<p>গাজাজুড়ে ইসরায়েলি হামলার সর্বশেষ তরঙ্গে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। এদিকে উত্তর গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। এর ফলে প্রায় ৪ লাখ ফিলিস্তিনি আটকা পড়েছে। আল জাজিরার তথ্য অনুসারে, আজ মঙ্গলবার (১৫অক্টোবর) ভোরে ইসরায়েল গাজাজুড়ে ধারাবাহিক বিমান হামলা চলায়। এর পরেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯ জন। </p> <p>বোমা হামলায় নিহতদের মধ্যে তিনজন গাজা শহরের দক্ষিণে জেইতুন এলাকায় সালাহ আল-দিন মসজিদের কাছে একটি বাড়িতে ইসরায়েলি হামলার পর নিহত হন। এ ছাড়া আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের পূর্বে আল-ফাখারি শহরে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছে। </p> <p>এদিকে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার রাতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালের আঙিনায় হামলা চালায়। যখন হামলা চালানো হয় তখন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ঘুমিয়ে ছিলেন। এ ঘটনায়  চারজন নিহত এবং আরো ৪০ জন আহত হন। </p> <p>হামলায় বাস্তুচ্যুতদের বেশ কয়েকটি তাঁবু পুড়ে যায়। মেডিকেল টিম নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত ব্যক্তিকে সরিয়ে নিতে সক্ষম হয়। তাদের সবকিছু আগুনে পুড়ে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহড়া শুরুর পর তাইওয়ান ঘিরে উড়েছে ১৫৩ চীনা যুদ্ধবিমান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728964737-54ae7c068c0d8c99aab598cf06ab5bfc.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহড়া শুরুর পর তাইওয়ান ঘিরে উড়েছে ১৫৩ চীনা যুদ্ধবিমান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/15/1435295" target="_blank"> </a></div> </div> <p> ভয়াবহ এই হামলায় হতাহতরা গুরুতরভাবে দগ্ধ হয়। কিছু লাশ পুড়ে বিকৃত হয়ে যায়, ফলে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁবুতে ব্যবহৃত দাহ্য নাইলন ও কাপড়ের সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।</p> <p>ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে আনাদোলুকে এজেন্সিকে বলেছেন, ‘হোয়াইট হাউস কিছু ছবি দেখার পর ইসরায়েল সরকারের কাছে আমাদের উদ্বেগ জানানো হয়েছে’।</p> <p>তিনি আরো বলেন, ‘বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে ইসরায়েলকে আরো পদেক্ষেপ নিতে হবে। সেখানে যা হচ্ছে তা ভয়ঙ্কর। হামাসের বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করলেও এমন আচরণ করা উচিত নয়।’</p> <p>সূত্র : আল-জাজিরা, আনাদোলু এজেন্সি।</p>