<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঁচ সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। গাজার আল-কুদস টিভি চ্যানেল বলেছে, গতকাল বৃহস্পতিবার গাজায় সাংবাদিকদের গাড়িতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী। এক বিবৃতিতে আল-কুদস জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের গাড়িতে আঘাত হানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। আল-কুদসের নিহত পাঁচ সাংবাদিক হলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফয়সাল আবু আল-কুমসান, আয়মান আল-জাদি, ইবরাহিম আল-শেখ খলিল, ফাদি হাসাওনা ও মোহাম্মদ আল-লাদা। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকতা ও মানবিক দায়িত্ব পালনের সময় ওই পাঁচজন নিহত হয়েছেন। আমাদের প্রতিরোধী সাংবাদিকতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি আমরা। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, নুসেইরাত এলাকার মধ্যে ইসলামিক জিহাদের সন্ত্রাসীদের বহন করা গাড়িতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। বেসামরিক লোকজনের জন্য ঝুঁকি কমাতে হামলার আগে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। এক প্রত্যক্ষদর্শী বলেন, আল-আওদা হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা টিভি চ্যানেলের গাড়িতে ইসরায়েলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে গাড়িতে আগুন ধরে ভেতরে থাকা লোকজন মারা যায়। দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস মিডল ইস্ট বলেছে, সাংবাদিকরা বেসামরিক লোক এবং তাদের সব সময় সুরক্ষা দেওয়া উচিত। দ্য প্যালেস্টিনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেট গত সপ্তাহে জানিয়েছে, গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ১৯০ জনের বেশি সাংবাদিক নিহত এবং অন্তত ৪০০ জন আহত হয়েছেন। সূত্র : এএফপি</span></span></span></span></p>