<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ায় উত্তরাঞ্চলে বিদ্রোহীদের আক্রমণ ঘিরে উত্তেজনার নেপথ্যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ থাকার ধারণাকে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। একই সঙ্গে সিরিয়া পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল সোমবার বলেছেন, সিরিয়ায় ঘটনা বিদেশি হস্তক্ষেপের কারণে হয়েছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন ব্যাখ্যা করাটা এখন ভুল হবে। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার ও বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে সংলাপ না হওয়াকেই  দেশটির চলমান উত্তেজনা সৃষ্টির জন্য দায়ী করেন। এদিকে সিরিয়ায়  দ্রুত ছড়িয়ে পড়া সংঘাত নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন  তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত রবিবার কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের  মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। সিরিয়ার আলেপ্পো ও অন্যান্য এলাকায় বেসামরিক মানুষ ও অবকাঠামো রক্ষার ওপর জোর দেওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে তারা আলোচনা করেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার উত্তরাঞ্চলের বেশির ভাগ অংশ তুরস্ক সমর্থিত বিদ্রোহী দলগুলো নিয়ন্ত্রণ করছে। সম্প্রতি সিরিয়ায় সংঘাত ছড়িয়ে পড়ায় সীমান্তে নতুন করে শরণার্থীর ঢল নামার শঙ্কায় রয়েছে তুরস্ক।  সূত্র : এএফপি</span></span></span></span></span></p>