<p>পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ব্যবহার</span> করে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনকে আঘাত হানার অনুমতি দিলে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জড়াবে</span> বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।</p> <p>রাশিয়ায় হামলা চালাতে নিজেদের ক্ষেপণাস্ত্র <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ব্যবহার</span> করার জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে কিয়েভের মিত্র দেশগুলোর মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে গতকাল ওয়াশিংটনে পৌঁছেছেন ব্রিটিশ প্রধামমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">কিয়ার</span> স্টারমার। ওই বৈঠকের প্রাক্কালে ইউক্রেনকে পশ্চিমা  <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ক্ষেপণাস্ত্র</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ব্যবহারের</span> অনুমতি দেওয়া প্রসঙ্গে স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিন সতর্ক করে বলেছেন, এর মানে হলো, ইউক্রেন যুদ্ধে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ন্যাটো</span> দেশগুলোর সরাসরি অংশগ্রহণ করা।  এ ধরনের অনুমতি দেওয়া হলে ইউক্রেন যুদ্ধের <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রকৃতি</span> ও পরিধি পুরোপুরি বদলে যাবে। পুতিন বলেন, ‘এর অর্থ হলো ন্যাটো দেশগুলো, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জড়িয়ে</span> পড়বে।’ </p> <p>ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে তাঁদের মিত্রদের কাছে পশ্চিমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার বিরুদ্ধে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ব্যবহার</span> করার অনুমতির আবেদন জানিয়ে আসছেন। জেলেনস্কির দাবি, মস্কোর হামলা চালানোর সক্ষমতাকে সীমিত করতে তাঁদের এসব ক্ষেপণাস্ত্র <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ব্যবহার</span> করা দরকার। এসবের মধ্যে মার্কিন এটিএসিএমএস ও ব্রিটিশ স্টর্ম শ্যাডোস দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রও আছে। এসব ক্ষেপণাস্ত্র <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">দিয়ে</span> রুশ ভূখণ্ডের অনেক ভেতরেও আঘাত হানা যাবে।</p> <p>পশ্চিমাদের অভিযোগ, রাশিয়া ইরানের কাছ থেকে ব্যালিস্টিক  <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ক্ষেপণাস্ত্র</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">নিয়েছে।</span> আর এর মধ্য দিয়ে মস্কো যুদ্ধের <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বিস্তৃতি</span> ঘটিয়েছে। এর জবাব হিসেবে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">দিয়ে</span> রাশিয়ায় আঘাত হানার অনুমতি দেওয়া উচিত হবে কি না, তা খতিয়ে দেখছে পশ্চিমা দেশগুলো।</p> <p>বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়টি নিয়ে এ পর্যন্ত <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সবচেয়ে</span> কঠোর <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">মন্তব্যে</span> পুতিন বলেছেন, এ ধরনের পদক্ষেপ ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সরবরাহ</span> করা দেশগুলোকে সরাসরি এই যুদ্ধে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জড়িয়ে</span>  <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ফেলবে।</span> পুতিনের দাবি, স্যাটেলাইটের লক্ষ্যস্থল বিষয়ক তথ্য ও ক্ষেপণাস্ত্রের ফ্লাইট পথের নির্দিষ্ট <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রগ্রামিং</span> ন্যাটোর সামরিক সদস্য দেশগুলোকেই করতে হবে। কারণ ইউক্রেনের এ সক্ষমতা নেই।</p> <p>এদিকে পুতিনের ওই হুঁশিয়ারির জেরে ব্রিটিশ প্রধানমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">কিয়ার</span> স্টারমার বলেছেন, রাশিয়াই ইউক্রেনে সংঘাত শুরু করেছে এবং তারা চাইলে এখনই তা <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বন্ধ</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">করতে</span> পারবে।  তিনি বলেন, ‘রাশিয়াই এ সংঘাতের সূচনা করেছে। রাশিয়া অবৈধভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে। রাশিয়া এখনই এ যুদ্ধ <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">থামাতে</span> পারে।’</p> <p>রাশিয়াকে সহায়তা বাড়িয়ে দেওয়ায় ইরানকে কিভাবে জবাব দিতে হবে, তা নিয়েও আলোচনা করছে ইউক্রেনের মিত্ররা। এর অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">কিয়ার</span> স্টারমার এবং পররাষ্ট্রমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ডেভিড</span> ল্যামি আন্তর্জাতিক কূটনীতি চালিয়ে যাচ্ছেন।</p> <p>আজ শনিবার ওয়াশিংটন থেকে যুক্তরাজ্যে ফেরার কথা রয়েছে স্টারমারের। আগামীকাল রবিবার তিনি ইতালির প্রধানমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জর্জিয়া</span> মেলোনির সঙ্গে সাক্ষাৎ করতে রোমে যাবেন।</p> <p>এ ছাড়া <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">গুপ্তচরবৃত্তির</span> অভিযোগে ছয় ব্রিটিশ কূটনীতিকের <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্বীকৃতি</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বাতিল</span> করেছে রাশিয়া। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) দাবি, অভিযুক্ত <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">কূটনীতিকদের</span> কর্মকাণ্ড দেশটির নিরাপত্তাকে হুমকির মুখে  <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ফেলেছে।</span> পুতিনের হুঁশিয়ারির পর কূটনীতিকদের <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্বীকৃতি</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বাতিল</span> করা হয়।  সূত্র : বিবিসি, এএফপি</p> <p> </p>