<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কানাডার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারবে ভেবে মারাত্মক ভুল করেছে ভারত। আমরা ভারতকে উসকানি দিতে কিংবা তাদের সঙ্গে লড়াই করতে চাই না। ভারত কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে আমরা স্পষ্ট ইঙ্গিত পেয়েছি। কানাডার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আমাদের সজাগ থাকা দরকার।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিখ নেতা হরদীপ সিংহ নিজ্জর হত্যাকাণ্ড ঘিরে ভারত ও কানাডার পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের পর গত বুধবার ট্রুডো এই কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত সোমবার নয়াদিল্লিতে থাকা কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনারসহ ছয় কূটনীতিককে দেশ ত্যাগ করতে বলেছে ভারত। এর জবাবে কানাডাও ভারতের হাইকমিশনারসহ ছয় কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। অটোয়ার অভিযোগ, কানাডার নাগরিক নিজ্জরকে হত্যার সঙ্গে ওই ছয়জনের সংশ্লিষ্টতা রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ট্রুডোর মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কানাডা কোনো প্রমাণ দেয়নি। এই দাম্ভিক আচরণ ভারত ও কানাডা সম্পর্কের যে ক্ষতি করেছে, তার দায় শুধু প্রধানমন্ত্রী ট্রুডোর ওপর বর্তায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পৃথক শিখ ভূখণ্ডের দাবিতে গড়ে ওঠা খালিস্তান আন্দোলনের নেতা ছিলেন নিজ্জর। ২০২৩ সালের জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে একটি গুরুদুয়ারার সামনে নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টরা জড়িত বলে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো অভিযোগ তুলেছিলেন, তবে তা অস্বীকার করে ভারত। এই হত্যাকাণ্ড ঘিরে ওই সময় ভারত-কানাডা কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি হয়। সূত্র : বিবিসি, এএফপি, দ্য গার্ডিয়ান</span></span></span></span></span></p>