<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার মাধ্যমে এই অত্যাধুনিক প্রযুক্তির অধিকারী হওয়া অল্প কয়েকটি দেশের একটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত হলো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি। গত শনিবার ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপের উপকূল থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে গতকাল রবিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে তিনি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঐতিহাসিক সাফল্য</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হিসেবে বর্ণনা করেছেন। এর আগে শুধু চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ ধরনের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। ভারতের মতো বিশ্বের অনেক দেশই এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী হওয়ার চেষ্টা করছে। এক বিবৃতিতে ভারত সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি বোমাসহ এক হাজার ৫০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করার মতো করে নকশা করা হয়েছে। সূত্র : এনডিটিভি</span></span></span></span></span></p>