<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কাশ্মীরে ৩৭০ ধারা আর ফিরবে না।  মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটির জয়ের পর গত শনিবার মোদি দিল্লিতে বিজেপির সদর দপ্তরে উপস্থিত এসব কথা বলেন। নিজের বক্তেব্যে পরিবারতন্ত্র থেকে তোষণের রাজনীতি, ইস্যু ধরে ধরে বিরোধীদের নিশানা করেন তিনি। পাশাপাশি তার বক্তব্যে ওঠে আসে কাশ্মীর প্রসঙ্গ। তিনি  বলেন, কিছু রাজনৈতিক দল দেশে দুই রকম সংবিধান চাইছে। তবে মহারাষ্ট্রে জয়ের পর আমি স্পষ্ট করে দিতে চাই, দেশে শুধু বাবাসাহেব আম্বেদকরের সংবিধান থাকবে। দ্বিতীয় কোনো সংবিধান হবে না। কেউ কেউ জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে চাইছে। কিন্তু তাদের আজ আমি বলে দিচ্ছি, চাইলেও তারা কেউ ৩৭০ ধারা ফেরাতে পারবে না। এদিকে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটির জয়ের পর মুখ্যমন্ত্রী  বাছাই নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন , এনডিটিভি</span></span></span></span></span></p>