<p>ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আন্দোলনে আহত রোগীদের দেখতে সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্র (সিআরপি) পরিদর্শন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা গণঅভ্যুত্থানের আন্দোলনে আহত রোগীরা কোথায় ও কী অবস্থায় রয়েছেন তা পরিদর্শন করেন।</p> <p>আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে শিক্ষার্থীরা তা পরিদর্শন করেন।</p> <p>পরিদর্শন শেষে সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করে বলেন, এখানে পরিত্যক্ত ভবনে আন্দোলনে আহত রোগীদের রাখা হয়েছে। এ ছাড়া তাদের নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। তা ছাড়া সিআরপির চিকিৎসক ও স্টাফরা রোগীদের সঙ্গে অসদাচরণ করছেন বলে অভিযোগ করেন তিনি।</p> <p>রোগীরা একই ধরনের অভিযোগ করে বলেন, তাদের থাকার জায়গায় বেডশিট ব্যবহার না করে খবরের কাগজ ব্যবহার করা হচ্ছে। তাদের সময়মতো খাবার দেওয়া হয় না। এ ছাড়া অনেক সময় যে খাবার দেওয়া হয় তা তারা খেতে পারেন না বলে অভিযোগ করেন।</p> <p>পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অ্যাক্টিভ উপদেষ্টা হওয়ার দরকার ছিল স্বাস্থ্য উপদেষ্টার। যে অফিসে অফিস করবে না, বরং হাসপাতালে অফিস করবে। যে প্রত্যেকটা হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়ে বেড়াবে। আমরা শিক্ষার্থী, আমাদের অর্থনৈতিক সংকট রয়েছে। সুতরাং এ কাজগুলো করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু আমরা এই মন্ত্রণালয়ের সেই রকম কোনো কার্যক্রমই দেখছি না। আমরা এই কাজগুলো আর দেখতে চাই না।’ </p> <p>সারজিস আলম ও রোগীদের করা অভিযোগ স্বীকার করে সিআরপি হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘আমরা স্বীকার করছি, আমাদের এখানে সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা থাকলেও রোগীদের সেবায় আন্তরিকতার ঘাটতি নেই। তাদের অভিযোগগুলো সমাধানে আমরা কাজ করব।’</p> <p><br />  </p>