<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই দেশের সীমান্ত এলাকায় টহল নিয়ে ভারত-চীনের মধ্যে একটি চুক্তি হয়েছে। ভারত গতকাল সোমবার জানিয়েছে, তারা প্রতিবেশী চীনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে, যার মাধ্যমে অত্যন্ত বিতর্কিত সীমান্ত এলাকায় সামরিক টহল পরিচালনা করা হবে। ২০২০ সালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর যে সমস্যা সৃষ্টি হয়েছিল, সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ঘোষণা এমন সময় এলো, যখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ায় অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন, যেখানে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংও উপস্থিত থাকবেন। বিশ্বের দুই বৃহত্তম জনসংখ্যার দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন একে অন্যের তীব্র প্রতিদ্বন্দ্বী। দেশ দুটি নিয়মিতভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নামে পরিচিত অনানুষ্ঠানিক সীমারেখা বরাবর ভূখণ্ড দখলের চেষ্টার পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষে কমপক্ষে ২০ ভারতীয় এবং চার চীনা সেনা নিহত হওয়ার পর উভয় পক্ষই হাজার হাজার সেনা প্রত্যাহার করেছিল এবং ওই সংকীর্ণ বিভাজন রেখা বরাবর আর টহল না চালানোর সিদ্ধান্ত নিয়েছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা বিক্রম মিসরি জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক সপ্তাহ ধরে ভারত ও চীনের কূটনৈতিক ও সামরিক আলোচকরা নিয়মিত যোগাযোগে ছিলেন। এই আলোচনার ফলস্বরূপ ভারত-চীন সীমান্ত এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার বরাবর টহলব্যবস্থার বিষয়ে একটি চুক্তি হয়েছে, যা সেনা প্রত্যাহার এবং ২০২০ সালে উদ্ভূত সমস্যাগুলোর সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনের প্রতি সব সময় ভারত সতর্ক থাকে এবং তাদের সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে বিরোধ একটি দীর্ঘস্থায়ী উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের পুরো অংশ নিজেদের বলে দাবি করে এবং এটিকে তিব্বতের অংশ বলে মনে করে। ১৯৬২ সালে দুই দেশের মধ্যে একটি সীমান্ত যুদ্ধও হয়েছিল। দক্ষিণ এশিয়ায় কৌশলগত প্রভাব বিস্তারের ক্ষেত্রেও দুই দেশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>