যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন বলছে, মেক্সিকো উপসাগরের নাম আনুষ্ঠানিকভাবে পাল্টে ‘গালফ অব আমেরিকা’ বা ‘আমেরিকা উপসাগর’ করেছে তারা। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাস্কার ‘ডেনালি’ পর্বতশৃঙ্গের নাম বদলে ‘মাউন্ট ম্যাককিনলে’ রাখা হয়েছে।
গত শুক্রবার ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিভাগ জানায়, প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে এই নাম পরিবর্তন ঘটেছে। এক বিবৃতিতে অভ্যন্তরীণ বিভাগ বলে, ‘এসব পরিবর্তন যুক্তরাষ্ট্রের অসাধারণ ঐতিহ্য সংরক্ষণের প্রতি জাতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
আমেরিকাবাসীর ভবিষ্যৎ প্রজন্ম যে তাদের বীরদের উত্তরাধিকার ও ঐতিহাসিক সম্পদের গুণকীর্তন করবে সেটিও এই পরির্বতনগুলো নিশ্চিত করে।
ট্রাম্প গত সোমবার দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ক্ষমতা নিয়েই অনেক নির্বাহী আদেশ জারি করেন তিনি। এসব আদেশের মধ্যে নাম পরিবর্তনের বিষয়গুলোও রয়েছে।
দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই ট্রাম্প বলেছিলেন, মেক্সিকো উপসাগরের নাম বদলে দিতে চান তিনি। এই নামের পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার ঘোষণা দেন তিনি। ষোড়শ শতাব্দী থেকে মেক্সিকো উপসাগর নামটি ব্যবহৃত হয়ে আসছে। গত মঙ্গলবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন, ‘আমাদের কাছে এবং সমগ্র বিশ্বের কাছে এটি মেক্সিকো উপসাগর হয়েই থাকবে।
’
ট্রাম্পের নতুন প্রশাসন আরো জানায়, উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত ডেনালির নামও পরিবর্তন করা হয়েছে। এটি এখন তার আগের নাম মাউন্ট ম্যাককিনলে হিসেবে পরিচিত হবে। কয়েক বছরের বিতর্কের পর আলাস্কা রাজ্যের অনুরোধে ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে আনুষ্ঠানিকভাবে পর্বতটির ডেনালি নামকরণ করা হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে আলাস্কার আদিবাসী জনগোষ্ঠী এ পর্বতকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে আসছে। সূত্র : দ্য গার্ডিয়ান, ইয়াহু নিউজ, পার্স টুডে