<p>৯ মাস ধরে চলা যুদ্ধে বদলে গেছে গাজা উপত্যকার দৃশ্য। সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ। নানা সংকটে দুর্বিষহ জীবন যাপন করছে ফিলিস্তিনিরা। এর সঙ্গে যোগ হয়েছে বর্জ্যের স্তূপ। চারদিকে ছড়িয়ে আছে নানা রকম আবর্জনা।</p> <p>বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনির মধ্যে আহমেদ শালাউলা একজন। তিনি গাজা সিটির বাসিন্দা এবং এখন খান ইউনিসে থাকেন। শালাউলা বলেন, ‘আমরা ঘুমাতে পারি না, আমরা খেতে পারি না, আমরা পান করতে পারি না, গন্ধ আমাদের মেরে ফেলছে।’</p> <p>গত বছরের অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনিরা একের পর এক সংকটের সম্মুখীন হচ্ছে। ইসরায়েলি বিমান হামলা, গোলাবর্ষণ ও স্থল আক্রমণ ছাড়াও তারা খাদ্য, জ্বালানি, পানি, ওষুধ ও কার্যকরী হাসপাতালের অভাবের কারণে অসহনীয় জীবন যাপন করছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অপুষ্টিতে গাজায় মারা গেল ৬ বছরের হিকমত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/08/1720445790-bb9e7c9d610ad12d035acef7be92e80e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অপুষ্টিতে গাজায় মারা গেল ছয় বছরের হিকমত</p> </div> </div> </div> </div> </div> <p>বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দরিদ্র এই ভূখণ্ডে প্রতিনিয়ত আবর্জনা জমা হচ্ছে। অঞ্চলটির বেশির ভাগ ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শালাউলা জানান, রাতে মানুষ মশার সঙ্গে লড়াই করে জেগে থাকে। কেউ কেউ খোসপাঁচড়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজায় শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে বিপজ্জনক চর্মরোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/03/1720006235-c5ee79eb2b951559e8266c9f017bfa08.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজায় শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে বিপজ্জনক চর্মরোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/07/03/1402932" target="_blank"> </a></div> </div> <p>শালাউলা বলেন, ‘আমরা খান ইউনিসের পৌরসভাকে বর্জ্য অপসারণের আহ্বান জানাচ্ছি।’</p> <p>কিন্তু ৯ মাস ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত গাজায় সরকারি সেবার জন্য আহ্বান শুধু একটি মনোকল্পনা। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে ইসরায়েল এ যুদ্ধ শুরু করেছিল। ইসরায়েলি হিসাবে সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন জিম্মি হয়েছিল। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েল প্রতিশোধমূলক সামরিক অভিযানে এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।</p> <p>খান ইউনিস গাজার দ্বিতীয় বৃহত্তম শহর। সেখানে ২৩ লাখ মানুষ বাস করে।। পৌরসভার কঠিন বর্জ্য অপসারণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওমর মাতার জানান, যুদ্ধের ক্ষয়ক্ষতি ও জ্বালানির ঘাটতি বর্জ্য সমস্যা তৈরি করেছে। তিনি বলেন, ‘বর্জ্যের স্তূপ জমা হওয়ার ফলে দুর্গন্ধ, পোকামাকড় ও ইঁদুরের বিস্তার ছাড়াও বর্জ্য থেকে তরল পদার্থ ভূগর্ভস্থ জলাধারে ছড়িয়ে পড়েছে।’</p> <p>খান ইউনিসের বাসিন্দাদের পানির প্রধান উৎস হলো জলাধার। গাজার বেশির ভাগ  এলাকায় বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না। ওমর জানান, বর্জ্যের তরল যেন ভূগর্ভস্থ পানিতে না মিশে যায় সে রকম কোনো ব্যবস্থা তাদের নেই।</p> <p>সূত্র : রয়টার্স</p>