<p>ভারতে বিরোধীদলীয় জোট ‘ইন্ডিয়া’ শনিবার সাতটি রাজ্যে ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনে ১০টিতে জয়লাভ করেছে। অন্যদিকে গত মাসে কেন্দ্রীয় সরকারে রেকর্ড তৃতীয় মেয়াদে ফিরে আসা বিজেপি মাত্র দুটি আসন জিতেছে। গত লোকসভা নির্বাচনে এ জোট বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছিল।</p> <p>কংগ্রেস, তৃণমূল কংগ্রেস (টিএমসি), আম আদমি পার্টি (আপ) ও দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) হলো ইন্ডিয়া জোটের দল, যারা বুধবার পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্য প্রদেশ, বিহার ও তামিলনাড়ুতে অনুষ্ঠিত উপনির্বাচনে প্রার্থী দিয়েছে।</p> <p>পাঞ্জাবে আপের মহিন্দর ভগত জলন্ধর পশ্চিম আসনে ২৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করা চারটি আসনই তাদের দখলে গেছে।</p> <p>মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর দেহরা আসনে জয়লাভ করেছেন। সেই সঙ্গে কংগ্রেস নালাগড় আসন জিতে তাদের অবস্থান আরো শক্তিশালী করেছে। তবে বিজেপি হামিরপুরে জয়লাভ করতে সক্ষম হয়েছে। জয়ের পরে মুখ্যমন্ত্রী সুখু বলেন, হিমাচল প্রদেশের লোকেরা ‘সরকার পতনের ষড়যন্ত্রকারীদের’ উপযুক্ত জবাব দিয়েছে।</p> <p>তিনি আরো বলেন, ‘হিমাচলের মানুষ ২০২২ সালে আমাদের ৪০টি আসন দিয়েছিল। অতীতে রাজ্যের রাজনীতিতে যে ধরনের চোরাশিকার হয়েছিল, তার জন্য মানুষ উপযুক্ত জবাব দিয়েছে। এটি এই বার্তাও দেয়, রাজ্যের মানুষ সচেতন ও জাগ্রত এবং এই ধরনের চোরাশিকার কাজ করবে না। তিনজন স্বতন্ত্র বিধায়কের পদত্যাগ করার কোনো কারণ ছিল না। তারা বিজেপির সঙ্গেও জোট করতে পারত, কিন্তু তারাও শিক্ষা নিয়েছে।’</p> <p>তামিলনাড়ুতে ডিএমকের আনিউর শিবা প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে বিক্রভান্দি বিধানসভা আসনে জয়ী হয়েছেন। কংগ্রেস উত্তরাখণ্ডের দুটি আসনেই জিতেছে, আর বিজেপির কমলেশ প্রতাপ শাহি মধ্য প্রদেশের অমরওয়ার আসনে জিতেছে।</p> <p>স্বতন্ত্র প্রার্থী শঙ্কর সিং বিহারের পূর্ণিয়ার রূপৌলি বিধানসভা উপনির্বাচনে জিতেছেন। তিনি জেডিইউয়ের কালাধর প্রসাদ মণ্ডলকে আট হাজার ২৪৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।</p> <p>স্থানীয় সময় শনিবার সকালে সাতটি রাজ্যজুড়ে ১৩টি বিধানসভা আসনের ভোট গণনা শুরু হয়। এর আগে বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।</p> <p>এই উপনির্বাচনগুলো ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর প্রথম ভোট। লোকসভা ভোটে বিজেপি ২৪০টি আসনে জয়লাভ করেছিল, যা সংখ্যাগরিষ্ঠতার থেকে ৩২টি কম। এনডিএ অবশ্য ২৯৩ আসন জিতে লোকসভার মোট আসন সংখ্যার অর্ধেক, অর্থাৎ ২৭২ অতিক্রম করেছিল। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩২টি আসন জিতেছিল।</p> <p>সূত্র : এনডিটিভি</p>