<p>ভারতের উত্তর প্রদেশে বৃহস্পতিবার চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত দুই যাত্রীর মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক চার যাত্রী মারা গেছে বলে পিটিআইকে বলেছেন। দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের গোন্ডা ও ঝিলাহির মধ্যে অবস্থিত পিকাউড়ায়। </p> <p>এদিকে উদ্ধার তৎপরতার জন্য ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, যাত্রীরা তাদের লাগেজ নিয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে আছে। ট্রেনটি চণ্ডীগড় থেকে আসামের ডিব্রুগড় যাচ্ছিল। ১৫টি অ্যাম্বুল্যান্সসহ ৪০ সদস্যের একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে রয়েছে এবং আরো অ্যাম্বুল্যান্স পথে রয়েছে।</p> <p>১২টি বগির মধ্যে চারটি এসি বগি ঝুলাহী রেলস্টেশনের কয়েক কিলোমিটার আগে লাইনচ্যুত হয়। উত্তর-পূর্ব রেলওয়ের সিপিআরও পঙ্কজ সিং বলেছেন, ওই রুটে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন এ দুর্ঘটনায় প্রভাবিত হয়েছে এবং কয়েকটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। </p> <p>উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় বলেছে, গোন্ডা জেলায় ট্রেন দুর্ঘটনার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের দুর্ঘটনাস্থলে পৌঁছনোর ও দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মুখ্যমন্ত্রী আহতদের অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার এবং তাদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।</p> <p>সূত্র : এনডিটিভি</p>