<p style="text-align:justify">সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্নের সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুক্রবার তার কফিন রাখা হয় দিল্লির মতিলাল নেহেরু মার্গের বাড়িতে।</p> <p style="text-align:justify">এএফপি জানাচ্ছে, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ঘোষণা দিয়েছে, কাল শনিবার শেষকৃত্য হবে সাবেক এই প্রধানমন্ত্রীর।</p> <p style="text-align:justify">এক বিবৃতিতে দলটি জানিয়েছে, শনিবার সকালে নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে এক ঘণ্টার জন্য মরদেহ নেওয়া হবে। সেখানে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। সেখান থেকে তার মরদেহ শ্মশানে নেওয়া হবে।</p> <p style="text-align:justify">আজ শুক্রবার নয়াদিল্লিতে সাবেক এই প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি বলেন, ‘ভারত তার বিশিষ্ট নেতাদের একজনকে হারিয়ে শোকাহত।’</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে মনমোহন সিং মারা যান। অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে নাম লেখানো মনমোহনের বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা ছিল। </p> <p style="text-align:justify">বৃহস্পতিবার বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন বর্ষীয়ান এই কংগ্রেস রাজনীতিবিদ। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।</p> <p style="text-align:justify">সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।</p>