই রাতে বেতিসকে যদি বার্সেলোনা হারাতে পারে তাহলে শীর্ষ দুইয়ের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াবে ছয়ে। ৩০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৩।

ঘরের মাঠে খেলার ১৩ মিনিটে হতাশ করেন ভিনিসিয়ুস জুনিয়র। স্পট কিকে গোল করতে ব্যর্থ হন এই ব্রাজিলিয়ান। দুই মিনিট পরই রিয়াল সমর্থকদের আরেকবার হতাশায় ডুবতে হয়েছে। কর্নারে উড়ে আসা বলে হেডে বল জালে পাঠিয়ে ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেন মোক্তার ডিয়াখাবি।

পিছিয়ে পড়া রিয়াল একের পর এক সুযোগ পেয়েছে ম্যাচে ফেরার, কিন্তু এমবাপ্পে-ভিনিসিয়ুসরা জাল খুঁজে পাননি। অবশেষে বিরতি থেকে ফিরে রিয়ালকে সমতায় ফেরান সেই ভিনি। মডরিচের কর্নারে বেলিংহামের ফ্লিকে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। খেলার ভাগ্য যখন ড্রয়ের পথে তখনই বার্নাব্যু স্তব্ধ করে ভ্যালেন্সিয়াকে জয় এনে দেন হুগো দুরো।

এদিকে টানা দুই জয়ের পর আবার হোঁচট খেয়েছে আর্সেনাল। এভারটনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে গানাররা। ১-১ গোলে ড্রয়ের ফলে শিরোপা রেস থেকে অনেকটা পিছিয়ে পড়ল মিকেল আরতেতার দল। ৬ ম্যাচ বাকি থাকতেই ফ্রেঞ্চ লিগে শিরোপা উৎসব করেছে পিএসজি। অঁজিকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন লুই এনরিকের দল।

এএফপি

মন্তব্য

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ, ফুলহাম-লিভারপুল

সরাসরি, সন্ধ্যা ৭টা

ম্যান. ইউনাইটেড-ম্যানসিটি

রাত ৯টা ৩০ মিনিট

স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগা

সেন্ট পাওলি-মনশেনগ্ল্যাডবাখ

সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

ই. বার্লিন-ভলফসবুর্গ

সরাসরি, রাত ৯টা ৩০ মিনিট, সনি টেন ২

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

আইপিএল, হায়দরাবাদ-গুজরাট

সরাসরি, রাত ৮টা

ডিপিএল, মোহামেডান-প্রাইম ব্যাংক

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

ইশারায় জরিমানা

শেয়ার
ইশারায় জরিমানা

আঙুল দিয়ে গুলি করার ভঙ্গি করে জরিমানা গুনেছেন ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) তারকা খেলোয়াড় জা মোরান্ট। এনবিএর দল মেম্ফিস গ্রিজলিসের এই খেলোয়াড়কে ৭৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বাস্কেটবল ম্যাচে দুবার আঙুল উঁচিয়ে বন্দুক দিয়ে গুলি করার ভঙ্গি করার কারণে শাস্তির মুখে পড়েছেন মোরান্ট। বিবিসি

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ