<p>ভারতের মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৫ জন। মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে জালনা জেলায় এই ঘটনা ঘটে। </p> <p>দুর্ঘটনায় কবলিত দুটি গাড়ির মধ্যে একটি রাত ১১টার দিকে জ্বালানি ভরার পর ভুল দিক দিয়ে মহাসড়কে ওঠার চেষ্টা করলে, নাগপুর থেকে মুম্বাইগামী অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে, মুম্বাই যাওয়ার পথে গাড়িটি উড়ে গিয়ে হাইওয়ের ডিভাইডারের ওপর পড়ে। প্রচণ্ড ধাক্কায় যাত্রীরা গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়েন। অন্য গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মর্মান্তিকভাবে গাড়িতে থাকা ছয়জন ঘটনাস্থলেই মারা যান।</p> <p>দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। গাড়ি দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সরানোর জন্য ক্রেন মোতায়েন করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নিয়ে আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।</p> <p>সূত্র: ইন্ডিয়া টিভি</p>