<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে রাজ্যের রাজধানী ইম্ফলে মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল সোমবার মণিপুরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের প্রতিনিধিরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ তুলে ধরে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল ছাত্ররা মণিপুরের সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অপর্যাপ্ত পদক্ষেপের প্রতিবাদে মিছিল করে। তারা রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ এবং রাজ্য গভর্নরের ইউনিফায়েড কমান্ডের স্থানান্তরের দাবি জানায়। তারা নির্বিচারে রাজ্যে চরমপন্থীদের ড্রোন বোমা ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানায়। পরে বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেনের সঙ্গে দেখা করে। মুখ্যমন্ত্রী ছাত্রদের কথা শোনা হবে বলে আশ্বাস দেন। এদিকে গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় ইম্ফলে বিক্ষুব্ধ জনতা গভর্নরের বাসভবনের সামনে মশাল মিছিল নিয়ে সমবেত হয়। তারা মণিপুরে বাড়তে থাকা উত্তেজনা ও অস্থিরতা কমাতে অবিলম্বে গভর্নরের হস্তক্ষেপের দাবি জানায়। পরিস্থিতি সামাল দিতে মশাল মিছিল নিয়ে আসা আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। তবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা কাউকে গ্রেপ্তারের খবর মেলেনি।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি মণিপুরে আবারও সহিংসতা বেড়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় বোমা, ড্রোন হামলা ও বন্দুক যুদ্ধে বেশ কয়েকজন নিহত হয়েছে। মণিপুরের পরিস্থিতির যে অবনতি ঘটছে এবং তা নিয়ে রাজ্যের বাসিন্দারা উদ্বেগে রয়েছে, তা তুলে ধরে আন্দোলনকারীরা।  সূত্র : টাইমস অব ইন্ডিয়া</span></span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>