<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হামলা চালানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার কিয়েভ এই অভিযোগ তুলেছে। আর অভিযোগ সত্য হয়ে থাকলে ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার হলো। এতে সংঘাতের তীব্রতা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেন বলেছে, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরে আঘাত হেনেছে। তবে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, পারমাণবিক যুদ্ধের সম্প্রসারণ ঠেকাতে সম্ভাব্য সব কিছু করছে তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনের শিল্পনগরী দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলার পর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে সংঘাত সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, দিনিপ্রোতে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরের দিকে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবৃতিতে আরো বলা হয়, বিশেষ করে রাশিয়ার আস্ত্রাখান অঞ্চল থেকে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনের বিমানবাহিনীর একটি সূত্র বলেছে, ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো রাশিয়া এই ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার করল। ক্ষেপণাস্ত্রটি প্রচলিত অস্ত্র ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম হলেও এতে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের উন্মাদ প্রতিবেশী আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কি না, তা নিশ্চিতে তদন্ত করা হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের গতি, উচ্চতাসহ আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সব ধরনের বৈশিষ্ট্য ছিল। এটি স্পষ্ট যে পুতিন ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জায়গা হিসেবে ব্যবহার করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাশিয়া কয়েক হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ছুড়েছে কি না, জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ বিষয়ে তার কিছুই বলার নেই। যদিও তিনি বলেছেন, চলতি সপ্তাহে পরমাণুনীতি পরিবর্তনের পর পারমাণবিক সংঘাত এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে রাশিয়া।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে প্রেস ব্রিফিংয়ের সময় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার কাছে একটি ফোনকল আসে। সেখানে তাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে মন্তব্য না করতে নির্দেশ দেওয়া হয়। এ সময় তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পশ্চিমারা যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলছে, তা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউরোপীয় ইউনিয়ন বলেছে, হামলার বিষয়টি সত্য হওয়ার অর্থ হবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টতই যুদ্ধ সম্প্রসারণ করছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, তারা ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর মধ্যে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল কি না, তা নিশ্চিত করেনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে এগুলো রুশ ভূখণ্ড নাকি অধিকৃত ইউক্রেনে ভূপাতিত হয়েছে, তা নিশ্চিত করেনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত দোনেত্স্ক অঞ্চলে অগ্রসর হওয়ার দাবি করেছে রাশিয়া। কুরাখোভের কাছাকাছি একটি গ্রাম দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>