<p>নিউইয়র্কভিত্তিক একটি ভ্রমণ ম্যাগাজিন সম্প্রতি ভ্রমণ ও অবকাশের জন্য বিশ্বের ২৫টি শহরের একটি তালিকা প্রকাশ করেছে। এতে কলকাতার স্থান ১৯তম। এ ছাড়া উন্নয়নের ক্ষেত্রে ও পাঠকদের মতামতের ভিত্তিতে তৈরি ভিন্ন এক তালিকায় কলকাতার স্থান ১১তম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার এ তথ্য জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।</p> <p>এ ছাড়া বিশ্বের মেট্রো শহরগুলোর মধ্যে বায়ুর মানের দিক থেকে কলকাতা দ্বিতীয় স্থানে রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কলকাতার সবার সহযোগিতা ছাড়া এই স্বীকৃতি সম্ভব হতো না। আমাদের শহরটি সুন্দরভাবে দেখিয়ে দেয়, কিভাবে ঐতিহ্য আর আধুনিকতার সহাবস্থান সম্ভব এবং কিভাবে উন্নয়ন পরিবেশ সচেতনতাকে সঙ্গে নিয়ে চলতে পারে।’</p> <p>‘ট্রাভেল অ্যান্ড লেইজার’ ম্যাগাজিনটির বিশ্বজুড়ে ৪৮ লাখ পাঠক রয়েছে। তাদের ২০২৪ সালের ‘ওয়ার্ল্ডস বেস্ট অ্যাওয়ার্ডস’ জরিপে ভারতীয় আরো দুইটি শহর স্থান পেয়েছে। উদয়পুর বিশ্ব পর্যটন ও অবকাশের জন্য দ্বিতীয় স্থানে রয়েছে, আর জয়পুর রয়েছে ২১তম স্থানে।</p> <p>এই তালিকায় প্রথম স্থানে রয়েছে মেক্সিকোর সান মিগুয়েল ডি অ্যালেন্ডে শহর। তৃতীয় স্থানে কিয়োটো, চতুর্থ স্থানে ভিয়েতনামের হোই আন ও পঞ্চম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর।</p> <p>সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘একাধিক দিক থেকে কলকাতাকে বিশ্ব স্বীকৃতি পেতে দেখে এটি অত্যন্ত গর্বের মুহূর্ত! ট্রাভেল অ্যান্ড লেইজারের বিচারে বিশ্বের সেরা শহরগুলোর মধ্যে (বিশ্বে ১৯তম স্থানে), স্যাভিলস গ্রোথ হাবস ইনডেক্সের বিচারে দ্রুত উন্নয়নশীল শহর হিসেবে (বিশ্বে ১১তম স্থান) এবং আইআইটি দিল্লির বিচারে বিশ্বের মেট্রো শহরগুলোর মধ্যে বায়ু মান সূচকে অন্যতম সেরা (মে মাসে ২য় স্থানে)। কলকাতা সত্যিই অগ্রগতির প্রতীক হয়ে উঠেছে...।’</p> <p>এই আন্তর্জাতিক ম্যাগাজিন কর্তৃপক্ষ প্রতিবছর এই জরিপ পরিচালনা করে, যেখানে পাঠকদেরকে বিশ্বজুড়ে তাদের ভ্রমণের অভিজ্ঞতা জানাতে অনুরোধ করা হয়। এই বছর প্রায় এক লাখ ৯০ হাজার পাঠক জরিপে অংশ নিয়েছেন এবং হোটেল, ক্রুজ লাইনসহ মোট সাত লাখেরও বেশি ভোট পড়েছে আট হাজার ৭০০টি স্থাপনার ওপর। পাঠকদের জন্য রেটিংয়ের মানদণ্ড ছিল ল্যান্ডমার্ক/দর্শনীয় স্থান, সংস্কৃতি, খাবার, আতিথেয়তা, কেনাকাটা ও মূল্য।</p> <p>এদিকে এই বিশ্বজরিপে কলকাতার স্থান পাওয়ার খবরটি কলকাতার পর্যটন ব্যবসায়ীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। ভারতের ট্র্যাভেল এজেন্টস ফেডারেশনের জাতীয় কমিটির সদস্য অনিল পাঞ্জাবি বলেন, ‘আমরা আরো আন্তর্জাতিক পর্যটককে কলকাতায় স্বাগত জানাতে মুখিয়ে আছি, যাতে তারা কলকাতার অনন্য আকর্ষণ অনুভব করতে পারেন।’</p> <p>ভারতীয় ট্যুর অপারেটরদের ফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান দেবজিত দত্ত বলেন, ‘এই স্বীকৃতি আমাদের কলকাতাকে বিশ্ব পর্যটনের অন্যতম প্রধান গন্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে।’</p> <p>সূত্র : টাইমস অব ইন্ডিয়া</p>